চ্যাম্পিয়ন্স ট্রফি
চোট শঙ্কা কাটিয়ে নতুন আসরের প্রথম ম্যাচে খেলছেন পাকিস্তানের গতিময় পেসার হারিস রউফ।
Published : 19 Feb 2025, 02:42 PM
দুই দল অনুশীলনে নামার সময় থেকে সব চোখ খুঁজে ফিরছিল রাচিন রাভিন্দ্রা ও হারিস রউফকে। চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচের আগে আগ্রহের কেন্দ্রবিন্দুতে চোটের সঙ্গে লড়াইয়ে থাকা এই দুই ক্রিকেটার। তাদের নিয়ে এসেছে দুই রকম বার্তা। পাকিস্তানের একাদশে ফিরেছেন গতিময় পেসার রউফ, নিউ জিল্যান্ড একাদশে নেই রাভিন্দ্রা।
করাচিতে ‘এ’ গ্রুপের ম্যাচ দিয়ে পর্দা উঠছে চ্যাম্পিয়ন্স ট্রফির। বুধবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান।
প্রায় আট বছর পর নতুন করে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হচ্ছে আট দলের এবারের আসর।
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিটা দারুণ হয়েছে নিউ জিল্যান্ডের। পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতেছে তারা। সেখানে প্রাথমিক পর্বের পর ফাইনালেও স্বাগতিকদের হারায় তারা।
ত্রিদেশীয় সিরিজের ফাইনালের একাদশ থেকে এই ম্যাচের জন্য একটি পরিবর্তন এনেছে নিউ জিল্যান্ড। জ্যাকব ডাফির জায়গায় ফিরেছেন অভিজ্ঞ পেসার ম্যাট হেনরি। মাথায় বলে আঘাত পাওয়া রাচিন এখনও সেরে উঠতে না পারায় একাদশে ফিরতে পারেননি।
পাকিস্তান একাদশেও আছে এক পরিবর্তন। অলরাউন্ডার ফাহিম আশরাফের জায়গা এসেছেন রউফ।
নিউ জিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, উইল ইয়াং, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ন্যাথান স্মিথ, ম্যাট হেনরি, উইল ও’রোক।
পাকিস্তান একাদশ: ফাখার জামান, বাবর আজম, সাউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলি আগা, তৈয়ব তাহির, খুশদিল শাহ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, আবরার আহমেদ।