১১ বছরে ২২ টেস্ট পর যে স্বাদ পেল ভারত

পরিসংখ্যানের আরও কিছু পাতায় উঠেছে ভারত-অস্ট্রেলিয়ার ইন্দোর টেস্ট।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2023, 10:44 AM
Updated : 3 March 2023, 10:44 AM

ঘরের মাঠে টস জিতে ম্যাচ হারের কথা প্রায় ভুলেই গিয়েছিল ভারত। এক দশক পর তাদেরকে সেই তেতো স্বাদ দিল অস্ট্রেলিয়া। ইন্দোর টেস্টে টস জয়ী স্বাগতিকদের স্রেফ উড়িয়ে দিল সফরকারীরা। 

প্রথম দুই টেস্ট দাপটের সঙ্গে জিতে বোর্ডার-গাভাস্কার ট্রফি ধরে রাখা আগেই নিশ্চিত করে ভারত। কিন্তু তৃতীয় ম্যাচে এসে যেন নিজেদের হারিয়ে খুঁজল তারা। ৯ উইকেটে হারল ম্যাচের তৃতীয় দিন সকালেই। 

ভারতে টস হারার পর দুই যুগ পর ম্যাচ জিতল অস্ট্রেলিয়া। তাদের জন্য ইন্দোর টেস্টটি তাই স্মরনীয় হয়ে থাকবে অনেক দিন। 

পরিসংখ্যানের এমন আরও অনেক পাতায় জায়গা করে নিয়েছে ভারত-অস্ট্রেলিয়ার ইন্দোর টেস্ট। 

১ হাজার ১৩৫ বল 

চার ইনিংস মিলিয়ে বল হয়েছে ১ হাজার ১৩৫টি। ভারতের মাটিতে এর চেয়ে কম বলের ‘কমপ্লিট’ টেস্ট আছে কেবল তিনটি। ঘরের মাঠে সবচেয়ে কম ৮৪২ বলের টেস্ট খেলে ভারত ২০২১ সালে, আহমেদাবাদে ইংল্যান্ডের বিপক্ষে। এর দুই বছর আগে বাংলাদেশ-ভারতের কলকাতা টেস্ট হয় ৯৬৮ বলের। 

দুটি টেস্টই ছিল দিবা-রাত্রির। ভারতের মাটিতে আফগানিস্তানের অভিষেক টেস্ট ম্যাচটির স্থায়িত্ব ছিল ১ হাজার ২৮ বলের।

১১ বছরে প্রথম 

ঘরের মাঠে টস জিতে এক দশক পর টেস্ট ম্যাচ হারল ভারত। সবশেষ টস জিতে তারা হেরেছিল ২০১২ সালে, ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের বিপক্ষে। ওই ম্যাচের পর নিজ আঙিনায় ইন্দোর টেস্টের আগে ২২ ম্যাচে টস জিতে ১৯টিতে জিতেছিল তারা, তিনটি হয়েছিল ড্র। 

কাল হয়েছে ব্যাকফুটে খেলা 

ইন্দোরের ভয়ঙ্কর উইকেটে স্পিনাররা ৯ উইকেটে পেয়েছেন, যেখানে ব্যাটসম্যানরা খেলেছেন ব্যাকফুটে। প্রথম দুই টেস্টে চারটি করে উইকেট নেন স্পিনাররা, যখন ব্যাটসম্যান ব্যাকফুটে খেলার চেষ্টায় ছিলেন। 

২৫ বছরে প্রথম 

ভারতের মাটিতে টস হেরে ম্যাচ জয়ের কীর্তি দুই যুগ পর করে দেখাল অস্ট্রেলিয়া। সবশেষ ১৯৯৮ সালে বেঙ্গালোরে টস হেরেও ম্যাচ জিতেছিল তারা। এরপর মাঝে জেতা ৪ টেস্টের সবগুলোতেই টস জিতেছিল সফরকারীরা। 

রিভিউয়ে সাফল্য 

ইন্দোর টেস্টে ভারত ও অস্ট্রেলিয়া তিনটি করে রিভিউতে সফল হয়। ম্যাচের প্রথম ওভারে রোহিত শর্মার বিপক্ষে দুইবার রিভিউ নেয়নি অস্ট্রেলিয়া, যেগুলোতেও সফল হতো তারা।

টস হারা মানে ম্যাচ জেতা 

ভারত-অস্ট্রেলিয়ার চলমান বোর্ডার-গাভাস্কার সিরিজের তিনটি ম্যাচই জিতেছে টসে হারা দল। ভারতে হওয়া দ্বিপাক্ষিক টেস্ট সিরিজে তিন বা এর বেশি ম্যাচ টস হেরে জয়ের নজির দেখা গেল চতুর্থবার। 

৩ হাজার ৮৭০ বল 

বোর্ডার-গাভাস্কার সিরিজের তিন ম্যাচ মিলিয়ে বল হয়েছে ৩ হাজার ৮৭০টি। টেস্ট সিরিজের প্রথম তিন কমপ্লিট ম্যাচে এর চেয়ে কম বল হওয়ার নজির আছে আর তিনটি। 

লায়নের ৮/৬৪ 

দ্বিতীয় ইনিংসে ৬৪ রানে ৮ উইকেট নিয়ে ইন্দোর টেস্টে অস্ট্রেলিয়ার জয়ের ভিত গড়ে দেন ন্যাথান লায়ন। ভারতের মাটিতে যা সফরকারী কোনো বোলারের যৌথভাবে তৃতীয় সেরা বোলিং। দ্বিতীয় সেরার কীর্তিটিও এই অফ স্পিনারের। ২০১৭ সালে বেঙ্গালোরে ৫০ রানে ৮ উইকেট নিয়েছিলেন তিনি। 

রেকর্ডটি নিউ জিল্যান্ডের এজাজ প্যাটেলের। ২০২১ সালে ওয়াংখেড়েতে ১১৯ রান দিয়ে ইনিংসে ১০ উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই স্পিনার।