বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় উইমেন’স টি-টোয়েন্টিতে খেলা হয়েছে স্রেফ ৮ বল।
Published : 06 Dec 2023, 11:39 PM
ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই শামিমা সুলতানাকে হারাল বাংলাদেশ। এরপর খেলা হতে পারল আর কেবল ২ বল। বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ নারী দলের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ।
কিম্বার্লিতে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু ম্যাচে খেলা হতে পারে মাত্র ৮ বল।
টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারের শেষ বলে ক্যাচ দিয়ে ফেরেন শামিমা। পরের ওভারে ২ বল হতেই নামে বৃষ্টি। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও আর খেলা শুরু করা যায়নি।
খেলা বন্ধ হওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ছিল ১ উইকেটে ৭ রান।
বেনোনিতে গত রোববার প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১৩ রানে হারিয়ে সিরিজে এগিয়ে যায় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই সংস্করণে ১২ ম্যাচে দ্বিতীয় এবং দেশটির মাটিতে প্রথম জয়ের স্বাদ পায় তারা।
কিম্বার্লিতে আগামী শুক্রবার হবে তৃতীয় ও শেষ ম্যাচ। পরে তিনটি ওয়ানডে খেলবে দুই দল।