জাকেরের দুর্দান্ত ইনিংসে আশা জাগিয়েও পারল না বাংলাদেশ

প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার ২০৬ রান তাড়ায় ২০৩ রানে থেমেছে নাজমুল হোসেন শান্তর দল।

শাহাদাৎ আহমেদ সাহাদশাহাদাৎ আহমেদ সাহাদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2024, 11:37 AM
Updated : 4 March 2024, 04:12 PM
4 March 2024, 11:37 AM

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা: ২০ ওভারে ২০৬/৩

বাংলাদেশ: ২০ ওভারে ২০৩/৮

4 March 2024, 11:37 AM

বিশ্বকাপের বছরে যাত্রা শুরু বাংলাদেশের

বিপিএল শেষে এবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পালা। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে নতুন বছরে মাঠে নামছে বাংলাদেশ দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুধু সন্ধ্যা ৬টায়।

এই সিরিজ দিয়ে শুরু হচ্ছে স্থায়ী মেয়াদে নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্বের অধ্যায়। চলতি বছর তিন সংস্করণেই জাতীয় দলকে নেতৃত্ব দেবেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের বছরে বিশ ওভারের ক্রিকেটে দলের উন্নতির লক্ষ্যের কথা বলেছেন বাঁহাতি ব্যাটসম্যান।

শ্রীলঙ্কার বিপক্ষে ছয় বছর পর ঘরের মাঠে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। আগের পাঁচ ম্যাচে স্বাগতিকদের জয় স্রেফ একটিতে। এবার ওই পরিসংখ্যান বদলানোর সুযোগ শান্ত, লিটন কুমার দাসদের সামনে।

4 March 2024, 11:37 AM

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

তিন সংস্করণের অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে কয়েনভাগ্যকে পাশে পেলেন নাজমুল হোসেন শান্ত। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি।

ম্যাচের পরের অংশে শিশিরের প্রভাব থাকতে পারে বলে রান তাড়া বেছে নেওয়ার কথা বলেছেন শান্ত। শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত অধিনায়ক চারিথ আসালাঙ্কার মতে, ১৭০-এর বেশি রান ভালো হবে তার দলের জন্য।

4 March 2024, 11:43 AM

দুই স্পিনার, তিন পেসারের বাংলাদেশ

শেষ মুহূর্তে দলে ডাক পেয়ে প্রথম ম্যাচের একাদশেও সুযোগ পেয়ে গেলেন জাকের আলি। তিনিসহ ছয় ব্যাটসম্যান নিয়ে প্রথম টি-টোয়েন্টিতে খেলতে নামল বাংলাদেশ।

গত বছরের এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় জাকেরের। তবে ওয়ানডে বিশ্বকাপের কারণে ওই টুর্নামেন্টে মূল দল খেলায়নি বাংলাদেশ। তাই এবারই মূল দলের হয়ে যাত্রা শুরু হচ্ছে ২৬ বছর বয়সী ব্যাটসম্যানের।

বোলিং বিভাগে তিন পেসারের সঙ্গে নেওয়া হয়েছে দুই স্পিনার। অফ স্পিনার শেখ মেহেদি হাসানের সঙ্গে আছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। পেস বিভাগে থাকছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

এছাড়া দলের প্রয়োজনে হাত ঘোরানোর জন্য আছেন সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, নাজমুল হোসেন শান্তরা।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলি, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

4 March 2024, 11:51 AM

শ্রীলঙ্কা একাদশে দুই পেসার

দুই পেসার মাথিশা পাথিরানা ও বিনুরা ফার্নান্দোকে নিয়ে নিজেদের একাদশ সাজিয়েছে শ্রীলঙ্কা। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন মাহিশ থিকশানা ও আকিলা দানাঞ্জয়া।

এর সঙ্গে দুই পেস বোলিং অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দাসুন শানাকা এবং স্পিন অলরাউন্ডার কামিন্দু মেন্ডিসও আছেন দলে।

আইসিসির নিষেধাজ্ঞায় প্রথম দুই ম্যাচ খেলতে পারছেন না নিয়মিত অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন চারিথ আসালাঙ্কা।

শ্রীলঙ্কা একাদশ: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), কুসাল মেন্ডিস (উইকেটরক্ষক), আভিশকা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, সাদিরা সামারাউইক্রামা, কামিন্দু মেন্ডিস, মাহিশ থিকশানা, আকিলা দানাঞ্জয়া, মাথিশা পাথিরানা, বিনুরা ফার্নান্দো।

4 March 2024, 12:06 PM

শুরুতেই শরিফুলের ব্রেক থ্রু

নতুন বলে উইকেটের জন্য একদমই সময় নিলেন না শরিফুল ইসলাম। ওভারের প্রথম বলে ব্যাটের বাইরের কানায় লেগে বাউন্ডারি পান আভিশকা ফার্নান্দো। পরের বল আবারও ব্যাটে কানায় লাগে। এবার জমা পড়ে লিটন কুমার দাসের গ্লাভসে।

সদ্য সমাপ্ত বিপিএলে প্রায় প্রতি ম্যাচেই নতুন বলে দলকে ব্রেক থ্রু এনে দিয়েছিলেন শরিফুল। এবার জাতীয় দলের হয়েও বজায় রাখলেন একই ধারা।

ক্রিজে নতুন ব্যাটসম্যান কামিন্দু মেন্ডিস। প্রথম বলে অল্পের জন্য তার ফিরতি ক্যাচ নিতে পারেননি শরিফুল।

4 March 2024, 12:28 PM

কামিন্দুকে ফেরালেন তাসকিন

পরপর দুই ওভারে দুটি ছক্কা মেরে বিপজ্জনক হয়ে ওঠার আভাস দিচ্ছিলেন কামিন্দু মেন্ডিস। তাকে বেশিক্ষণ টিকতে দিলেন না তাসকিন আহমেদ।

পঞ্চম ওভারের তৃতীয় বলে অন সাইডে খেলার চেষ্টায় সোজা মিড উইকেট ফিল্ডারের হাতে ক্যাচ দেন কামিন্দু। দারুণ ক্যাচ নেন সৌম্য সরকার। ১ চার ও ২ ছক্কায় ১৪ বলে ১৯ রান করেন কামিন্দু।

ওভারের শেষ বলে অল্পের জন্য স্লিপে ধরা পড়েননি চার নম্বরে নামা সাদিরা সামারাউইক্রামা।

৫ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ৪০ রান। কুসাল মেন্ডিস ১৩ রানে অপরাজিত।

4 March 2024, 12:35 PM

পাওয়ার প্লেতে শ্রীলঙ্কার ২ উইকেটে ৪৫

প্রথম ছয় ওভারে শ্রীলঙ্কার ২ উইকেট নিয়েছে বাংলাদেশ। বিপরীতে সফরকারীরা করেছে ৪৫ রান। কুসাল মেন্ডিস ১৩ ও সাদিরা সামারাউইক্রামা ৭ রানে খেলছেন।

প্রথম ওভারে আভিশকা ফার্নান্দোকে কট বিহাইন্ড করে প্রথম সাফল্য পান শরিফুল ইসলাম। তার পরের ওভারে একটি করে চার-ছক্কা মারেন কামিন্দু মেন্ডিস। পরের ওভারে শেখ মেহেদি হাসানের বলেও ছক্কা ওড়ান কামিন্দু।

বাঁহাতি এই ব্যাটসম্যানকে থামান তাসকিন আহমেদ। ১৪ বলে ১৯ রান করে সৌম্য সরকারের হাতে ক্যাচ দেন কামিন্দু।

