চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছেন জাসপ্রিত বুমরাহ, ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ।
Published : 12 Feb 2025, 07:08 PM
আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে যখন ইনিংস শুরু করতে নামবেন সৌম্য সরকার ও তানজিদ হাসান, একটি স্বস্তি তাদের থাকার কথা। জাসপ্রিত বুমরাহর মুখোমুখি তো হতে হবে না! সেই স্বস্তির পরশ থাকার কথা আসলে বাংলাদেশের ড্রেসিং রুমসহ ভারতের প্রতিপক্ষ সব দলেরই। যদিও বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এতটা গুরুত্ব দিতে চান না বুমরাহর অনুপস্থিতিকে।
গত মাসে বোর্ডার-গাভাস্কার ট্রফি শেষ হওয়ার পর থেকেই বুমরাহকে নিয়ে দোলাচলে ছিল ভারত। শেষ পর্যন্ত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে জানানো হয়, চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারছেন না ভারতের বোলিং আক্রমণের মূল অস্ত্র।
দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই আগামী ২০ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাত্রা শুরু করবে বাংলাদেশ। ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পর আর কোনো আইসিসি টুর্নামেন্টে ভারতের বিপক্ষে জিততে পারেনি তারা।
দীর্ঘ খরা কাটানোর অভিযানে বুমরাহর অনুপস্থিতি বাড়তি সুবিধা হয়ে আসার কথা বাংলাদেশের জন্য। তবে টুর্নামেন্টপূর্ব সংবাদ সম্মেলনে শান্ত বললেন, শুধু একজনকে নিয়ে তাদের ভাবনা থাকে না কখনোই।
“প্রতিটি দলের প্রত্যেকটা ক্রিকেটারই দলকে জেতানোর মতো সামর্থ্যবান। এর ভেতরে একেক দলের একেক ‘এক্স ফ্যাক্টর’ থাকে। অবশ্যই সে (বুমরাহ) অনেক বড় বোলার।”
“তবে আমরা আসলে আলাদা করে কাউকে নিয়ে পরিকল্পনা করতে চাই না। পুরো দলের একটা পরিকল্পনা থাকে যে, কোন বোলারকে কীভাবে সামলাব করব, কোন ব্যাটসম্যানকে কীভাবে আটকাব। সার্বিক একটা দলীয় পরিকল্পনা থাকে।”
ওয়ানডেতে চ্যাম্পিয়ন্স ট্রফির সবশেষ আসরেই প্রথম বাংলাদেশের বিপক্ষে খেলেন বুমরাহ। সেদিন ১০ ওভারে এক মেডেনসহ ৩৯ রান খরচায় ২ উইকেট নেন তিনি। বাংলাদেশের বিপক্ষে পাঁচ ওয়ানডে খেলে তার শিকার ১২ উইকেট। ২০১৯ বিশ্বকাপে ৫৫ রানে নিয়েছিলেন ৪ উইকেট।
সংবাদ সম্মেলনের শেষ দিকে আবার বুমরাহর প্রসঙ্গে 'এ' গ্রুপের অন্য দুই দলের চ্যালেঞ্জের কথা মনে করিয়ে দেন শান্ত।
“নির্দিষ্ট কাউকে নিয়ে চিন্তা করছি না। তাদের পুরো দলটাই ভালো। শুধু ভারতের কথা বলব না, পাকিস্তান ও নিউ জিল্যান্ড... তিনটা দলই ভারসাম্যপূর্ণ। তাদের বিপক্ষে আমাদের কষ্ট করে খেলতে হবে।”
ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরুর পর ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। একই মাঠে ২৭ তারিখ গ্রুপের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান।