শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ১০৪ রানে জিতেছে বাংলাদেশ নারী ‘এ’ দল।
Published : 13 Sep 2024, 06:50 PM
ঝড়ো ব্যাটিংয়ে দারুণ ফিফটি করলেন সাথি রানি বর্মন। সঙ্গ দিলেন সোবহানা মোস্তারি, নিগার সুলতানারা। বড় সংগ্রহ পেয়ে গেল বাংলাদেশ নারী 'এ' দল। পরে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিলেন দুই লেগ স্পিনার রাবেয়া খান ও ফাহিমা খাতুন।
কলম্বোর পি সারা ওভালে শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ১০৪ রানে জিতেছে বাংলাদেশ নারী ‘এ’ দল। ১৬৫ রানের লক্ষ্যে ২০ বল বাকি থাকতেই ১০৪ রানে গুটিয়ে গেছে স্বাগতিকরা।
পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে খেলতে যাওয়া বাংলাদেশ 'এ' দল।
বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দেওয়ার পথে ৪০ বলে ৫০ রানের ইনিংস খেলেন সাথি। এছাড়া সোবহানা ৩৯ ও নিগারের ব্যাট থেকে আসে ৩৪ রান। পরে মাত্র ৪ রানে ৪ উইকেট নেন অধিনায়ক রাবেয়া। ফাহিমা ও সুলতানা খাতুন নেন ২টি করে উইকেট।
টস হেরে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারে দিলারা আক্তারের উইকেট হারায় বাংলাদেশ। পরে দ্বিতীয় উইকেটে ৬৮ বলে ৮০ রানের জুটি গড়ে তোলেন সাথি ও সোবহানা।
দলকে একশ পার করিয়ে দিয়ে ত্রয়োদশ ওভারে স্বেচ্ছায় ড্রেসিং রুমে ফিরে যান সাথি। ৭ চারে সাজান তার ৫০ রানের ইনিংস। দুই ওভার পর একই পথে হাঁটেন ৩৯ বলের ইনিংসে ৫টি চার মারা সোবহানা।
অন্যদের ব্যাটিংয়ের সুযোগ দিতে সাথি ও সোবহানা স্বেচ্ছায় ফিরে গেলেও নিগার ছাড়া কেউ সুযোগ কাজে লাগাতে পারেননি। ২৪ বলে ৩ চারের সঙ্গে ১টি ছক্কা মারেন অভিজ্ঞ ব্যাটার নিগার। আর কেউ ১০ রান করতে পারেননি।
রান তাড়ায় লঙ্কানদের দুই ওপেনার কৌশিনি নুথিয়াঙ্গা ও নেথমি পুর্না ছাড়া আর কেউ দুই অঙ্ক ছুঁতে পারেনি। নুথিয়াঙ্গা ১১ ও পুর্না করেন দলের পক্ষে সর্বোচ্চ ১৮ রান। পাওয়ার প্লের ভেতরেই আউট হন তারা দুজন।
সপ্তম ওভারে বোলিংয়ে এসে জোড়া আঘাত করেন রাবেয়া। এরপর নিয়মিত উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। শেষ পর্যন্ত বড় ব্যবধানের পরাজয় বরণ করতে হয় তাদের।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ নারী 'এ' দল: ২০ ওভারে ১৬৪/৭ (দিলারা ৯, সাথি ৫০ রিটায়ার্ড আউট, সোবহানা ৩৯ অবসর আউট, নিগার ৩৪*, তাজ ৭, রিতু ০, ফাহিমা ২, রাবেয়া ৪*; কাভিন্দি ২-০-২৬-০, মাদারা ৩-০-২৫-২, মাদুশানি ৪-০-২৯-০, মালশা ৪-০-২৮-১, সান্দিপানি ৩-০-২৫-০, থারুকা ৪-০-২৫-০)
শ্রীলঙ্কা নারী 'এ' দল: ১৬.৪ ওভারে ৬০ (নুথিয়াঙ্গা ১১, পুর্না ১৮, দুলানি ৩, ওয়েরাসিংহে ৬, সান্দিপানি ১, সান্দামিনি ০, মালশা ৩, মাদারা ৮, কাভিন্দি ৫, থারুকা ২, মাদুশানি ২*; জাহানারা ৪-০-২৪-১, সাবিকুন ৩-০-১১-০, সুলতানা ২-০-১১-২, রাবেয়া ২.৩-০-৪-৪, ফাহিমা ২-০-৩-২, সোবহানা ২-১-৩-০, রিতু ১-০-৩-১)
ফল: বাংলাদেশ নারী 'এ' দল ১০৪ রানে জয়ী