“টিপু কোতোয়ালী থানার একটি বিষ্ফোরক মামলার আসামি।’’
Published : 20 Jan 2025, 06:21 PM
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের নেতা ও সাবেক শ্রম মন্ত্রী প্রয়াত এম এ মান্নানের ছেলে আব্দুল লতিফ টিপুকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
নগরীর ব্যাটারি গলির বাসা থেকে রোববার রাতে টিপুকে গ্রেপ্তার করা হয়েছে বলে কোতোয়ালী থানার ওসি আবদুল করিম জানিয়েছেন। টিপু চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য।
ওসি করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “টিপু কোতোয়ালী থানার একটি বিষ্ফোরক মামলার আসামি।“
সাবেক আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের আমলে ১৯৯৬-২০০১ পর্যন্ত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী এমএ মান্নানের বড় ছেলে টিপু।
তার ছোট ভাই দিদারুল আলম মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি।