ভারতীয় ক্রিকেট
ভারতের ব্যাটিং গ্রেটের মতে, মাঠে কঠিন সময় কাটানো একজন ক্রিকেটারের পাশে তার পরিবার থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
Published : 16 Mar 2025, 04:05 PM
সফরে গিয়ে পরিবারের সঙ্গে ইচ্ছেমতো সময় কাটানোর ওপর পুরোনো বিধিনিষেধে ফিরে যাওয়া পছন্দ হচ্ছে না ভিরাট কোহলির। দেশটির ব্যাটিং গ্রেটের মতে, মাঠে কঠিন সময় কাটানো একজন ক্রিকেটারের পাশে তার পরিবার থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
সবশেষ অস্ট্রেলিয়া সফরে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতের ৩-১ ব্যবধানে হারের পর পরিবার নিয়ে পুরোনো নিয়মে ফিরে যাওয়ার কথা ক্রিকেটারদের জানিয়ে দেয় বিসিসিআই। এখন থেকে ৪৫ দিন বা এর বেশি দীর্ঘ সফরের ক্ষেত্রে ক্রিকেটারদের সঙ্গে সঙ্গিনী ও সন্তানরা থাকতে পারবেন সর্বোচ্চ ১৪ দিন। এর মধ্যে প্রথম দুই সপ্তাহে একদমই থাকতে পারবেন না কেউ।
আর ৪৫ দিনের কম সফরে ক্রিকেটারদের সঙ্গে সর্বোচ্চ এক সপ্তাহ থাকতে পারবেন পরিবারের সদস্যরা।
এই বিধিনিষেধ আগে ভারতীয় বোর্ডের কেন্দ্রীয় চুক্তির অংশ ছিল। কোভিড মহামারির সময় ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের কথা ভেবে এখানে ছাড় দেওয়া হয়েছিল। কিন্তু এখন আবারও পুরোনো নিয়মে ফিরে গেছে তারা।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ‘ইনোভেশন ল্যাব ইন্ডিয়ান স্পোর্টস সামিটে’ বিসিসিআইয়ের এই নিয়ম নিয়ে সরাসরি অসন্তোষ প্রকাশ না করলেও কোহলি তুলে ধরেন নিজের ভাবনা।
“বাইরের প্রচণ্ড চাপের মুহূর্তের পর প্রতিবার পরিবারের কাছে ফিরে আসা কতটা স্বস্তিদায়ক, এটা মানুষকে বোঝানো খুবই কঠিন। বড় পরিসরে এটার কী উপকারিতা, আমার মনে হয় না মানুষ এটা বুঝে।”
“যেকোনো খেলোয়াড়কে জিজ্ঞাসা করুন, তুমি কি সবসময় পরিবারকে পাশে চাও? সে উত্তরে বলবে, হ্যাঁ। আমি রুমে গিয়ে বিষণ্ণ চেহারা নিয়ে একা বসে থাকতে চাই না। আমি স্বাভাবিক থাকতে চাই। আর তারপরেই খেলাটিকে দায়িত্ব হিসেবে বিবেচনা করতে পারবেন। সেই দায়িত্ব শেষ করে নিজের জীবনে ফিরে যাবেন।”
আরেকটি নিয়মেও কঠোরতা ফিরিয়ে এনেছে ভারতীয় বোর্ড; অনুশীলনে ও ম্যাচ খেলতে মাঠে যাওয়ার সময় সবাইকে টিম বাসে থাকতে হবে। এই নিয়ম বরাবরই ছিল। তবে মাঝেমধ্যে কেউ কেউ ব্যক্তিগতভাবে মাঠে গেছেন।