পেসারদের দারুণ বোলিংয়ের পর শান্তর সেঞ্চুরিতে বাংলাদেশের অনায়াস জয়

শ্রীলঙ্কাকে ২৫৫ রানে থামিয়ে প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে জিতেছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল।

শাহাদাৎ আহমেদ সাহাদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 March 2024, 08:11 AM
Updated : 13 March 2024, 04:35 PM
13 March 2024, 08:11 AM

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ২৫৫

বাংলাদেশ: ৪৪.৪ ওভারে ২৫৭/৪

13 March 2024, 08:11 AM

এবার ওয়ানডের লড়াইয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা

গত বছরের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বৈরথে যুক্ত হয়েছে নতুন মাত্রা। অ্যাঞ্জেলো ম্যাথিউসকে ‘টাইমড আউট’ করার পর প্রথমবারের মতো ফের এই সংস্করণে মুখোমুখি হচ্ছে দুই দল।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বুধবার দুপুর আড়াইটায় শুরু তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। পূর্ণাঙ্গ মেয়াদে অধিনায়ক হওয়ার পর নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে এটিই প্রথম এক দিনের ম্যাচ।

টি-টোয়েন্টি সিরিজ হারলেও সংস্করণ বদলানোয় আত্মবিশ্বাসী বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে পাওয়া অনায়াস জয় নিশ্চিতভাবেই বাড়তি অনুপ্রেরণা জোগাবে শান্ত, মেহেদী হাসান মিরাজদের।

সার্বিক মুখোমুখি পরিসংখ্যানে অনেক এগিয়ে শ্রীলঙ্কা। ৫৪ ম্যাচে সফরকারীদের জয় ৪২টি, বাংলাদেশ জিতেছে ১০ ম্যাচ। ফল আসেনি দুই ম্যাচে। তবে সাম্প্রতিক সময়ে কিছুটা বদলেছে এই চিত্র। সবশেষ ছয় ম্যাচে দুই দলের জয় সমান ৩টি করে।

13 March 2024, 08:11 AM

টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

সংস্করণ বদলাতেই কয়েনভাগ্যও বদলে গেল শ্রীলঙ্কার। প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন কুসাল মেন্ডিস।

চট্টগ্রামের ভালো উইকেটে ২৮০ থেকে ৩০০ রান যথেষ্ট স্কোর হবে বলে মন্তব্য করেন শ্রীলঙ্কার অধিনায়ক।

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, আগে বোলিং করার সিদ্ধান্তে খুশি তারা। তার মতে, রাতে শিশির পড়ার সম্ভাবনা থাকায় রান তাড়া সহজ হতে পারে।

13 March 2024, 08:15 AM

তিন পেসারের একাদশে নেই মুস্তাফিজ

প্রথম ওয়ানডের একাদশে নেই টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচেই খরুচে বোলিং করা মুস্তাফিজুর রহমান। পেস বিভাগে তিন জন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান।

একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন তাইজুল ইসলাম। স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও আছেন একাদশ। দলের প্রয়োজনে সৌম্য সরকারকেও হাত ঘোরাতে দেখা যেতে পারে।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান।

13 March 2024, 08:20 AM

শ্রীলঙ্কার একাদশেও তিন পেসার

স্বাগতিকদের মতো সফরকারী শ্রীলঙ্কাও তিন পেসার নিয়ে সাজিয়েছে নিজেদের একাদশ। পেস বিভাগে আছেন প্রামোদ মাদুশান, লাহিরু কুমারা ও দিলশান মাদুশানকা। স্পিনে থাকছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাহিশ থিকশানা।

এছাড়া পেস অলরাউন্ডার জানিথ লিয়ানাগে ও স্পিন অলরাউন্ডার চারিথ আসালাঙ্কাকেও দেখা যতে পারে বোলিংয়ে।

শ্রীলঙ্কা একাদশ: কুসাল মেন্ডিস (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, আভিশকা ফার্নান্দো, সাদিরা সামারাউইক্রামা, চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, প্রামোদ মাদুশান, লাহিরু কুমারা, মাহিশ থিকশানা, দিলশান মাদুশানকা।

13 March 2024, 08:57 AM

শ্রীলঙ্কার ইতিবাচক শুরু

টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম পাঁচ ওভারে কোনো বিপদ ঘটতে দেয়নি শ্রীলঙ্কা। কোনো উইকেট না হারিয়ে তারা করেছে ৩২ রান।