4 March 2024, 12:52 PM

বাংলাদেশের বোলিং সামলে কুসাল-সামারাউইক্রামার জুটি

ধাক্কা সামলে প্রতিরোধ গড়েছেন কুসাল মেন্ডিস ও সাদিরা সামারাউইক্রামা। তৃতীয় উইকেটে এরই মধ্যে দুজন যোগ করেছেন ৩৩ বলে ৪২ রান। কুসাল ২৩ বলে ৩২ ও সামারাউইক্রামা ২১ বলে ২২ রানে অপরাজিত।

পঞ্চম ওভারে কামিন্দু মেন্ডিসের বিদায়ের পর তাড়াহুড়ো করেননি কুসাল ও সামারাউইক্রামা। পাওয়ার প্লের শেষ ওভারে মুস্তাফিজুর রহমানের বলে বাউন্ডারি মারেন সামারাউইক্রামা। পরে শেখ মেহেদি হাসানের বলে ছক্কা ওড়ান কুসাল। দশম ওভারে তাসকিনের বলে ওয়াইড থার্ড ম্যান দিয়ে দুটি বাউন্ডারি মারেন শ্রীলঙ্কার কিপার-ব্যাটসম্যান।

১০ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ৭৯ রান।

4 March 2024, 01:06 PM

দ্বাদশ ওভারে শ্রীলঙ্কার একশ, কুসালের পঞ্চাশ

রিশাদ হোসেনের ওভারে ঝড় তুললেন কুসাল মেন্ডিস। পুল করে বাউন্ডারির পর টানা দুটি ছক্কা মারলেন শ্রীলঙ্কার কিপার-ব্যাটসম্যান। সব মিলিয়ে ওভারে খরচ ১৮ রান।

ইনিংসের সবচেয়ে বেশি রানের ওভারের সৌজন্যে ১২ ওভারে একশ ছুঁয়ে ফেলেছে শ্রীলঙ্কা। একইসঙ্গে স্রেফ ২৮ বলে পঞ্চাশ পূর্ণ করেছেন কুসাল। ৫ চারের সঙ্গে ৩টি ছক্কা মেরেছেন তিনি।

সাদিরা সামারাউইক্রামার সঙ্গে কুসালের তৃতীয় উইকেট জুটির সংগ্রহ ৪৫ বলে ৬৫ রান।

১২ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ১০২ রান। কুসাল খেলছেন ২৯ বলে ৫১ রানে। সামারাউইক্রামা ২৭ বলে ২৫ রানে অপরাজিত।

4 March 2024, 01:11 PM

২ ওভারে ৩৯

উইকেটে থিতু হওয়ার পর গা ঝারা দিলেন কুসাল মেন্ডিস ও সাদিরা সামারাউইক্রামা। দ্বাদশ ওভারে ১৮ রানের পর ত্রয়োদশ ওভারে দুজন মিলে নিলেন ২১ রান।

১১ ওভারে ২ উইকেটে ৮৪ থেকে ১৩ ওভারে ১২৩ রানে পৌঁছে গেল শ্রীলঙ্কা।

দ্বাদশ ওভারে রিশাদ হোসেনের বলে একটি চারের পর দুটি ছক্কা মারেন কুসাল। পরে শরিফুল ইসলামের বলে ছক্কার পর দুটি চার মারেন সামারাউইক্রামা। একই ওভারে ওয়াইডসহ একটি বাউন্ডারি হজম করেন শরিফুল।

সামারাউইক্রামা ৩২ বলে ৪০ ও কুসাল ৩০ বলে ৫২ রানে অপরাজিত।

4 March 2024, 01:13 PM

জীবন পেলেন কুসাল

চতুর্দশ ওভারে আক্রমণে এসে জুটি ভাঙার সম্ভাবনা জাগালেন সৌম্য সরকার। কিন্তু বল গ্লাভসে রাখতে পারলেন না লিটন কুমার দাস।

সৌম্যর ফুল লেংথে করা ধীর গতির ডেলিভারি বড় শটের চেষ্টা করেন কুসাল। ব্যাটের সামনের দিকে লেগে বল উঠে যায় আকাশে। উইকেটের পেছনে কিছুটা পথ দৌড়ে বলের কাছে পৌঁছান লিটন।

