চুক্তি নবায়ন করতে ইচ্ছুক বাংলাদেশের স্পিন বোলিং কোচ, তবে পারিশ্রমিক বাড়ানোর দাবি করেছেন সাবেক এই শ্রীলঙ্কান বাঁহাতি স্পিনার।
Published : 13 Nov 2023, 03:09 PM
বাংলাদেশের স্পিন বোলিং কোচের দায়িত্বে থেকে যেতে চান রাঙ্গানা হেরাথ। বিসিবিও তার সঙ্গে চুক্তি নবায়ন করতে ইচ্ছুক। তবে বাধ সেধেছে হেরাথের চাওয়া। নতুন চুক্তিতে পারশ্রমিক বাড়ানোর দাবি তুলেছেন শ্রীলঙ্কার এই স্পিন গ্রেট। সেটি নিয়েই এখন তার সঙ্গে আলোচনা চলছে বিসিবির।
কোচদের সঙ্গে সাধারণত চুক্তি হয়ে থাকে বিশ্বকাপ বা বড় কোনো আসর ধরেই। বাংলাদেশের বর্তমান কোচিং স্টাফের অনেকের সঙ্গেও বিসিবির চুক্তি ছিল এই বিশ্বকাপ পর্যন্তই। হেরাথের সঙ্গে চুক্তির মেয়াদ যেমন শেষ হয়ে যাচ্ছে আগামী ৩০ নভেম্বর।
২০২১ সালের জুনে হেরাথকে স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি। তথন তার সঙ্গে চুক্তি ছিল সেই বছরের অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। ওই সময়ে তার কাজে বিসিবি খুশি হওয়ায় বিশ্বকাপ শেষে দুই বছরের দীর্ঘমেয়াদি চুক্তি করা হয়। সেই মেয়াদই এখন শেষ হচ্ছে।
এই বিশ্বকাপে বাংলাদেশ দল যেমন ব্যর্থ হয়েছে, তেমনি স্পিনারও খুব প্রভাব রাখতে পারেননি। বিশ্বকাপ শেষে এমনিতেই অনেক দলে কোচিং স্টাফে রদবদল হয়। বিশেষ করে এতটা ব্যর্থ হলে তো বদল অবশ্যম্ভাবী। তবে হেরাথের কাজে এখনও বেশ সন্তুষ্ট বোর্ড। স্পিনাররাও তার সঙ্গে কাজ করে উপকৃত হচ্ছে বলে মনে করছেন তারা। তাছাড়া হেরাথের ব্যক্তিত্ব, তার বিনয়, ক্রিকেটারদের সঙ্গে সম্পর্কের উষ্ণতা, সব মিলিয়ে তাকে ধরে রাখতে আগ্রহী বোর্ড।
তবে প্রায় আড়াই বছর কাজ করার পর বাড়তি কিছু দাবি তার আছে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।
“হেরাথের সঙ্গে কিছু প্রশাসনিক ইস্যু আছে… বেতন-টেতন নিয়ে বনিবনা হলে থাকবে, না হলে চলে যাবে। তার থাকার ইচ্ছে আছে। সবকিছু ঠিকঠাক হলে থেকে যাবে।”
পারিশ্রমিক কতটা বাড়তি চান হেরাথ বা বিসিবির চাওয়া কেমন, সেসবের গভীরে গেলেন না জালাল ইউনুস। স্রেফ এটুকু যোগ করলেন, “কিছু ব্যাপার তো আছেই, চুক্তি নবায়ন, বেতন…এগুলা নিয়ে কথা চলছে।”
বিসিবি রাখতে চাইলেও নতুন চুক্তি না করে দেশে ফিরে গেছেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। বিসিবির নতুন প্রস্তাবের পরও চুক্তি নবায়ন করেননি পারফরম্যান্স অ্যানালিস্ট শ্রীনিভাস চান্দ্রাসেকারান।
চুক্তি শেষ হয়ে যাচ্ছে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নিকোলাস লিরও। তবে তাকে আপাতত রেখে দেওয়া হচ্ছে বলে জানালেন জালাল ইউনুস। ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমটকেও ডিসেম্বর পর্যন্ত রেখে দেওয়া হচ্ছে। এরপর তাকে নিয়ে সিদ্ধান্ত হবে।
প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে ও সহকারী কোচ নিক পোথাসের চুক্তির মেয়াদ আছে আরও। হাথুরুসিংহেকে দ্বিতীয় মেয়াদে গত ফেব্রুয়ারিতে আনা হয়েছে দুই বছরের চুক্তিতে। তার মেয়াদ তাই এখনও আছে আরও প্রায় ১৫ মাস। সামনেই নিউ জিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ, এরপরই নিউ জিল্যান্ড সফর। এই সময়টা পর্যন্ত তাকেই প্রধান কোচের দায়িত্বে রেখে দেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন জালাল ইউনুস। এরপর বোর্ড সভায় তাকে নিয়ে সিদ্ধান্ত হবে।
সহকারী কোচ নিক পোথাসকে গত এপ্রিলে আনা হয়েছে দুই বছরের চুক্তিতে। তাকে নিয়েও আপাতত কোনো ভাবনা নেই বিসিবির।
নিউ জিল্যান্ডের বিপক্ষে পিঠেপিঠি দুটি সিরিজে পেস বোলিং কোচের দায়িত্ব দেওয়া হতে পারে হাই পারফরম্যান্স দলের বোলিং কোচ কোরি কলিমোরকে। এরপর নতুন বোলিং কোচের সিদ্ধান্ত নেবে বোর্ড।