পারফরম্যান্স দিয়েই আমির পাকিস্তান দলে ফিরেছে, বলছেন নির্বাচক ওয়াহাব রিয়াজ।
Published : 10 Apr 2024, 02:55 PM
মোহাম্মদ আমিরের কলুষিত অতীতে না তাকিয়ে আলোকিত বর্তমানকেই বেশি প্রাধান দিচ্ছেন ওয়াহাব রিয়াজ। পাকিস্তানের নির্বাচক কমিটির সদস্য সাবেক এই পেসারের মতে, পারফরম্যান্স দিয়েই জাতীয় দলে জায়গা ফিরে পেয়েছেন এই বাঁহাতি পেসার। আমিরের ব্যাপারে রামিজ রাজার মন্তব্যকেও কেমন একটা পাত্তা দিচ্ছেন না ওয়াহাব।
অবসর ভেঙে সম্প্রতি পাকিস্তান জাতীয় দলে ফিরেছেন আমির। এই মাসেই নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে তাকে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে সাড়ে তিন বছর পর। তার ফেরার সঙ্গে ফিরে এসেছে ফিক্সিংয়ে জড়ানো ক্রিকেটারদের নিয়ে পুরোনো বিতর্কও।
পাকিস্তান ক্রিকেটে বিতর্কটি নানা সময়েই ছিল। স্পট ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হওয়া ও প্রতারণার দায়ে ইংল্যান্ডে জেলে যাওয়া আমিরের দলে ফেরাকে ঘিরে তা আবার তুলে ধরেছেন রামিজ। পাকিস্তানের সাবেক অধিনায়ক, সাবেক বোর্ড প্রধান ও ধারাভাষ্যকারের মতে, ফিক্সিংয়ে জড়ানো ক্রিকেটারদের কখনোই জাতীয় দলে ফেরানো উচিত নয়। নিজের ছেলে এমন কাণ্ড করলে তাকেও ত্যাজ্য করতেন বলে মন্তব্য করেন তিনি।
তবে রামিজের সেই ভাবনাকে অতি কঠোর বলে মনে করেন পাকিস্তানের নির্বাচক ওয়াহাব রিয়াজ।
“মোহাম্মদ আমিরকে নিয়ে রামিজ রাজার মন্তব্য প্রচণ্ড রূঢ় এবং নেতিবাচক একটি অর্থ এতে স্পষ্টভাবে ফুট ওঠে তবে নিজস্ব মতামত প্রকাশের অধিকার তো সবারই আছে।”
আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকিয়েই মূলত অবসর ভেঙে ফিরেছেন আমির। চোটের কারণে মূল পেসারদের না পাওয়ায় অনেক সময়ই ভুগতে হয়েছে পাকিস্তানকে। বোর্ডের পক্ষ থেকে আলোচনা করেই ফেরানো হয়েছে ৩১ বছর বয়সী এই পেসারকে। ওয়াহাব বললেন, পারফরম্যান্স দিয়েই জায়গাটা আদায় করে নিয়েছেন আমির।
“আমাদের অনেক ক্রিকেটার আছে চোটপ্রবণ। আমিরের পারফরম্যান্সও সবার সামনে আছে। পিএসএল সেরা টুর্নামেন্টগুলোর একটি, যেটির পারফরম্যান্স থেকে ক্রিকেটারদের নির্বাচিত করা যায়, বিশেষ করে টি-টোয়েন্টিতে। কেউ যদি জাতীয় দলে খেলতে প্রস্তুত থাকে, তার পারফরম্যান্স আমাদেরকে বিবেচনায় নিতে হবে। আমির তাদেরই একজন।”
এবারের পিএসএলে অবশ্য দারুণ কোনো পারফরম্যান্স ছিল না আমিরের। ৯ ম্যাচে ১০ উইকেট নিতে পেরেছিলেন তিনি ওভারপ্রতি প্রায় সাড়ে আট করে রান দিয়ে।