উল্টো দিকে থাকা বল শুরুতে গ্লাভসেও নেন তিনি। কিন্তু তিনি মাটিতে পড়ার সময় বল বেরিয়ে যায় গ্লাভস থেকে। ৫৬ রানে বেঁচে যান কুসাল।

১৪ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ১৩১ রান। কুসাল ৩৪ বলে ৫৮ ও সাদিরা সামারাউইক্রামা ৩৪ বলে ৪২ রানে অপরাজিত।

4 March 2024, 01:19 PM

জুটি ভাঙলেন রিশাদ

জীবন পেয়ে বেশিক্ষণ টিকতে পারলেন না কুসাল মেন্ডিস। পরের ওভারেই তাকে ড্রেসিং রুমের পথ দেখালেন রিশাদ হোসেন।

অফ স্টাম্পের ওপর হালকা ঝুলিয়ে দেওয়া ডেলিভারি উড়িয়ে মারেন কুসাল। লং অন সীমানায় দারুণ জাজমেন্টে লাফিয়ে উঠে সেটি তালুবন্দী করেন মাহমুদউল্লাহ।

৬ চার ও ৩ ছক্কায় ৩৬ বলে ৫৯ রান করেছেন কুসাল। তার বিদায়ে ভেঙেছে ৯৬ রানের তৃতীয় উইকেট জুটি।

ক্রিজে নতুন ব্যাটসম্যান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। সাদিরা সামারাউইক্রামা ৩৭ বলে ৪৫ রানে খেলছেন।

১৫ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ১৩৬ রান।

4 March 2024, 01:33 PM

৪৩ বলে সামারাউইক্রামার ফিফটি

একপ্রান্ত আগলে রেখে পঞ্চাশে পৌঁছে গেলেন সাদিরা সামারাউইক্রামা। ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি করতে খেললেন তিনি ৪৩ বল। ৬ চার ও ১ ছক্কায় মাইলফলক স্পর্শ করেন সামারাউইক্রামা।

১৮ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ১৭১ রান। চারিথ আসালাঙ্কা ১৩ বলে ২৩ রানে অপরাজিত।

4 March 2024, 01:54 PM

২০৭ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

শুরুর ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়াল শ্রীলঙ্কা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক উইকেটে ৩ উইকেটে ২০৬ রানের স্কোর করল তারা।

এর আগে স্রেফ একবারই দুইশর বেশি রান তাড়া করেছে বাংলাদেশ। ২০১৮ সালের নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষেই ২১৫ রানের লক্ষ্য ছুঁয়েছিল তারা।

এলোমেলো বোলিংয়ে অতিরিক্ত ১৯ রান খরচ করেছেন বাংলাদেশের বোলাররা। বাংলাদেশের এর চেয়ে বেশি অতিরিক্ত রান খরচের রেকর্ড আছে আর এক ম্যাচে। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষেই, ২৬ রান।

প্রথম দশ ওভারে ৭৯ রান করা লঙ্কানরা শেষের দশ ওভারে নিয়েছে ১২৭ রান। এর মধ্যে শেষ ৪ ওভারে এসেছে ৬৪ রান!

টস হারের পর লঙ্কান ভারপ্রাপ্ত অধিনায়ক চারিথ আসালাঙ্কা বলেছিলেন, ১৭০-র বেশি রান করতে চায় তার দল। প্রত্যাশার চেয়ে বেশিই রান করেছে তারা। এতে বড় অবদান আসালাঙ্কারও।

প্রথম ওভারে আভিশকা ফার্নান্দো বিদায় নেন। বেশিক্ষণ টিকতে পারেননি কামিন্দু মেন্ডিসও। তৃতীয় উইকেটে সাদিরা সামারাউইক্রামার সঙ্গে ৯৬ রানের জুটি গড়েন কুসাল মেন্ডিস। ৩৬ বলে ৫৯ রান করে ফেরেন কুসাল।

