নেতৃত্বে প্রথম জয়ের পরই ছিটকে গেলেন সোহান

চোটের কারণে জিম্বাবুয়ে সফর শেষ এই কিপার-ব্যাটসম্যানের।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2022, 06:58 PM
Updated : 31 July 2022, 06:58 PM

দেশের অধিনায়ক হিসেবে প্রথম জয়ের দিনটি স্মরণীয় হয়ে থাকার কথা সবার জন্যই। এমন দিনেই নুরুল হাসান সোহান পেলেন বড় এক দুঃসংবাদ। আঙুলের চোটে সফরই শেষ হয়ে গেল তার।

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হারলেও রোববার দ্বিতীয় ম্যাচ জিতে সমতায় ফেরে বাংলাদেশ। এই ম্যাচেই কিপিংয়ের সময় বাঁহাতের তর্জনিতে চোট পান এই সিরিজের বাংলাদেশ অধিনায়ক। ম্যাচের পর এক্স-রে করানো হলে সেই আঙুলে ধরা পড়ে চিড়।

দলের সঙ্গে থাকা ফিজিও মুজাদ্দেদ আলফা সানি জানান, সফরে আর মাঠে নামতে পারবেন না সোহান।

“এই ধরনের চোট থেকে সেরে উঠতে তিন সপ্তাহের মতো সময় লাগে। তাই টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ ও ওয়ানডে সিরিজে তাকে পাওয়া যাবে না।”

প্রথম টি-টোয়েন্টিতে দল হারলেও ২৬ বলে ৪২ রানের দারুণ ইনিংস খেলেছিলেন সোহান। নেতৃত্বের পাশাপাশি তাই তার ব্যাটিংয়ের অভাবও অনুভব করবে দল।

এই সফরের জন্য বাংলাদেশের স্কোয়াডে সহ-অধিনায়ক করা হয়নি কাউকে। মঙ্গলবার শেষ টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিতে পারেন টেস্টের সহ-অধিনায়ক লিটন কুমার দাস। গত বছর নিউ জিল্যান্ড সফরে একটি টি-টোয়েন্টিতে তিনি নেতৃত্ব দিয়েছিলেন।