শরিফুল ইসলামের প্রথম ওভারে স্রেফ ২ রানের পর তাসকিনের আহমেদের বলে ২টি চারে ১২ রান নেন আভিশকা ফার্নান্দো ও পাথুম নিসাঙ্কা। নিজের পরের ওভার মেডেন নেন তাসকিন। পঞ্চম ওভারে শরিফুল দেন ১১ রান।

নিসাঙ্কা ১৩ বলে ১৫ ও আভিশকা ১৭ বলে ১৫ রানে খেলছেন।

13 March 2024, 09:10 AM

সপ্তম ওভারে শ্রীলঙ্কার পঞ্চাশ

শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদের ওপর চড়াও হয়ে সপ্তম ওভারে পঞ্চাশ রান পূর্ণ করেছে শ্রীলঙ্কা। ৭ ওভারে তাদের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৫২ রান।

সপ্তম ওভারে শরিফুলের শর্ট বলে ম্যাচের প্রথম ছক্কা মেরে দলকে পঞ্চাশে পৌঁছে দেন আভিশকা ফার্নান্দো। ২৭ বলে ২৯ রানে অপরাজিত তিনি। আরেক ওপেনার পাথুম নিসাঙ্কা খেলছেন ১৫ বলে ২০ রানে।

এখন পর্যন্ত ৪ ওভারে শরিফুলের খরচ ৩১ রান। এক মেডেনসহ ৩ ওভারে ২১ রান দিয়েছেন তাসকিন।

13 March 2024, 09:19 AM

উদ্বোধনী জুটি ভাঙলেন তানজিম

পাওয়ার প্লের শেষ ওভারে প্রথম সাফল্য পেল বাংলাদেশ। আভিশকা ফার্নান্দোকে ফেরালেন তানজিম হাসান। অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করার চেষ্টায় কট বিহাইন্ড হলেন লঙ্কান ওপেনার।

আভিশকার বিদায়ে ভাঙল ৭১ রানের উদ্বোধনী জুটি। ৫ চার ও ১ ছক্কায় ৩৩ বলে ৩৩ রান করে ফিরলেন তিনি।

ক্রিজে নতুন ব্যাটসম্যান কুসাল মেন্ডিস। ২৬ বলে ৩৫ রানে খেলছেন পাথুম নিসাঙ্কা।

১০ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেটে ৭১ রান।

13 March 2024, 09:24 AM

নিসাঙ্কাকেও ফেরালেন তানজিম

পরপর দুই ওভারে দুই ওপেনারকে ড্রেসিং রুমে ফেরত পাঠালেন তানজিম হাসান। শর্ট বলে পুল করার চেষ্টায় আগেই ব্যাট চালিয়ে ফেলেন পাথুম নিসাঙ্কা। ব্যাটের ওপরের অংশে লেগে যাওয়া বল ওয়াইড স্লিপে সহজ ক্যাচ নেন সৌম্য সরকার।

৫ চার ও ১ ছক্কায় ২৮ বলে ৩৬ রান করে ফিরেছেন নিসাঙ্কা। কুসাল মেন্ডিসকে সঙ্গ দিতে চার নম্বরে নেমেছেন সাদিরা সামাউইক্রামা।

13 March 2024, 09:33 AM

মুশফিকের দারুণ ক্যাচে সামারাউইক্রামার বিদায়

টানা তিন ওভারে উইকেটের দেখা পেলেন তানজিম হাসান। উইকেটের পেছনে চমৎকার ক্যাচে সাদিরা সামারাউইক্রামার বিদায়ঘণ্টা বাজালেন মুশফিকুর রহিম।

তানজিমের অফ স্টাম্পের বাইরে পিচ করে লাইন ধরে রাখা ডেলিভারি অন সাইডে খেলার চেষ্টায় সামারাউইক্রামার ব্যাটের বাইরের কানায় লাগে। ডান দিকে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ নেন মুশফিক।

৩ রান করে ফিরেছেন সামারাউইক্রামা। ১৩ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে শ্রীলঙ্কা।

ক্রিজে নতুন ব্যাটসম্যান চারিথ আসালাঙ্কা। ৯ রানে খেলছেন কুসাল মেন্ডিস।

13 March 2024, 10:02 AM

১৯ ওভারে শ্রীলঙ্কার একশ

পাওয়ার প্লে শেষে শ্রীলঙ্কাকে চেপে ধরেছে বাংলাদেশ। প্রথম দশ ওভারে ৭১ রান করা সফরকারীরা পরের ৯ ওভারে করতে পেরেছে স্রেফ ৩১ রান। উনবিংশ ওভারে তারা পূরণ করেছে দলীয় একশ রান।

