আফগানিস্তান ও আয়ারল্যান্ড সিরিজের দলে নেই কাগিসো রাবাদা, কেশাভ মহারাজ, আনরিখ নরকিয়া, ডেভিড মিলারদের মতো অভিজ্ঞরা।
Published : 09 Sep 2024, 05:17 PM
সংযুক্ত আরব আমিরাত সফরে প্রথম পছন্দের বেশ কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে দক্ষিণ আফ্রিকা। আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজের দলে নেই কাগিসো রাবাদা, আনরিখ নরকিয়া, কেশাভ মহারাজের মতো অভিজ্ঞরা। প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন জেসন স্মিথ, নাবাইয়োমজি পিটার ও আন্দিলে সিমেলানে।
আফগানিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডের পর আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে দক্ষিণ আফ্রিকা। দুটি সিরিজই হবে সংযুক্ত আরব আমিরাতে। এই সফরের জন্য সোমবার স্কোয়াড ঘোষণা করেছে প্রোটিয়ারা।
রাবাদা, মহারাজ, নরকিয়া ছাড়াও এই সফরে মার্কো ইয়ানসেন, তাব্রেইজ শামসি, জেরল্ড কুটসিয়া, হাইনরিখ ক্লসেনকে পাবে না দক্ষিণ আফ্রিকা। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির অংশ এই সফরে নতুনদের সুযোগ দিয়েছে দলটি।
ওয়ানডে দলের নতুন মুখ স্মিথ ও পিটার এরই মধ্যে পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ। গত মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে ক্যারিয়ারের একমাত্র টি-টোয়েন্টিটি খেলেন ২৯ বছর বয়সী স্মিথ। লেগ স্পিনার পিটারেরও অভিষেক ক্যারিবিয়ানদের বিপক্ষে, গত মে মাসে খেলেন দুটি টি-টোয়েন্টি।
খুব বেশি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেননি ২১ বছর বয়সী পিটার; ৬ ম্যাচে নিয়েছেন কেবল ৪ উইকেট। আর ১৭ টি-টোয়েন্টিতে তার প্রাপ্তি ২৬ উইকেট। আর স্মিথের ৬৫ লিস্ট ‘এ’ ম্যাচে রান ১ হাজার ৬৭৪, সেঞ্চুরি একটি ও ফিফটি ১০টি। টি-টোয়েন্টিতে ৮০ ম্যাচে ১২৩.৩৫ স্ট্রাইক রেটে করেছেন ১ হাজার ৪১০ রান।
সিমেলানে অবশ্য জাতীয় দলেই ডাক পেলেন প্রথমবার। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে দলে থাকলেও এই ক্রিকেটার আইরিশদের বিপক্ষে আছেন কেবল টি-টোয়েন্টি দলে। এখন পর্যন্ত ২০টি করে লিস্ট ‘এ’ ও স্বীকৃত টি-টোয়েন্টি খেলে তার মোট উইকেট ২৭টি। লিস্ট ‘এ’ তে একটি সেঞ্চুরিও আছে ২১ বছর বয়সী এই ক্রিকেটারের।
ক্যারিবিয়ান সফরে পেশিতে চোট পেয়ে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে যান লুঙ্গি এনগিডি। সেরে ওঠা অভিজ্ঞ পেসারকে তিন সিরিজের দলেই রেখেছে দক্ষিণ আফ্রিকা। জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি চালিয়ে যাবেন কিনা, নিশ্চিত না করা কিপার-ব্যাটসম্যান কুইন্টন ডি কক নেই আইরিশদের বিপক্ষে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক হওয়া কিউনা মাফাকা স্কুলের শেষ পরীক্ষা দিচ্ছেন। তাই তাকে রাখা হয়নি দলে। ওই সফরের দল থেকে বাদ পড়েছেন ডোনোভান ফেরেইরা।
এইডেন মার্করাম, রিজা হেনড্রিকসকে রাখা হয়েছে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল। রায়ান রিকেলটন আছেন আইরিশদের বিপক্ষে দুই সিরিজে। আর রাসি ফন ডার ডাসেন কেবল আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে।
আগামী ১৮ সেপ্টেম্বর শুরু হবে আফগান-প্রোটিয়া ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ ২০ ও ২২ সেপ্টেম্বর। তিনটি ম্যাচই হবে শারজাহতে।
আবু ধাবিতে আয়ারল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দুটি মাঠে গড়াবে ২৭ ও ২৯ সেপ্টেম্বর। এরপর সেখানেই হবে ওয়ানডে তিনটি; ২, ৪ ও ৭ অক্টোবর।
আফগানিস্তান সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), ওটনিল বার্টম্যান, নান্দ্রে বার্গার, টোনি ডি জোর্জি, বিয়ন ফোরটান, রিজা হেনড্রিকস, এইডেন মার্করাম, ভিয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, আন্দিলে ফেলুকোয়াইয়ো, নাবাইয়োমজি পিটার, আন্দিলে সিমেলানে, জেসন স্মিথ, ট্রিস্টান স্টাবস, কাইল ভেরেইনা, লিজাড উইলিয়ামস।
আয়ারল্যান্ড সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দল: এইডেন মার্করাম (অধিনায়ক), ওটনিল বার্টম্যান, ম্যাথু ব্রিটস্কি, নান্দ্রে বার্গার, বিয়ন ফোরটান, রিজা হেনড্রিকস, প্যাট্রিক ক্রুগার, ভিয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, নাবাইয়োমজি পিটার, রায়ান রিকেলটন, আন্দিলে সিমেলানে, জেসন স্মিথ, ট্রিস্টান স্টাবস, লিজাড উইলিয়ামস।
আয়ারল্যান্ড সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), ওটনিল বার্টম্যান, নান্দ্রে বার্গার, টোনি ডি জোর্জি, বিয়ন ফোরটান, ভিয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, আন্দিলে ফেলুকোয়াইয়ো, নাবাইয়োমজি পিটার, রায়ান রিকেলটন, জেসন স্মিথ, ট্রিস্টান স্টাবস, রাসি ফন ডার ডাসেন, কাইল ভেরেইনা, লিজাড উইলিয়ামস।