আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আশা ফিকে হয়ে গেল জিম্বাবুয়ের।
Published : 26 Nov 2023, 06:07 PM
প্রথমবারের মতো কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে খেলার উপলক্ষটা স্মরণীয় করে রাখল উগান্ডা। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে জিম্বাবুয়েকে হারিয়ে চমক দেখাল তারা।
নামিবিয়ার উইন্ডহকয়ে রোববার উগান্ডার জয় ৫ উইকেটে। ১৩৭ রানের লক্ষ্য ৫ বল বাকি থাকতে পেরিয়ে যায় টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ২৩ নম্বরে থাকা দলটি।
র্যাঙ্কিংয়ের ১২ নম্বর দল জিম্বাবুয়ের হতাশার শুরু ম্যাচের শুরু থেকে। টস হেরে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় বলে তারা হারায় টাডিওয়ানাশে মারুমানিকে।
চারে নামা অধিনায়ক সিকান্দার রাজার ৩৯ বলে ৪৮ রানের সুবাদে ৭ উইকেটে ১৩৬ রান করতে পারে তারা। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেন ইনোসেন্ট কাইয়া।
৪ ওভারে ১৪ রানে ৩ উইকেট নিয়ে উগান্ডার সফলতম বোলার বাঁহাতি পেসার দিনেশ নাকরানি।
লক্ষ্য তাড়ায় উগান্ডার শুরুটা যদিও ভালো ছিল না। ১২ রানের মধ্যে তারা হারায় দুই ওপেনারকে। তবে মিডল অর্ডার ব্যাটসম্যানদের নৈপুণ্যে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে যায় তারা।
চারে নেমে ২৬ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৪০ রানের ইনিংস খেলেন আলপেশ রামজানি। পাঁচ নম্বরে রিয়াজাত আলি শাহ ৫ চার ও এক ছক্কায় ২৮ বলে করেন ৪২ রান।
দারুণ বোলিংয়ের পর ব্যাটিংয়ে ১০ বলে একটি করে চার ও ছক্কায় ১৪ রানের মূল্যবান ইনিংসে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন নাকরানি। ম্যাচ সেরার পুরস্কারও জেতেন তিনিই।
বাছাইয়ে প্রথম তিন ম্যাচের দুটি হেরে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার আশা ফিকে হয়ে গেল জিম্বাবুয়ের। প্রথম ম্যাচে নামিবিয়ার বিপক্ষে হারের পর তানজানিয়ার বিপক্ষে জিতেছিল তারা।
২ পয়েন্ট নিয়ে সাত দলের তালিকায় চার নম্বরে আছে জিম্বাবুয়ে। তিন ম্যাচের দুটি জিতে ৪ পয়েন্ট নিয়ে তিনে উঠেছে উগান্ডা। সমান ৬ পয়েন্ট নিয়ে কেনিয়া দুইয়ে ও নামিবিয়া শীর্ষে আছে।
পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল পাবে মূল পর্বের টিকেট।