দক্ষিণ আফ্রিকার নতুন টি-টোয়েন্টি অধিনায়ক মারক্রাম

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সংস্করণে দলে জায়গা হারিয়েছেন টেম্বা বাভুমা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2023, 02:56 PM
Updated : 6 March 2023, 02:56 PM

নতুন টি-টোয়েন্টি অধিনায়ক বেছে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। টেম্বা বাভুমা সরে দাঁড়ানোর পর ঘরের মাটিতে আসছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নেতৃত্ব দেওয়া হয়েছে এইডেন মারক্রামের হাতে।

চলতি মাসে হতে যাওয়া ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য সোমবার দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।

টি-টোয়েন্টি অধিনায়কত্ব হারানোর পর এবার দলে জায়গাও হারালেন বাভুমা। তাই এখন কেবল টেস্ট ও ৫০ ওভারের ক্রিকেটে মনোযোগ দেবেন ওয়ানডে ও টেস্ট অধিনায়ক বাভুমা।

দুই পেসার আনরিক নরকিয়া ও কাগিসো রাবাদাকে আগামী ১৬-২১ মার্চে অনুষ্ঠেয় ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে দুজনই আছেন টি-টোয়েন্টির দলে, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু ২৫ মার্চ, শেষ হবে ২৮ মার্চ।

ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার জেরাল্ড কোয়েটজি, দুই ব্যাটসম্যান টনি ডি জর্জি ও ট্রিস্টান স্টাবস। ঘরোয়া ক্রিকেটে দারুণ খেলে দলে ফিরেছেন কিপার-ব্যাটসম্যান রায়ান রিকেলটন।

ওয়ানডে দলে থাকলেও টি-টোয়েন্টিতে জায়গা হয়নি কেশভ মহারাজের। টি-টোয়েন্টির স্কোয়াডে আছেন আরেক বাঁহাতি স্পিনার বিয়ন ফোরটান।

ওয়ানডে দল (প্রথম দুই ম্যাচ): টেম্বা বাভুমা (অধিনায়ক), জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বিয়ন ফোরটান, রিজা হেনড্রিকস, সিসান্ডা মাগালা, কেশভ মহারাজ, ভিয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, রায়ান রিকেলটন, আন্দিলে ফেলুকওয়ায়ো, ট্রিস্টান স্টাবস, লিজাড উইলিয়ামস, রাসি ফন ডার ডুসেন।

টি-টোয়েন্টি দল: এইডেন মারক্রাম, (অধিনায়ক), কুইন্টন ডি কক, বিয়ন ফোরটান, রিজা হেনড্রিকস, মার্কো ইয়ানসেন, হাইনরিখ ক্লাসেন, সিসান্ডা মাগালা, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিক নরকিয়া, ওয়েইন পার্নেল, কাগিসো রাবাদা, রাইলি রুশো, তাবরাইজ শামসি, ট্রিস্টান স্টাবস।