দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের আগে ‘দা হান্ড্রেড’-এ কয়েকটি ম্যাচ খেলার সুযোগ ছিল। কিন্তু এই সময়টাকেই একটু জিরিয়ে নেওয়ার সুযোগ হিসেবে দেখছেন জনি বেয়ারস্টো। ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্টের এই আসরে তাই এবার দেখা যাবে না অভিজ্ঞ ব্যাটসম্যানকে।
এবারের আসরে ওয়েলশ ফায়ারের হয়ে খেলার কথা ছিল বেয়ারস্টোর। তবে জাতীয় দলের হয়ে সামনের ব্যস্ত সূচির দিকে তাকিয়ে এখন বিশ্রামকেই উপযুক্ত মনে হয়েছে ৩২ বছর বয়সী ব্যাটসম্যানের।
“আমি সত্যিই হতাশ যে এই বছর দা হান্ড্রেড-এর অংশ হতে পারছি না। গত বছর খেলে দারুণ উপভোগ করেছি, তবে সামনের সময়টা বিরামহীন ব্যস্ততায় কাটবে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের আগে তাই খানিকটা ফুরসত প্রয়োজন। ওয়েলশ ফায়ার ছেলে ও মেয়েদের দলের জন্য শুভ কামনা। ওদের হয়ে গলা ফাটাব আমি।”
ইংলিশ গ্রীষ্ম শেষেও এবার তুমুল ব্যস্ত সূচি ইংল্যান্ডের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের পর তারা সফর করবে পাকিস্তানে, অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ ছাড়াও খেলবে দ্বিপাক্ষিক সিরিজ। পরে সফরে করবে দক্ষিণ আফ্রিকা, নিউ জিল্যান্ড ও বাংলাদেশে।
ইংল্যান্ডের হয়ে তিন সংস্করণেই খেলেন বেয়ারস্টো। তার ধকলও তাই বেশি।
বেয়ারস্টোর আগে দা হান্ড্রেড থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকসও।