জিম্বাবুয়ে-ভারত
হার দিয়ে সিরিজ শুরুর পর টানা চার ম্যাচ জিতল বিশ্ব চ্যাম্পিয়নরা।
Published : 14 Jul 2024, 08:31 PM
সাঞ্জু স্যামসনের ফিফটি ও শিভাম দুবের ক্যামিও ইনিংস ভারতকে এনে দিল লড়াইয়ের পুঁজি। দুবে পরে আলো ছড়ালেন বল হাতেও। সঙ্গে মুকেশ কুমারের ক্যারিয়ার সেরা বোলিংয়ে জিম্বাবুয়েকে অনায়াসে হারিয়ে সিরিজের শেষটাও রাঙাল ভারত।
পঞ্চম টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়নদের জয় ৪২ রানে। হারারেতে রোববার ১৬৭ রানের পুঁজি গড়ে প্রতিপক্ষকে ১২৫ রানে গুটিয়ে দেয় সফরকারীরা।
বিশ্বকাপ জয়ের পর অনেকটা দ্বিতীয় সারির দল নিয়ে এই সফরে প্রথম ম্যাচে হেরে বসে ভারত। তারপর টানা চারটি জিতে সিরিজ শেষ করল শুবমান গিলের নেতৃত্বাধীন দল।
চার নম্বরে নেমে ৪টি ছক্কা ও একটি চারে ৪৫ বলে ৫৮ রানের ইনিংস খেলেন কিপার-ব্যাটসম্যান স্যামসন। ১২ বলে ২৬ রানের পর হাত ঘুরিয়ে ২৫ রানে ২টি উইকেট নেন পেস বোলিং অলরাউন্ডার দুবে। ম্যাচের সেরা তিনিই।
২২ রানে ৪ উইকেট নেন পেসার মুকেশ। তার আগের সেরা বোলিং ছিল ৩২ রানে ৩ উইকেট, গত বছর বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
এ দিন টস হেরে ব্যাটিংয়ে নামে ভারত। ইনিংসের প্রথম দুই ডেলিভারিতেই সিকান্দার রাজাকে ছক্কায় ওড়ান ইয়াশাসভি জয়সওয়াল। এর মধ্য প্রথমটি ছিল ‘নো’ বল।
অবশ্য ওই ওভারেই বোল্ড হয়ে ফেরেন আগের ম্যাচে ৫৩ বলে অপরাজিত ৯৩ রানের ইনিংস খেলা জয়সওয়াল।
টপ অর্ডারের অন্য দুই ব্যাটসম্যান গিল ও আভিশেক শার্মাও বিদায় নেন পাওয়ার প্লের মধ্যে। প্রথম ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪৪ রান করতে পারে ভারত।
চতুর্থ উইকেটে ৫৬ বলে ৬৫ রানের জুটিতে দলকে এগিয়ে নেন স্যামসন ও রিয়ান পারাগ। এই জুটি ভাঙে পারাগের (২৪ বলে ২২) বিদায়ে। ৩৯ বলে ফিফটি করার পর বেশিক্ষণ টেকেননি স্যামসন।
দুবের ২টি করে চার ও ছক্কায় গড়া ২৬ রানের ক্যামিওতে দেড়শ ছাড়ায় ভারতের সংগ্রহ।
রান তাড়ায় শুরুতেই ওয়েসলি মাধেভেরে ও ব্রায়ান বেনেটকে হারায় জিম্বাবুয়ে। নতুন বলে নিজের প্রথম দুই ওভারে এই দুজনকে ফেরান মুকেশ। নিজের তৃতীয় ওভারে টাডিওয়ানাশে মারুমানির স্টাম্প এলোমেলো করে দেন তিনি, কিন্তু ‘নো’ বলের কারণে বেঁচে যায় ব্যাটসম্যান।
২৪ বলে ২৭ রান করা মারুমানিকে থামান স্পিনার ওয়াশিংটন সুন্দার। ডিয়ন মায়ার্সের দারুণ ব্যাটিংয়ে তবু শক্ত অবস্থানেই ছিল জিম্বাবুয়ে। ১২ ওভার শেষে স্কোর ছিল ৩ উইকেটে ৮২। কিন্তু দুবের বলে মায়ার্সের (৩২ বলে ৩৪) বিদায়ের পরই পথ হারিয়ে বসে স্বাগতিকরা।
অধিনায়ক রাজা কাটা পড়েন রান আউটে। জোনাথান ক্যাম্পবেল ও ক্লাইভ মাডান্ডে টিকতেই পারেননি। ৩ উইকেটে ৮৫ থেকে স্কোর হয়ে যায় ৭ উইকেটে ৯৪!
ফারাজ আকরামের ১৩ বলে ২৭ রানের ক্যামিওতে পরাজয়ের ব্যবধানই শুধু কমাতে পারে জিম্বাবুয়ে।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২০ ওভারে ১৬৭/৬ (জয়সওয়াল ১২, গিল ১৩, আভিশেক ১৪, স্যামসন ৫৮, পারাগ ২২, দুবে ২৬, রিঙ্কু ১১*, ওয়াশিংটন ১*; রাজা ৪-০-৩৭-১, এনগারাভা ৪-০-২৯-২, ফারাজ ৪-০-৩৯-০, মুজারাবানি ৪-০-১৯-২, মাভুটা ৪-০-৩৯-১)
জিম্বাবুয়ে: ১৮.৩ ওভারে ১২৫ (মাধেভেরে ০, মারুমানি ২৭, বেনেট ১০, মায়ার্স ৩৪, রাজা ৮, ক্যাম্পবেল ৪, মাডান্ডে ১, ফারাজ ২৭, মাভুটা ৪, মুজারাবানি ১*, এনগারাভা ০; মুকেশ ৩.৩-০-২২-৪, তুষার ৩-০-২৫-১, বিষ্ণই ৩-০-২৩-০, ওয়াশিংটন ২-০-৭-১, আভিশেক ৩-০-২০-১, দুবে ৪-০-২৫-২)
ফল: ভারত ৪২ রানে জয়ী
সিরিজ: ৫ ম্যাচ সিরিজ ভারত ৪-১ ব্যবধানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: শিভাম দুবে
ম্যান অব দা সিরিজ: ওয়াশিংটন সুন্দার