পরে অবিচ্ছিন্ন জুটিতে স্রেফ ৩৩ বলে ৭৩ রান যোগ করেন আসালাঙ্কা ও সামারাউইক্রামা। ৪৮ বলে ৬১ রান করেন সামারাউইক্রামা। ৬ ছক্কায় আসালাঙ্কা খেলেন ২১ বলে ৪৪ রানের ইনিংস।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: 
২০ ওভারে ২০৬/৩ (আভিশকা ৪, কুসাল ৫৯, কামিন্দু ১৯, সামারাউইক্রামা ৬১*, আসালাঙ্কা ৪৪*; শরিফুল ৪-০-৪৭-১, তাসকিন ৪-০-৪০-১, মেহেদি ৩-০-৩০-০, মুস্তাফিজ ৪-০-৪২-০, রিশাদ ৪-০-৩২-১, সৌম্য ১-০-৮-০)

4 March 2024, 01:57 PM

বাজে শটে ফিরলেন লিটন

বিশাল লক্ষ্য তাড়ায় শুরুতেই ধাক্কা খেল বাংলাদেশ। রানের খাতা খোলার আগে প্রথম ওভারে বাজেভাবে আউট হয়ে ড্রেসিং রুমে ফিরলেন লিটন দাস।

অ্যাঞ্জেলো ম্যাথিউসের অফ স্টাম্পের অনেক বাইরের ডেলিভারি অফ সাইডের দিকে সরে অন সাইডে খেলার চেষ্টা করেন লিটন। ব্যাটের বাইরের কানায় লেগে বল চলে যায় কিপারের গ্লাভসে।

সৌম্য সরকারের সঙ্গে জুটি গড়তে তিন নম্বরে নেমেছেন নাজমুল হোসেন শান্ত।

4 March 2024, 02:11 PM

টিকলেন না সৌম্য

চার ওভারের মধ্যে দুই ওপেনারকে হারাল বাংলাদেশ। লিটন কুমার দাসের পর বেশিক্ষণ টিকতে পারলেন না সৌম্য সরকারও।

বিনুরা ফার্নান্দোর বলে বড় শটের খোঁজে টাইমিং করতে পারেননি সৌম্য। আকাশে উঠে যাওয়া বল মিড অফে সহজ ক্যাচ নেন চারিথ আসালাঙ্কা। ২ চারে ১১ বলে ১২ রান করেন সৌম্য।

চার নম্বরে নেমে প্রথম বলেই ক্রিজ ছেড়ে বেরিয়ে ছক্কা মেরেছেন তাওহিদ হৃদয়। অন্য প্রান্তে খেলছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

৩.৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২৯ রান।

4 March 2024, 02:26 PM

পাওয়ার প্লেতে ৩ উইকেটে ৪৩

রান তাড়ায় শুরুটা একদমই ভালো করতে পারল না বাংলাদেশ। পাওয়ার প্লের ছয় ওভারে ৩ উইকেটে তারা করেছে ৪৩ রান। বাকি ১৪ ওভারে করতে হবে ১৬৪ রান।

প্রথম ওভারে খালি হাতে ড্রেসিং রুমে ফেরেন লিটন দাস। আরেক ওপেনার সৌম্য সরকার একই পথ ধরেন চতুর্থ ওভারে।

প্রথম বলে ছক্কা মারা তাওহিদ হৃদয়ও টিকতে পারেননি। দুই অঙ্ক ছোঁয়ার আগেই ফিরেছেন তিনি।

নাজমুল হোসেন শান্ত ১৪ বলে ১৩ ও মাহমুদউল্লাহ ৩ বলে ৮ রানে খেলছেন।

4 March 2024, 02:41 PM

পুলের চেষ্টায় ফিরলেন শান্ত

অনেকটা সময় ক্রিজে থাকলেও ঠিক স্বস্তিতে ছিলেন না নাজমুল হোসেন শান্ত। টানা দুটি ডট খেলার পর তেড়েফুড়ে মাহিশ পাথিরানাকে পুল করার চেষ্টায় ধরা পড়লেন বাংলাদেশ অধিনায়ক।

আগের দুই ওভারে ২৩ রান নেওয়া বাংলাদেশ একটা মোমেন্টাম পেয়েছিল। সেটা নষ্ট করে দিলেন গতিময় পেসার পাথিরানা। স্রেফ ২ রান দিয়ে ফিরিয়ে দিলেন বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যানকে।

শর্ট লেংথ অব ডেলিভারিতে ঠিক মতো পুল করতে পারেননি শান্ত। ব্যাটের উপরের দিকে কানায় লেগে সহজ ক্যাচ যায় স্কয়ার লেগে, অ্যাঞ্জেলো ম্যাথিউসের হাতে। ভাঙে ২৮ বল স্থায়ী ৩৮ রানের জুটি।

শান্ত তিন চারে ২০ রান করতে খেলেন ২২ বল।

৯ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৬৮। ১২ বলে ২৫ রানে খেলছেন মাহমুদউল্লাহ। ক্রিজে তার সঙ্গী জাকের আলি।

4 March 2024, 02:51 PM

জীবন পেলেন মাহমুদউল্লাহ

বাংলাদেশের বিপদ বাড়তে পারত আরও। কিন্তু সাদিরা সামারাউইক্রামার নিদারুণ ব্যর্থতায় জীবন পেলেন মাহমুদউল্লাহ।

আকিলা দনাঞ্জয়াকে স্লগ সুইপ করে ছক্কায় ওড়ানোর চেষ্টায় টাইমিং করতে পারেননি অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান। সীমানায় ক্যাচ ধরতে পারেননি সামারাউইক্রামা। হাতে লেগে উল্টো বাউন্ডারি পেয়ে যান মাহমুদউল্লাহ।

সে সময় ২৭ রানে ছিলেন তিনি।

১০ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৭৮। জয়ের জন্য শেষ ১০ ওভারে ১২৯ রান চাই স্বাগতিকদের। বোলিংয়ে শেষ ১০ ওভারে তারা দিয়েছিল ১২৭ রান।

4 March 2024, 02:51 PM

জীবন পেলেন মাহমুদউল্লাহ

বাংলাদেশের বিপদ বাড়তে পারত আরও। কিন্তু সাদিরা সামারাউইক্রামার নিদারুণ ব্যর্থতায় জীবন পেলেন মাহমুদউল্লাহ।

আকিলা দনাঞ্জয়াকে স্লগ সুইপ করে ছক্কায় ওড়ানোর চেষ্টায় টাইমিং করতে পারেননি অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান। সীমানায় ক্যাচ ধরতে পারেননি সামারাউইক্রামা। হাতে লেগে উল্টো বাউন্ডারি পেয়ে যান মাহমুদউল্লাহ।

সে সময় ২৭ রানে ছিলেন তিনি।

১০ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৭৮। জয়ের জন্য শেষ ১০ ওভারে ১২৯ রান চাই স্বাগতিকদের। বোলিংয়ে শেষ ১০ ওভারে তারা দিয়েছিল ১২৭ রান।

4 March 2024, 03:03 PM

ফেরার ম্যাচে মাহমুদউল্লাহর ঝড়ো ফিফটি

চাপের মুখে দারুণ ব্যাটিংয়ে ঝড়ো পঞ্চাশ করলেন মাহমুদউল্লাহ। ২০২২ সালের সেপ্টেম্বরে এশিয়া কাপের পর এই সংস্করণে প্রথম নামলেন তিনি।

ফেরার ম্যাচে ২ চার ও ৪ ছক্কায় স্রেফ ২৭ বলে ফিফটি পূর্ণ করেন অভিজ্ঞ ব্যাটসম্যান। তার ব্যাটে এখনও ম্যাচে সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ।

১২.৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১১১ রান। জয়ের জন্য ৪৪ বলে প্রয়োজন ৯৬ রান।

4 March 2024, 03:10 PM

পঞ্চাশ করে ফিরলেন মাহমুদউল্লাহ

ক্যারিয়ারের সপ্তম ফিফটি করার পর বেশিক্ষণ টিকতে পারলেন না মাহমুদউল্লাহ। মাহিশ থিকসানার বলে ছক্কা মারতে গিয়ে লং অনে ক্যাচ দিলেন অভিজ্ঞ ব্যাটসম্যান।

২ চার ও ৪ ছক্কায় ৩১ বলে ৫৪ রান করেছেন মাহমুদউল্লাহ। ক্রিজে নতুন ব্যাটসম্যান শেখ মেহেদি হাসান।

১৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১২৩ রান। জাকের আলি ১২ বলে ১৮ রানে খেলছেন।

4 March 2024, 03:33 PM

ছক্কার রেকর্ড গড়ে জাকেরের ফিফটি

প্রথমবারের মতো 'মূল' দলে খেলতে নেমে ছক্কার রেকর্ড গড়লেন জাকের আলি। একইসঙ্গে করলেন ঝড়ো ফিফটি।

ছয় নম্বরে নেমে ১ চারের সঙ্গে ৬টি ছক্কায় স্রেফ ২৫ বলে পঞ্চাশ পূর্ণ করলেন ২৬ বছর বয়সী ব্যাটসম্যান।

এই সংস্করণে বাংলাদেশের হয়ে এক ইনিংসে এটিই সর্বোচ্চ ছক্কার রেকর্ড। ইনিংসে ৫টি করে ছক্কা মেরেছেন নাজিমউদ্দিন, জিয়াউর রহমান, তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ।

জাকেরের ঝড়ে শেখ মেহেদি হাসানের সঙ্গে ষষ্ঠ উইকেটে স্রেফ ২১ বলে পূর্ণ হয়েছে পঞ্চাশ রানের জুটি।

১৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৭০ রান। শেষ ৩ ওভারে করতে হবে ৩৭ রান।

এর আগে এশিয়ান গেমসে আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেক হয় জাকেরের। তবে ওয়ানডে বিশ্বকাপের কারণে সেবার মূল দল খেলেনি বাংলাদেশের। তাই মূলত এই ম্যাচ দিয়েই মূল দলে যাত্রা শুরু হলো জাকেরের।

4 March 2024, 03:38 PM

মেহেদিকে ফেরালেন ফার্নান্দো

শেখ মেহেদি হাসানকে ফিরিয়ে জুটি ভাঙলেন বিনুরা ফার্নান্দো। স্লোয়ার ডেলিভারিতে বড় শটের খোঁজে শর্ট ফাইন লেগে ধরা পড়েন ১১ বলে ১৬ রান করা মেহেদি। তার বিদায়ে ভাঙলে ২৭ বলে ৬৫ রানের ষষ্ঠ উইকেট জুটি। 

১৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৮০ রান। শেষ ২ ওভারে প্রয়োজন আরও ২৭ রান। বাংলাদেশের আশা বাঁচিয়ে রেখে ২৬ বলে ৫৪ রানে খেলছেন জাকের আলি।

4 March 2024, 03:44 PM

মন্থর ওভার রেটের শাস্তি শ্রীলঙ্কার

মন্থর ওভার রেটের কারণে শেষ ওভারে বৃত্তের ভেতর একজন ফিল্ডার বেশি রেখে বোলিং করতে হচ্ছে শ্রীলঙ্কাকে। তবে ওভারের শুরুতে সুবিধা নিতে পারল না বাংলাদেশ। দাসুন শানাকার প্রথম বলে ক্যাচ আউট হলেন রিশাদ হোসেন।

শেষ ৫ বলে জয়ের জন্য প্রয়োজন ১২ রান। স্ট্রাইকে তাসকিন আহমেদ। ৩৩ বলে ৬৮ রানে অপরাজিত আরেক প্রান্তের জাকের আলি।

