রাবাদার ৫ উইকেটের পর দ. আফ্রিকার শতরানের লিড

লর্ডস টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে ৩ উইকেট হাতে নিয়ে ১২৪ রানে এগিয়ে ডিন এলগারের দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2022, 07:10 PM
Updated : 18 August 2022, 07:10 PM

খেলা নিয়েই ছিল শঙ্কা। সেটা দূর করে প্রথম দিন দারুণ বোলিংয়ে কাগিসো রাবাদা নিয়েছিলেন দুই উইকেট। পরের দিন পেলেন আরও তিনটি। তার ছোবলে দ্রুতই গুটিয়ে গেল ইংল‍্যান্ডের প্রথম ইনিংস। পরে ব‍্যাটসম‍্যানদের মিলিত অবদানে শতরানের লিড নিলো দক্ষিণ আফ্রিকা।

লর্ডস টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে সফরকারীদের সংগ্রহ ৭ উইকেটে ২৮৯। প্রথম ইনিংসে ইংল‍্যান্ডকে ৪৫ ওভারে ১৬৫ রানে গুটিয়ে দেওয়া দলটি এগিয়ে ১২৪ রানে।

মার্কো ইয়ানসেন ব‍্যাট করছেন ৪১ রানে। তার সঙ্গী রাবাদার রান ৩।

লর্ডসে বৃহস্পতিবার ৬ উইকেটে ১১৬ রান নিয়ে দিন শুরু করে ইংল‍্যান্ড। শুরুতেই তাদের বড় একটা ধাক্কা দেন রাবাদা। বোল্ড করে দেন এক প্রান্ত আগলে রাখা ওলি পোপকে। ১০২ বলে পাঁচ চারে এই টপ অর্ডার ব‍্যাটসম‍্যান করেন ৭৩ রান।

স্বাগতিকদের লেজের ব‍্যাটসম‍্যানরা খুব একটা টানতে পারেননি দলকে। ৩১ রানে শেষ ৪ উইকেট হারিয়ে প্রথম সেশনেই গুটিয়ে যায় ইংল‍্যান্ডের প্রথম ইনিংস।

আগের দিনের আরেক অপরাজিত ব‍্যাটসম‍্যান স্টুয়ার্ট ব্রডকে বিদায় করেন রাবাদা। দ্রুত রান তোলার চেষ্টায় থাকা জ‍্যাক লিচকে বোল্ড করে দেন ইয়ানসেন। অ‍্যান্ডারসনকে গোল্ডেন ডাকের তেতো স্বাদ দিয়ে ক‍্যারিয়ারে দ্বাদশবারের মতো পাঁচ উইকেট নেন রাবাদা।

৫২ রানে ৫ উইকেট নিয়ে তিনিই সফরকারীদের সেরা বোলার। সতীর্থ পেসারদের দারুণ বোলিংয়ে প্রথম ইনিংস বলই হাতে পাননি কেশভ মহারাজ।

জবাব দিতে নেমে দলকে ভালো শুরু এনে দেন ডিন এলগার ও সারেল এরউই। ইংলিশদের বোলিং আক্রমণকে হতাশায় ডুবিয়ে শতরানের জুটির দিকে এগিয়ে যেতে থাকেন তারা।

দুর্ভাগ‍্যজনকভাবে বোল্ড হয়ে এলগারের বিদায়ে ভাঙে ৮৫ রানের জুটি। অ‍্যান্ডারসনের বল ডিফেন্স করার চেষ্টায় ঠিক মতো পারেননি দক্ষিণ আফ্রিকা অধিনায়ক। গায়ে লেগে বল স্টাম্পের দিকে যাচ্ছে বুঝে দ্রুত পা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু সফল হননি, বলের ছোঁয়ায় পড়ে যায় বেলস। ৮ চারে এলগার করেন ৪৭।

দ্বিতীয় উইকেটে কিগার পিটারসেনের সঙ্গে আরেকটি পঞ্চাশ ছোঁয়া জুটি উপহার দেন এরউই। দৃঢ় ভিত পায় দক্ষিণ আফ্রিকা। ম‍্যাথু পটসের অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে পিটারসেন স্লিপে ক‍্যাচ ভাঙে ৫৩ রানের জুটি।

সারউই ও এইডেন মারক্রামের জুটিও দাঁড়িয়ে যাচ্ছিল। দক্ষিণ আফ্রিকা রান তখন ২ উইকেটে ১৬০। এরপর ৫০ রানের মধ‍্যে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা।

থিতু হলেও ইনিংস বড় করতে পারেননি মারক্রাম ও রাসি ফন ডার ডাসেন। দুই অঙ্ক ছুঁয়েই বিদায় নেন কাইল ভেরেইনা। বেন স্টোকসের বাউন্সারে উইকেটের পেছনে ধরা পড়েন এরউই। ৬ চারে ১৪৬ বলে এই ওপেনার করেন ৭৩ রান।

পাঁচ বিশেষজ্ঞ বোলার নিয়ে খেলায় দক্ষিণ আফ্রিকার লেজ যথেষ্ট লম্বা। তাই বোলারদের উপর রান করারও বাড়তি দায়িত্ব রয়েছে। সেটা দারুণভাবেই মিটিয়েছেন ইয়ানেমান ও মহারাজ। দুই জনে আক্রমণাত্মক ব‍্যাটিংয়ে ৭৫ বলে গড়েছেন ৭২ রানের জুটি।

মনে হচ্ছিল এই জুটি শেষ করবে দিন। কিন্তু শেষ দিকে তাদের বিচ্ছিন্ন করেন স্টোকস। ৭ চারে ৪৯ রান করে ফেরেন মহারাজ। চার ছক্কা ও ১ চারে ৪১ রান করা ইয়ানেমান বাকি সময় কাটিয়ে দেন রাবাদাকে নিয়ে। তৃতীয় দিন লিড আরও বাড়িয়ে নেওয়ার লক্ষ‍্যে মাঠে নামবেন তারা।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল‍্যান্ড ১ম ইনিংস: (আগের দিন শেষে ১১৬/৬) ৪৫ ওভারে ১৬৫ (পোপ ৭৩, ব্রড ১৫, পটস ৬*, লিচ ১৫, অ‍্যান্ডারসন ০; রাবাদা ১৯-৩-৫২-৫, এনগিডি ৫-১-১২-০, ইয়ানসেন ৮-১-৩০-২, নরকিয়া ১৩-২-৬৩-৩)

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৭৭ ওভারে ২৮৯/৭ (এলগার ৪৭, সারউই ৭৩, পিটারসেন ২৪, মারক্রাম ১৬, ফন ডার ডাসেন ১৯, ইয়ানেসেন ৪১*, মহারাজ ৪১, রাবাদা ৩*; অ‍্যান্ডারসন ১৮-৩-৫১-১, ব্রড ১৭-২-৬৬-১, পটস ১৬-১-৬৭-১, স্টোকস ১২-৩-৫৩-৩, লিচ ১৪-৩-৪২-১)