দুই ওপেনারের ঝড়ে স্রেফ ৪০ বলে পঞ্চাশ রান করেছিল তারা। পরের পঞ্চাশ রান করতে লেগেছে ৭২ বল।

১৯ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ১০২ রান। কুসাল মেন্ডিস ২৮ বলে ১৩ ও চারিথ আসালাঙ্কা ২০ বলে ১৩ রানে অপরাজিত।

টানা ৬ ওভারের স্পেলে ২৪ রানে ৩ উইকেট নিয়েছেন তানজিম হাসান।

13 March 2024, 10:27 AM

জুটি ভাঙলেন মিরাজ

দ্রুত ৩ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন কুসাল মেন্ডিস ও চারিথ আসালাঙ্কা। এই জুটি বেশি বড় হতে দিলেন না মেহেদী হাসান মিরাজ। দারুণ ডেলিভারিতে বোল্ড করলেন আসালাঙ্কাকে।

২ চারে ৩৭ বলে ১৮ রান করেছেন বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান। তার বিদায়ে ভেঙেছে ৪৪ রানের চতুর্থ উইকেট জুটি। ছয় নম্বরে নেমেছেন জানিথ লিয়ানাগে।

২৫.২ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ১২৮ রান। ৪৯ বলে ৩৩ রানে অপরাজিত কুসাল।

13 March 2024, 10:52 AM

চাপ সামলে মেন্ডিসের ফিফটি

অন্য প্রান্তে একের পর এক উইকেট পড়লেও দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিচ্ছেন কুসাল মেন্ডিস। এরই মধ্যে তিনি করেছেন ৫০ রান। ৬৭ বলে ৪ চার ও ১ ছক্কায় এই মাইলফলক ছুঁয়েছেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে চতুর্থ ও সবমিলিয়ে কুসালের ২৯তম ফিফটি এটি।

৩৩ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ১৭৪ রান। জানিথ লিয়ানাগে অপরাজিত ২৮ বলে ২৭ রান। পঞ্চম উইকেট জুটি এরই মধ্যে এসেছে ৪৬ রান।

13 March 2024, 11:11 AM

মেন্ডিসকে ফেরালেন তাসকিন

শ্রীলঙ্কা অধিনায়কের প্রতিরোধ ভাঙলেন তাসকিন আহমেদ। অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করে মিড অফে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিলেন কুসাল মেন্ডিস।

৫ চার ও ১ ছক্কায় ৭৫ বলে ৫৯ রান করেছেন মেন্ডিস। তার বিদায়ে ভেঙেছে জানিথ লিয়ানাগের সঙ্গে গড়া ৬৯ রানের জুটি।

ক্রিজে নতুন ব্যাটসম্যান ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৩৭ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ১৯৯ রান। লিয়ানাগে ৪৩ বলে ৪১ রানে অপরাজিত।

13 March 2024, 11:16 AM

৩৮ ওভারে শ্রীলঙ্কার দুইশ

একই ছন্দে এগিয়ে ৩৮তম ওভারে দুইশ রান পূর্ণ করেছে শ্রীলঙ্কা। একশ রান করতে তাদের লেগেছিল ১১২ বল। পরের একশ করতে তারা খেলেছে ১১১ বল।

৩৮ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ২০৪ রান। জানিথ লিয়ানাগে ৪৭ বলে ৪৪ ও ওয়ানিন্দু হাসারাঙ্গা ৩ বলে ৩ রানে অপরাজিত।

13 March 2024, 11:35 AM

লিয়ানাগের টানা তৃতীয় ফিফটি

ওয়ানডে ক্যারিয়ারের দারুণ শুরু করলেন জানিথ লিয়ানাগে। সাত ম্যাচের চারটিতে ব্যাটিং পেয়ে তিনবার খেললেন পঞ্চাশ ছোঁয়া ইনিংস। তিনটিই টানা তিন ম্যাচে।

চাপের মুখে ব্যাটিংয়ে নেমে ২টি করে চার-ছক্কায় ৫০ বলে পঞ্চাশ রান পূর্ণ করেছেন ২৮ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার।

৪০ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ২২০ রান। লিয়ানাগে ৫০ বলে ৫০ ও ওয়ানিন্দু হাসারাঙ্গা ১২ বলে ১৩ রানে অপরাজিত।