4 March 2024, 03:51 PM

ছক্কার চেষ্টায় ফিরলেন জাকের

একার লড়াইয়ে দলকে জয়ের দুয়ারে নিয়ে থামলেন জাকের আলি। ৪ বলে ১০ রানের সমীকরণে ছক্কা মারার চেষ্টায় লং অনে ধরা পড়লেন তিনি। ৩৪ বলের ইনিংসে ৪ চারের সঙ্গে ৬টি ছক্কায় ৬৮ রান করে ফিরলেন ২৬ বছর বয়সী ব্যাটসম্যান।

4 March 2024, 04:00 PM

আশা জাগিয়েও ৩ রানের হার

শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ১২ রান। দাসুন শানাকার প্রথম বলে আউট রিশাদ হোসেন। তৃতীয় বলে স্ট্রাইক পেলেন ঝড়ো ফিফটি করা জাকের আলি। ছক্কার খোঁজে তিনিও ধরলেন ড্রেসিং রুমের পথ।

৩ বলে ১০ রানের সমীকরণে বাউন্ডারি মারলেন শরিফুল ইসলাম। কিন্তু পরের দুই বলে আর সম্ভব হয়নি বাকি ৬ রান নেওয়া। ৩ রানের পরাজয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার ২০৬ রানের জবাবে ৮ উইকেটে ২০৩ রানে থামল বাংলাদেশ। ঘরের মাঠে রান তাড়ায় এবারই প্রথম দুইশ ছাড়াল বাংলাদেশ। কিন্তু জয়ের জন্য তা যথেষ্ট হলো না।

শুরুর দিকের ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে স্বাগতিকদের জয়ের আশা জাগান মাহমুদউল্লাহ ও জাকের। পঞ্চম উইকেটে দুজন গড়েন ২৯ বলে ৪৭ রানের জুটি।

প্রায় ১৭ মাস পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরে ৩১ বলে ৫৪ রান করেন মাহমুদউল্লাহ। ২ চারের সঙ্গে ৪ ছক্কায় সাজান নিজের ইনিংস।

অভিজ্ঞ ব্যাটসম্যানের বিদায়ের পর দলকে একাই টানেন জাকের। শেখ মেহেদি হাসানের সঙ্গে ষষ্ঠ উইকেটে স্রেফ ২৭ বলে যোগ করেন ৬৫ রান। যেখানে মেহেদির অবদান ১১ বলে ১৬ রান।

স্রেফ ২৫ বলে পঞ্চাশ ছোঁয়া জাকের শেষ ওভার পর্যন্ত বাঁচিয়ে রাখেন জয়ের আশা। কিন্তু অল্পের জন্য পারেননি দলকে জেতাতে। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড গড়ে ৩৪ বলে ৬৮ রান করেন তিনি। ৪ চারের সঙ্গে ৬টি ছক্কায় সাজান নিজের ইনিংস।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ২০ ওভারে ২০৬/৩ (আভিশকা ৪, কুসাল ৫৯, কামিন্দু ১৯, সামারাউইক্রামা ৬১*, আসালাঙ্কা ৪৪*; শরিফুল ৪-০-৪৭-১, তাসকিন ৪-০-৪০-১, মেহেদি ৩-০-৩০-০, মুস্তাফিজ ৪-০-৪২-০, রিশাদ ৪-০-৩২-১, সৌম্য ১-০-৮-০)

বাংলাদেশ: ২০ ওভারে ২০৩/৮ (লিটন ০, সৌম্য ১২, শান্ত ২০, হৃদয় ৮, মাহমুদউল্লাহ ৫৪, জাকের ৬৮, মেহেদি ১৬, রিশাদ ০, তাসকিন ২*, শরিফুল ৪*; ম্যাথিউস ৩-০-১৭-২, ফার্নান্দো ৪-০-৪১-২, থিকশানা ৪-০-৩২-১, শানাকা ৩-০-৩৬-২, দানাঞ্জয়া ২-০-১৯-০, মাথিরানা ৪-০-৫৬-১)

ফল: শ্রীলঙ্কা ৩ রানে জয়ী