পুলিশের ভাষ্য, ডাকাতির ঘটনা নয়, পূর্ব বিরোধের জেরে খোরশেদ আলমের বাড়িতে গিয়ে ভাংচুর চালিয়েছে গ্রেপ্তার দুই জন।
Published : 16 Feb 2025, 02:25 PM
মসজিদের মাইকে বাড়িতে ডাকাতের হানা দেওয়ার ঘোষণায় তুলকালাম কাণ্ড ঘটেছে চট্টগ্রামের কর্ণফুলীতে।
উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নে শনিবার রাতে এ ঘটনায় উত্তেজিত জনতার মারধরে আহত হয়েছেন একজন এবং দুই জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন কর্ণফুলী থানার ওসি শরিফুল ইসলাম।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে সেনা সদস্যরাও উপস্থিত হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার দুইজন হলেন- আনু মিয়া ও মো. জানে আলম; আনুমানিক ৪৫ বছর বয়সী এই দুইজন কর্ণফুলী উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে আনু মিয়া মারধরে আহত হয়েছেন।
ওই শরিফুল ইসলাম বলেন, “ডাকাতির ঘটনা নয়, পূর্ব বিরোধের জেরে চরলক্ষ্যা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৌলভী বাজারের বাসিন্দা খোরশেদ আলমের বাড়িতে গিয়ে ভাংচুর চালিয়েছে গ্রেপ্তার দুইজন।
“খোরশেদ তার বাড়িতে ডাকাত পড়েছে বলে এলাকাবাসীকে জানালে তারা মাইকে ঘোষণা দিয়ে ওই বাড়ি ঘেরাও করেছিল।“
পুলিশের এই কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জিজ্ঞাসাবাদের গ্রেপ্তার আনু মিয়া দাবি করেছেন তিনি খোরশেদের কাছ থেকে ১২ লাখ টাকা পাওনা আছেন। সে টাকা আনতে রাতে তারা খোরশেদের বাড়িতে যান এবং ভাংচুর করেন।“
ঘটনার বর্ণনা দিয়ে ওসি বলেন, রাতে আনু ও জানে আলম যখন খোরশেদের বাড়িতে গিয়েছিল তখন তিনি পরিবার নিয়ে শহরে ছিলেন। আনু ও জানে আলম বাড়িতে গিয়ে ভাংচুর করছে খবর পেয়ে খোরশেদ এলাকাবাসীকে তার ঘরে ডাকাতের পরার খবর জানায়।
“ডাকাত পড়ার ওই ঘোষণা সেখানে মসজিদের মাইকে দেওয়া হয়। এসময় কয়েক হাজার লোক সেখানে জড়ো হয়ে বাড়ি ঘেরাও করে রাখে।“
স্থানীয়রা আনু মিয়াকে ধরে পিটুনি দেওয়ার সময় পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে জানিয়ে ওসি শরীফুল বলেন, “এত বেশি লোকজন জড়ো হয়েছে তাদের নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ এবং সেনা সদস্যদের খবর দিয়ে ঘটনাস্থলে নিতে হয়েছিল।“
কয়েক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি শান্ত করে ঘরের ভেতর খাটের নিচে লুকিয়ে থাকা অবস্থায় জানে আলমকেও পুলিশ উদ্ধার করেছে বলে জানিয়েছেন ওসি শরিফুল।
তিনি বলেন, “খোরশেদের দাবি তিনি আনু মিয়াকে চেনেন না। আমরা খোঁজ নিয়ে দেখিছি খোরশেদ সাম্পান মালিক ও আনু মিয়া ঘাটের মাঝি, তাদের মধ্যে অভ্যন্তরীণ কোন কারণে আগে থেকে বিরোধ চলে আসছিল। গেল বছরের জুনেও আনু মিয়া ও সেলিম নামে অপর এক ব্যক্তি সদরঘাট এলাকায় খোরশেদকে মারধর করেছে।
“এ ঘটনায় নগরীর সদরঘাট থানায় মামলাও হয়েছে। এ মামলায় পুলিশ আনু মিয়া ও তার সহযোগীকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দিয়েছে।”
শনিবারের রাতের ঘটনায় খোরশেদ আলম বাদী হয়ে আনু মিয়া ও জানে আলমের বিরুদ্ধে চাঁদা দাবি ও ভাংচুরের মামলা করেছে বলে জানিয়েছেন ওসি শরীফুল ইসলাম।