13 March 2024, 11:28 AM

হাসারাঙ্গাকে ফেরালেন তাসকিন

শেষ পাওয়ার প্লের প্রথম ওভারে আঘাত করলেন তাসকিন আহমেদ। শর্ট বলে আপার কাট করতে গিয়ে ডিপ থার্ড ম্যানে ক্যাচ দিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ১টি করে চার-ছক্কায় ১৪ বলে ১৩ রান করে ফিরলেন তিনি।

ক্রিজে নতুন ব্যাটসম্যান মাহিশ থিকশানা। ৪১ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৬ উইকেটে ২২৩ রান। ৫৩ বলে ৫২ রানে অপরাজিত জানিথ লিয়ানাগে।

13 March 2024, 11:37 AM

লিটনের দারুণ ক্যাচে তাসকিনের তৃতীয় শিকার

মাহিশ থিকশানাকে বেশিক্ষণ টিকতে দিলেন না তাসকিন আহমেদ। শর্ট বলে ব্যাটের বাইরের কানায় লেগে স্লিপে ধরা ক্যাচ দিয়ে ফিরলেন থিকশানা। বাম দিয়ে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ নিলেন লিটন কুমার দাস।

৭ বলে ১ রান করেছেন থিকশানা। নতুন ব্যাটসম্যান হিসেবে নেমেছেন প্রামোদ মাদুশান।

৪৩ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৭ উইকেটে ২২৫ রান। জানিথ লিয়ানাগে ৫৭ বলে ৫৪ রানে খেলছেন।

13 March 2024, 11:42 AM

রিভিউ নিয়ে বাঁচলেন মাদুশান

মেহেদী হাসান মিরাজের লেগ স্টাম্পে করা ডেলিভারি সুইপ করার চেষ্টায় ব্যর্থ প্রামোদ মাদুশান। বল প্যাডে লাগতেই জোরাল আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। সময় নষ্ট না করে রিভিউ নেন মাদুশান।

রিপ্লেতে দেখা যায়, বলটি চলে যেত লেগ স্টাম্পের পাশ দিয়ে। ফলে বদলে যায় মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত। শূন্য রানে নতুন 'জীবন' পান মাদুশান।

৪৪ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৭ উইকেটে ২৩০ রান। ৫৯ বলে ৫৯ রানে খেলছেন জানিথ লিয়ানাগে।

১০ ওভারে এক মেডেনসহ স্রেফ ৩৩ রান খরচায় ১ উইকেট নিয়েছেন মিরাজ।

13 March 2024, 11:56 AM

লিয়ানাগেকে থামালেন শরিফুল

শ্রীলঙ্কার শেষ স্বীকৃত ব্যাটসম্যান জানিথ লিয়ানাগেকে ফেরালেন শরিফুল ইসলাম। বেরিয়ে এসে চড়াও হওয়ার চেষ্টায় কট বিহাইন্ড হয়ে ড্রেসিং রুমের পথ ধরলেন ৬৯ বলে ৬৭ রান করা লিয়ানাগে। ৩ চার ও ২ ছক্কা মেরেছেন তিনি।

৪৬.১ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৮ উইকেটে ২৪৪ রান।

এর আগের ওভারে চতুর্থ বল করে ডান পায়ের চোটে মাঠ ছেড়ে যান তানজিম হাসান। শেষ দুই বল করেন সৌম্য সরকার।

13 March 2024, 12:13 PM

শ্রীলঙ্কাকে ২৫৫ রানে থামাল বাংলাদেশ

তিন পেসারের বোলিংয়ে শ্রীলঙ্কাকে বেশি দূর যেতে দিল না বাংলাদেশ। দুই ওপেনারের উড়ন্ত সূচনার পর কুসাল মেন্ডিস ও জানিথ লিয়ানাগের ফিফটিতে ২৫৫ রানে পুঁজি পেল সফরকারীরা।

আভিশকা ফার্নান্দো ও পাথুম নিসাঙ্কার ঝড়ে পাওয়ার প্লেতে ৭১ রান পায় শ্রীলঙ্কা। এরপর তানজিম হাসানের হাত ধরে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। পরপর তিন ওভারে তিনটি উইকেট নেন তরুণ পেসার।

পরে প্রতিরোধ গড়েন মেন্ডিস ও লিয়ানাগে। পঞ্চম উইকেটে তারা যোগ করেন ৬৯ রান। মেন্ডিস ৭৫ বলে ৫৯ রান করে ফেরেন। দলকে আড়াইশর কাছে নিয়ে থামেন ৬৯ বলে ৬৭ রান করা লিয়ানাগে।

