শেষ দিনে খেলা হলো না এক বলও

ড্র হলো বাংলাদেশ ‘এ’ দল ও ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের আনঅফিসিয়াল টেস্ট।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 August 2022, 03:46 AM
Updated : 8 August 2022, 03:46 AM

প্রথম ও তৃতীয় দিনে প্রকৃতির বাধার মধ্যেও খেলা হয়েছে কিছুটা। শেষ দিনে হতে পারল না একটি বলও। বাংলাদেশ ‘এ’ ও ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের প্রথম আনঅফিসিয়াল টেস্ট তাই অনুমিতভাবেই হলো ড্র।

সেন্ট লুসিয়ায় চার দিনের এই ম্যাচটিতে পুরোপুরি শেষ হতে পারেনি দুই ইনিংসও।

ম্যাচের প্রথম দিনে অপ্রস্তুত আউটফিল্ডের কারণে খেলা হয় ৪৩ ওভার। দ্বিতীয় দিনেই কেবল ৮০ ওভার খেলা হতে পারে। তৃতীয় দিনে বৃষ্টির কারণে খেলা হয় ৩৫ ওভার। শেষ দিনে হলো না একটুও।

খেলা যেটুকু হয়েছে, খুব ভালো কিছু করতে পারেনি বাংলাদেশ। প্রথম ইনিংসে অলআউট হয় তারা স্রেফ ১৬৭ রানে। কেবল অধিনায়ক মোহাম্মদ মিঠুন করতে পারেন ফিফটি (৫০)।

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল ৫ উইকেটে করে ২৬৩। বাংলাদেশের সৈয়দ খালেদ আহমেদ নেন দুটি উইকেট। ৩৪ ওভার বোলিং করে ১৫টি মেডেন নিয়ে ৪৪ রানে ১ উইকেট নেন অফ স্পিনার নাঈম হাসান।

প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা ক্যারিবিয়ান পেসার মার্কুইনো মাইন্ডলি।

দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্ট বুধবার থেকে।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ‘এ’ দল ১ম ইনিংস: ১৬৭

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল ১ম ইনিংস: ২৬৩/৫

ফল: ম্যাচ ড্র।

ম্যান অব দা ম্যাচ: মার্কুইনো মাইন্ডলি।