বাংলাদেশ সফর শেষ জ্যাকসের

ঊরুর চোটে ভুগছেন ইংল্যান্ডের এই অফ স্পিনিং অলরাউন্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2023, 01:47 PM
Updated : 5 March 2023, 01:47 PM

চোট থাবা দিয়েছে ইংল্যান্ড শিবিরে। বাংলাদেশ সফরের বাকি অংশ থেকে ছিটকে গেছেন অফ স্পিনিং অলরাউন্ডার উইল জ্যাকস। 

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড রোববার এক বিবৃতিতে জানায়, ঊরুর চোটে ভুগছেন জ্যাকস। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের উদ্দেশে রওয়ানা দেবেন তিনি। তার বদলি হিসেবে কাউকে দলে যোগ করেনি ইংল্যান্ড।

শুরুতে বাংলাদেশ সিরিজের ওয়ানডে স্কোয়াডে ছিলেন না জ্যাকস। তাকে রাখা হয়েছিল কেবল টি-টোয়েন্টি দলে। সফর শুরুর আগে টম অ্যাবেল সাইড স্ট্রেইন চোটে ছিটকে পড়লে ওয়ানডে সিরিজের জন্য ডাকা হয় জ্যাকসকে। 

চলমান এই সফরেই ওয়ানডে অভিষেক হয় ২৪ বছর বয়সী জ্যাকসের। বাংলাদেশকে হারানো প্রথম দুই ম্যাচে খেলেন তিনি। প্রথম ওয়ানডেতে ২৬ রান করার পাশাপাশি নেন এক উইকেট। দ্বিতীয় ম্যাচে করেন ১ রান, পাননি কোনো উইকেট।

ইসিবি জানায়, গত শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ ঊরুতে ব্যথা পান জ্যাকস। 

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে সোমবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামবে ইংল্যান্ড।