শ্রীলঙ্কার সরাসরি বিশ্বকাপ খেলার আশায় আরেকটি ধাক্কা

নিউ জিল্যান্ড-শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত হলো বৃষ্টিতে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2023, 05:28 AM
Updated : 28 March 2023, 05:28 AM

সরাসরি বিশ্বকাপ খেলার নিবু নিবু আশা জিইয়ে রাখতে শ্রীলঙ্কার প্রয়োজন সিরিজের সব ম্যাচেই জয়। কিন্তু প্রথম ম্যাচে বাজেভাবে হারার পর দ্বিতীয় ম্যাচে তারা লড়াইয়ের সুযোগই পেল না। নিউ জিল্যান্ড-শ্রীলঙ্কার দ্বিতীয় ওয়ানডে ভেস্তে গেল বৃষ্টিতে। তাতে ভেসে গেল লঙ্কানদের বিশ্বকাপ আশার অনেকটুকুও। 

ক্রাইস্টচার্চে মঙ্গলবার টানা বৃষ্টিতে টসই হতে পারেনি এই ম্যাচে। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৭৬ রানে গুটিয়ে দিয়ে ১৯৮ রানের জয়ে সিরিজে এগিয়ে নিউ জিল্যান্ড। 

এই ম্যাচ থেকে পাওয়া ৫ পয়েন্টে শ্রীলঙ্কার পয়েন্ট এখন ২৩ ম্যাচে ৮২। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা আছে এখন ৯ নম্বরে। স্বাগতিক ভারতসহ পয়েন্ট তালিকার শীর্ষ ৮ দল সরাসরি খেলবে ২০২৩ বিশ্বকাপে। 

সেখানে ৭ দলের সরাসরি খেলা চূড়ান্ত। বাকি ১টি জায়গা নিয়ে চলছে লড়াই। ৮৮ পয়েন্ট নিয়ে আপাতত ৮ নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের সব ম্যাচ শেষ। শ্রীলঙ্কার সামনে সুযোগ আছে শেষ ম্যাচে জিতে তাদেরকে টপকে যাওয়ার। 

তবে সম্ভাবনায় আপাতত এগিয়ে দক্ষিণ আফ্রিকা। ৭৮ পয়েন্ট নিয়ে আপাতত তারা আছে ১০ নম্বরে। তবে নেদারল্যান্ডসের সঙ্গে সিরিজ বাকি আছে তাদের। সেই ৩ ম্যাচ সিরিজের বাকি ২টি জিতলে তারা টপকে যাবে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজকে। সেক্ষেত্রে বাছাইপর্বে খেলতে হবে ক্যারিবিয়ানদের ও লঙ্কানদের। 

নিউ জিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার সিরিজের শেষ ম্যাচটি হ্যামিল্টনে, আগামী শুক্রবার।