৪৯তম ওভারের দ্বিতীয় বলে প্রামোদ মাদুশান ও পঞ্চম বলে দিলশান মাদুশানকাকে ফিরিয়ে লঙ্কান ইনিংস গুটিয়ে দেন শরিফুল ইসলাম।

বাংলাদেশের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন তিন পেসার তাসকিন আহমেদ, শরিফুল ও তানজিম। অন্য উইকেটটি নিয়েছেন আঁটসাঁট বোলিং করা মেহেদী হাসান মিরাজ।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ৪৮.৫ ওভারে ২৫৫ (নিসাঙ্কা ৩৬, আভিশকা ৩৩, কুসাল ৫৯, সামারাউইক্রামা ৩, আসালাঙ্কা ১৮, লিয়ানাগে ৬৭, থিকশানা ১, মাদুশান ৮, কুমারা ৫*, মাদুশাঙ্কা ০; শরিফুল ৯.৫-১-৫১-৩, তাসকিন ১০-১-৬০-৩, তানজিম ৮.৪-০-৪৪-৩, তাইজুল ৮-০-৫৪-০, মিরাজ ১০-১-৩৩-১, সৌম্য ২.২-০-১১-০)

13 March 2024, 12:44 PM

প্রথম বলে বোল্ড লিটন

রান তাড়ায় শুরুতেই ধাক্কা খেল বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই ড্রেসিং রুমে ফিরলেন লিটন কুমার দাস। দিলশান মাদুশানকার বল স্টাম্পে টেনে আনেন তিনি।

তিন নম্বরে নেমেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ক্রিজে আরেক ওপেনার সৌম্য সরকার।

13 March 2024, 12:52 PM

লিটনের ষষ্ঠ 'গোল্ডেন ডাক'

৯০ ম্যাচের ক্যারিয়ারে এ নিয়ে ১৩ বার শূন্য রানে আউট হয়েছেন লিটন কুমার দাস। এর মধ্যে ছয়বার তিনি পেয়েছেন গোল্ডেন ডাক অর্থাৎ ড্রেসিং রুমে ফিরেছেন প্রথম বলেই।

ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে লিটনের চেয়ে বেশি প্রথম বলে আউট হয়েছেন শুধু হাবিবুল বাশার, ৭ বার। এছাড়া ৬ বার করে প্রথম বলে আউট হয়েছেন মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহমান।

13 March 2024, 12:56 PM

শ্রীলঙ্কার ব্যর্থ রিভিউ

'ওয়াইড' বলে ভরপুর দ্বিতীয় ওভারের শেষ ডেলিভারিটি দারুণ ইয়র্কার করলেন প্রামোদ মাদুশান। রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার চেষ্টায় ব্যর্থ নাজমুল হোসেন শান্ত। বল জুতায় লাগতেই জোরাল আবেদন। তাতে সাড়া দেননি আম্পায়ার।

কিছুক্ষণ আলোচনার পর রিভিউ নেন কুসাল মেন্ডিস। রিপ্লেতে দেখা যায়, বল চলে যেত লেগ স্টাম্পের বাইরে দিয়ে। তখনও রানের খাতা খোলেননি শান্ত।

দুটি ওয়াইড ও চারসহ ওভারে মোট ৩টি ওয়াইড বল করেন মাদুশান। ব্যাট থেকে স্রেফ ৩ রান এলেও সব মিলিয়ে তার খরচ ১৪ রান।

দুই ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১৪ রান।

13 March 2024, 01:01 PM

সৌম্যকেও ফেরালেন মাদুশানকা

শুরুতেই ড্রেসিং রুমের পথ ধরলেন বাংলাদেশের দুই ওপেনার। লিটন কুমার দাসের পর ফিরলেন সৌম্য সরকারও।

দিলশান মাদুশানকার শর্ট বল অন সাইডে খেলতে গিয়েও শেষ মুহূর্তে নিজেকে দমান সৌম্য সরকার। কিন্তু আগেই আধাআধি ব্যাট চালিয়ে ফেলায় বল উঠে যায় আকাশে। শর্ট মিড উইকেটে সহজ ক্যাচ নেন মাহিশ থিকশানা।

৯ বলে ৩ রান করে ফিরেছেন সৌম্য। চার নম্বরে নেমেছেন তাওহিদ হৃদয়। ক্রিজে আরেক ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত।

৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৫ রান।

13 March 2024, 01:12 PM

টিকলেন না হৃদয়

প্রামোদ মাদুশানের অফ স্টাম্পের বাইরে থেকে ভেতরে আসা ডেলিভারি আলসে ভঙ্গিতে ঠেকানোর চেষ্টায় স্টাম্প খোয়ালেন তাওহিদ হৃদয়। স্রেফ ৩ রানে ড্রেসিং রুমের পথ ধরলেন তরুণ ব্যাটসম্যান।

৫.১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৩ রান। ক্রিজে নতুন ব্যাটসম্যান মাহমুদউল্লাহ। ১৩ বলে ৬ রানে খেলছেন নাজমুল হোসেন শান্ত।

13 March 2024, 01:34 PM

দশম ওভারে বাংলাদেশের পঞ্চাশ

দ্রুত উইকেট হারিয়ে নড়বড়ে শুরুর পর পাল্টা আক্রমণের পথে হাঁটছেন মাহমুদউল্লাহ। তাকে সঙ্গ দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। দুজনের ব্যাটে দশম ওভারে পঞ্চাশ রান পূর্ণ করেছে বাংলাদেশ।

দিলশান মাদুশানকার নবম ওভারে তিনটি চার মারেন মাহমুদউল্লাহ। পরের ওভারে লাহিরু কুমারার বলে মারেন আরেকটি বাউন্ডারি।

১০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৫৫ রান। শান্ত ২৩ বলে ১৫ ও মাহমুদউল্লাহ ১৯ বলে ২২ রানে অপরাজিত।

13 March 2024, 01:48 PM

শান্ত-মাহমুদউল্লাহর জুটির পঞ্চাশ

শুরুর ধাক্কা সামলে দলকে এগিয়ে নিচ্ছেন মাহমুদউল্লাহ ও নাজমুল হোসেন শান্ত। এরই মধ্যে দুজন গড়েছেন পঞ্চাশ রানের জুটি। সেটিও স্রেফ ৪৭ বলে।

১৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৭৩ রান। শান্ত ৩১ বলে ২৬ ও মাহমুদউল্লাহ ২৯ বলে ২৯ রানে খেলছেন।

13 March 2024, 02:09 PM

মাহমুদউল্লাহকে ফেরালেন কুমারা

বেশি বড় হওয়ার আগেই নাজমুল হোসেন শান্ত ও মাহমুদউল্লাহর জুটি ভাঙলেন লাহিরু কুমারা। শর্ট বলে পুল করার চেষ্টায় ঠিকঠাক খেলতে পারেননি মাহমুদউল্লাহ। স্কয়ার লেগ সীমানা থেকে অনেকটা দৌড়ে সামনে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ নেন দিলশান মাদুশানকা।

৪ চার ও ১ ছক্কায় ৩৭ বলে ৩৭ রান করেন মাহমুদউল্লাহ। তার বিদায়ে ভাঙে ৬৯ রানের জুটি। ক্রিজে নতুন ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

১৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৯৪ রান। ৩৮ বলে ৩৭ রানে অপরাজিত শান্ত।

13 March 2024, 02:12 PM

১৭ ওভারে বাংলাদেশের একশ

শুরুতে দ্রুত উইকেট হারালেও ধীরে ধীরে রানের গতি বাড়িয়েছে বাংলাদেশ। ১৭ ওভারের মধ্যে তারা পূর্ণ করেছে দলের একশ রান।

১৭ ওভারে স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেটে ১০০ রান। নাজমুল হোসেন শান্ত ৪০ বলে ৩৮ ও মুশফিকুর রহিম ৭ বলে ৫ রানে খেলছেন।

13 March 2024, 02:31 PM

শান্তর 'টানা তৃতীয়' ফিফটি

চাপ সামলে দলকে জয়ের দিকে এগিয়ে নিচ্ছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেই পথে এরই মধ্যে তিনি পূর্ণ করেছেন নিজের পঞ্চাশ, ৫২ বলে ৮ চার ও ১ ছক্কায়।

শ্রীলঙ্কার বিপক্ষে এ নিয়ে টানা তিন ম্যাচে ফিফটি করলেন তিনি। গত বছর এশিয়া কাপে ৮৯ ও বিশ্বকাপে একই দলের সঙ্গে খেলেছিলেন ৯০ রানের ইনিংস। সব মিলিয়ে ওয়ানডেতে শান্তর অষ্টম পঞ্চাশ এটি।

২২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১২৮ রান। শান্ত ৫৫ বলে ৫৫ ও মুশফিকুর রহিম ২২ বলে ১৫ রানে খেলছেন।

