টি-টোয়েন্টি বিশ্বকাপ
এখনও তারা বিশ্বকাপ জিততে পারেন বলে মনে করেন ড্যারেন স্যামি।
Published : 20 Jun 2024, 10:48 PM
গ্রুপ পর্বে চার ম্যাচের সবগুলো জিতে উড়তে থাকা ওয়েস্ট ইন্ডিজ সুপার এইটের শুরতেই পেয়েছে বড় হারের তেতো স্বাদ। ইংল্যান্ডের সামনে পাত্তাই পায়নি তারা। তবে বিচলিত নন ড্যারেন স্যামি। ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ মনে করিয়ে দিলেন, সবকিছু এখনই শেষ হয়ে যায়নি। এখনও তারা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারে বলে বিশ্বাস তার।
সেন্ট লুসিয়ায় স্যামির নামের মাঠে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে উড়িয়ে দেয় ইংল্যান্ড। ফিল সল্টের ৪৭ বলে অপরাজিত ৮৭ রানের বিধ্বংসী ইনিংসে ১৮১ রানের লক্ষ্য ১৫ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে শিরোপাধারীরা।
দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী একমাত্র অধিনায়ক স্যামি মনে করেন, ব্যাটিং উইকেটে তার দলের ২৫ রান কম হয়েছে।
“এটা খেলার অংশ। এই হার আমাদের উদ্যম কমাতে পারবে না। আমরা এখনও বিশ্বাস করি, আমাদের এমন একটি দল আছে, যারা এই বিশ্বকাপ জিততে পারে, ড্রেসিংরুমে যখন ছেলেদের সঙ্গে কথা বলব, তখন ঠিক এটাই বলব…আমরা বারবাডোজে যাব, সেখানে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিতব (আশা করি)। তারপর অ্যান্টিগায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ আছে।”
“কেউ বলেনি কাজটা সহজ হবে। টুর্নামেন্টে দারুণ সব দল আছে। আজ আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলেছি এবং তারা আমাদের চেয়ে ভালো করেছে। কিন্তু তার মানে এই নয় যে, আমাদের টুর্নামেন্ট শেষ হয়ে গেছে। আমাদের ভাগ্য নিজেদের হাতেই আছে এবং আমরা বিশ্বাস করি, এই টুর্নামেন্টে আমরা জিততে পারব।”
পরের ম্যাচে বাংলাদেশ সময় আগামী শনিবার সকালে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ।