টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে খুব একটা আশা জাগানিয়া পারফরম্যান্স দেখাতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা।
Published : 18 Nov 2024, 12:26 PM
টানা ব্যর্থতার চক্রে থাকা টপ অর্ডারের কাছ থেকে সুখবর মেলেনি। দলে ফেরা শাহাদাত হোসেন শুরুটা ভালো করেও ইনিংস বড় করতে পারেননি। তবে পরের দিকে লড়াই করেছেন লিটন কুমার দাস, জাকের আলি ও মাহিদুল ইসলাম। দিনের শেষটা অবশ্য হয়েছে একটি স্বস্তি সঙ্গী করে। ওয়েস্ট ইন্ডিজের টেস্ট অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটের প্রস্তুতিও ভালো হতে দেয়নি বাংলাদেশ।
টেস্ট সিরিজের আগে অ্যান্টিগায় দুই দিনের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ইনিংস ঘোষণা করেছে ৭ উইকেটে ২৫৩ রানে। শেষ বিকেলে দুই ওভার ব্যাট করে এক উইকেট হারায় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশ।
কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ১০ ওভারের মধ্যে হারায় দুই ওপেনারকে। বাঁহাতি পেসার শ্যারন লুইসের বেশ বাইরের বল জায়গায় দাঁড়িয়ে খেলে গালিতে ধরা পড়েন মাহমুদুল হাসান জয় (১৯ বলে ৮)। ম্যাকঅ্যালিস্টারের বাইরের বল ড্রাইভ করে স্লিপে ক্যাচ দেন জাকির হাসান (৩৪ বলে ১৫)।
তৃতীয় উইকেটে ৪৭ রানের জুটি গড়েন মুমিনুল হক ও শাহাদাত হোসেন। দুজনকেই মনে হচ্ছিল বড় ইনিংসের জন্য প্রস্তুত। পারেননি কেউই। ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে ফেরা পেস বোলিং অলরাউন্ডার জাস্টিন গ্রিভস ভাঙেন এই জুটি। ভেতরে ঢোকা বলে ব্যাট-প্যাডের ফাঁক গলে বোল্ড হন শাহাদাত (৩০ বলে ২৫)।
শরীর তাক করা শর্ট বলে মুমিনুলকে ফেরান বাঁহাতি পেসার ন্যাথান এডওয়ার্ড। শর্ট বলে পুল করে একটি চার মারার এক বল পর আরেকবার পুল করার চেষ্টায় অভিজ্ঞ ব্যাটসম্যান ক্যাচ দেন উইকেটের পেছনে (৫৮ বলে ৩১)।
১০১ রানে ৪ উইকেট হারানো দল এরপর অবশ্য পরের উইকেটের জন্য অনেকটা সময় অপেক্ষায় রাখে ক্যারিবিয়ানদের। চারটি চার ও এক ছক্কায় ৫৩ বলে ৩১ রান করে স্বেচ্ছায় ব্যাট ছাড়েন লিটন।
অন্য দুই কিপার-ব্যাটসম্যান জাকের আলি ও মাহিদুল ইসলামও পরে প্রস্তুতি সেরে নেন ভালোভাবেই। সমান চারটি চার ও একটি ছক্কায় ১১০ বলে ৪৮ রান করেন জাকের, ৮৭ বলে ৪১ মাহিদুল। টেস্ট একাদশে জায়গার লড়াইয়ে থাকবেন দুজনই।
অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এরপর ভালো করতে পারেননি। অপরাজিত ১৫ রান করে লোয়ার অর্ডারে ব্যাটিং কিছুটা ঝালিয়ে নেন তাইজুল ইসলাম।
স্কোয়াডে থাকা বিশেষজ্ঞ ব্যাটসম্যানদের মধ্যে কেবল সাদমান ইসলামকে ব্যাটিংয়ে নামানো হয়নি।
মোটে দুই দিনের ম্যাচ, ব্যাটিং এ দিনই ছেড়ে দিয়ে বোলিংয়ে নামে বাংলাদেশ। বড় একটি সাফল্যও ধরা দেয়। প্রস্তুতির জন্য এই ম্যাচে খেলতে নামা ক্যারিবিয়ান টেস্ট অধিনায়ক ব্র্যাথওয়েটকে অফ স্টাম্প ঘেঁষা দারুণ এক ডেলিভারিতে শূন্য রানেই ফেরান হাসান মাহমুদ।
দুই দিনের ম্যাচের শেষ দিন সোমবার। শুক্রবার শুরু অ্যান্টিগা টেস্ট।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৭৩.২ ওভারে ২৫৩/৭ (ডি.) (জয় ৮, জাকির ১৫, মুমিনুল ৩১, শাহাদাত ২৫, লিটন রিটায়ার্ড নট আউট ৩১, জাকের রিটায়ার্ড নট আউট ৪৮, মাহিদুল রিটায়ার্ড নট আউট ৪১, মিরাজ ১১, তাইজুল ১৫*, হাসান ০, তাসকিন ৭*; ম্যাকঅ্যালিস্টার ৯.২-১-৪৮-২, লুইস ৭-১-২৪-১, এডওয়ার্ড ১২-২-৩৫-২, বান্দু ৭-০-৩৭-০, গ্রিভস ৮-১-২০-১, হোল্ডার ১৩-৩-৪৮-২, বিদাইসি ১৩-২-৩৬-০)।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশ: ২ ওভারে ৬/১ (ব্র্যাথওয়েট ০, মেলিয়াস ৩* ডর্ন ২*; হাসান ১-১-০-১, নাহিদ ১-০-৫-০)।