13 March 2024, 02:46 PM

শান্ত-মুশফিকের জুটিতে পঞ্চাশ

মাহমুদউল্লাহর বিদায়ের পর মুশফিকুর রহিমের সঙ্গে আরেকটি পঞ্চাশ ছোঁয়া জুটি গড়লেন নাজমুল হোসেন শান্ত। এজন্য লাগল স্রেফ ৫৩ বল।

রান তাড়ায় ইনিংসের মাঝপথে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৪৬ রান। বাকি ২৫ ওভারে করতে হবে আর ১১০ রান।

শান্ত ৬৩ বলে ৬৩ ও মুশফিক ৩২ বলে ২৫ রানে খেলছেন।

13 March 2024, 03:32 PM

৬০ বল পর  প্রথম বাউন্ডারি রিভার্স সুইপে

ঝুঁকি নেওয়ার কোনো প্রয়োজন নেই, নিচ্ছেও না বাংলাদেশ। লম্বা সময় ধরে আসছে না কোনো বাউন্ডারি। সেটার কোনো প্রভাব পড়ছে না রান রেটে। সাবলীল গতিতেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এর মধ্যেই ঝুঁকি নিলেন মুশফিকুর রহিম। তবে ভাগ্য ভালো তার, ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে রিভার্স সুইপ করে পেয়ে গেলেন বাউন্ডারি!

৬১ বলের মধ্যে এটাই বাংলাদেশের প্রথম বাউন্ডারি। পরের বলেই হাঁটু গেড়ে স্লগ সুইপে আরেকটি বাউন্ডারি মারেন মুশফিক।

৩৩ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১৮৯। ৮৬ বলে ৮১ রানে খেলছেন নাজমুল হোসেন শান্ত। ৫৭ বলে মুশফিকের রান ৪৮।

জয়ের জন্য শেষ ১৭ ওভারে ৬৭ রান চাই স্বাগতিকদের।

13 March 2024, 03:36 PM

একশ রানের জুটি শান্ত-মুশফিকের

দলকে ধীরে ধীরে জয়ের কাছাকাছি নিয়ে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। ধীর-স্থির ব্যাটিংয়ে এরই মধ্যে দুজন গড়েছেন একশ রানের জুটি, ১১৩ বলে।

মাঝে ৬০ বলে কোনো বাউন্ডারি মারেননি দুজন। তবে ১-২ করে নিয়ে রানের চাকা ঠিকই সচল রাখেন তারা। ওই ৬০ বল থেকে আসে ৪৬ রান।

৩৪.৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৯৪ রান। শান্ত ৯৫ বলে ৮৬ ও মুশফিক ৫৮ বলে ৪৮ রানে অপরাজিত।

13 March 2024, 03:49 PM

দায়িত্বশীল ব্যাটিংয়ে মুশফিকের পঞ্চাশ

ছয় নম্বরে নেমে দারুণ ব্যাটিংয়ে পঞ্চাশ পূর্ণ করলেন মুশফিকুর রহিম। ৫৯ বলে ৬ চারে মাইলফলক স্পর্শ করলেন তিনি।

ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে তার অষ্টম পঞ্চাশ ছোঁয়া ইনিংস এটি। সব মিলিয়ে এই সংস্করণে ৪৯তম ফিফটি। এর সঙ্গে ৯টি সেঞ্চুরি করেছেন তিনি।

মুশফিকের ফিফটি ছোঁয়ার পরের ওভারে দুইশ রান পূর্ণ করেছে বাংলাদেশ। ৩৬ ওভারে স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেটে ২০৪ রান। জয় থেকে আর ৫২ রান দূরে তারা।

সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৯৯ বলে ৮৮ রানে অপরাজিত শান্ত। ৬২ বলে মুশফিক করেছেন ৫৬ রান।

13 March 2024, 03:55 PM

অধিনায়ক শান্তর প্রথম সেঞ্চুরি

ওয়ানডেতে ২০২৩ সাল দারুণ কেটেছে নাজমুল হোসেন শান্ত। ২৬ ইনিংসে ৮ ফিফটির সঙ্গে তিনি সেঞ্চুরিও করেছেন দুটি। নতুন বছরেও সেই ছন্দ টেনে এনেছেন বাঁহাতি ব্যাটসম্যান।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই পেয়েছেন তিন অঙ্কের জাদুকরী স্পর্শ। অধিনায়ক হিসেবে এটিই তার প্রথম সেঞ্চুরি। সব মিলিয়ে তৃতীয়।

১০৮ বলে ১১ চার ও ১ ছক্কায় মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

শান্তর সেঞ্চুরিতে জয়ের খুব কাছে পৌঁছে গেছে বাংলাদেশ। ৩৮ ওভারে স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেটে ২১৮ রান। ১২ ওভার প্রয়োজন আর ৩৮ রান।

মুশফিকুর রহিম অপরাজিত ৬৫ বলে ৫৭ রানে। দুজনের জুটির সংগ্রহ ১৩৫ বলে ১২৬ রান।

13 March 2024, 04:20 PM

শান্ত-মুশফিকের জুটির দেড়শ

জানিথ লিয়ানাগের বলে লং অন দিয়ে ছক্কা ওড়ালেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ পৌঁছে গেল জয়ের আরেকটু কাছে। একইসঙ্গে পূর্ণ হলো শান্ত ও মুশফিকের পঞ্চম উইকেট জুটির দেড়শ রান, ১৫৬ বলে।

ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের এর চেয়ে বড় জুটি আছে আর একটি। গত বছর বিশ্বকাপে তৃতীয় উইকেটে ১৬৯ রান যোগ করেছেন শান্ত ও সাকিব আল হাসান।

৪২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৪৩ রান। জয়ের জন্য প্রয়োজন আর ১৩ রান।

শান্ত ১২১ বলে ১১২ ও মুশফিক ৭৬ বলে ৬৯ রানে অপরাজিত।

13 March 2024, 04:24 PM

অনায়াস জয়ে সিরিজ শুরু

ব্যাটিং সহায়ক উইকেটে শ্রীলঙ্কাকে বেশি দূর যেতে দিলেন না তিন পেসার তানজিম হাসান, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ। পরে শুরুতে চাপে পড়লেও নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি ও মুশফিকুর রহিমের ফিফটিতে সহজ জয়ই পেল বাংলাদেশ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বুধবার প্রথম ওয়ানডেতে বাংলাদেশের জয় ৬ উইকেটে। ২৫৬ রানের লক্ষ্য ৩২ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলেছে স্বাগতিকরা।

ক্যারিয়ার সেরা ইনিংসে ১২২ রান করেছেন শান্ত। ১২৯ বলের অপরাজিত ইনিংসে ১৩ চারের সঙ্গে তিনি মেরেছেন ২টি ছক্কা। অভিজ্ঞ মুশফিক খেলেছেন ৮৪ বলে ৭৩ রানের ইনিংস।

পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন জুটিতে ১৬৫ রান যোগ করেছেন শান্ত ও মুশফিক।

রান তাড়ায় প্রথম বলে লিটন কুমার দাসের উইকেট হারায় বাংলাদেশ। এরপর সৌম্য সরকার ও তাওহিদ হৃদয়ও অল্পে ফিরলে চাপে পড়ে যায় স্বাগতিকরা।

চতুর্থ উইকেটে ৬৯ রানের জুটিতে প্রাথমিক চাপ সামাল দেন শান্ত ও মাহমুদউল্লাহ। ষোড়শ ওভারে মাহমুদউল্লাহ ৩৭ বলে ৩৭ রান করে ফেরেন। তখনও একশ হয়নি বাংলাদেশের।

এরপর আর উইকেট পড়তে দেননি শান্ত ও মুশফিক। দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন দুজন।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ৪৮.৫ ওভারে ২৫৫ (নিসাঙ্কা ৩৬, আভিশকা ৩৩, কুসাল ৫৯, সামারাউইক্রামা ৩, আসালাঙ্কা ১৮, লিয়ানাগে ৬৭, থিকশানা ১, মাদুশান ৮, কুমারা ৫*, মাদুশাঙ্কা ০; শরিফুল ৯.৫-১-৫১-৩, তাসকিন ১০-১-৬০-৩, তানজিম ৮.৪-০-৪৪-৩, তাইজুল ৮-০-৫৪-০, মিরাজ ১০-১-৩৩-১, সৌম্য ২.২-০-১১-০)

বাংলাদেশ: ৪৪.৪ ওভারে ২৫৭/৪ (লিটন ০, সৌম্য ৩, শান্ত ১২২*, হৃদয় ৩, মাহমুদউল্লাহ ৩৭, মুশফিক ৭৩*; মাদুশানকা ৮-১-৪৪-২, মাদুশান ৮-০-৫৩-১, কুমারা ৬-০-৩৫-১, থিকশানা ৯.৪-০-৪৭-০, হাসারাঙ্গা ৮-০-৫৪-০, লিয়ানাগে ৫-০-২২-০)