ভারতের বিপক্ষে খেলছেন পুজারা-বুমরাহ-পান্তরা
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jun 2022 09:57 PM BdST Updated: 23 Jun 2022 09:57 PM BdST
-
লেস্টারশায়ারের হয়ে নতুন বলে বোলিং শুরু করেন জাসপ্রিত বুমরাহ। ছবি: লেস্টারশায়ার ক্রিকেট
-
চার দিনের প্রস্তুতি ম্যাচে লেস্টারশায়ারের মুখোমুখি ভারত। সেখানে লেস্টারশায়ারের খেলোয়াড় তালিকায় ভারতের চার জন! খটকা লাগছে? বাস্তবেই তাই। সফরকারীদের চেতেশ্বর পুজারা, জাসপ্রিত বুমরাহ, রিশাভ পান্ত ও প্রসিধ কৃষ্ণা খেলতে নেমেছেন ভারতের বিপক্ষেই।
ইংল্যান্ডের বিপক্ষে গত বছর স্থগিত হওয়া পঞ্চম টেস্টটি খেলতে এই মুহূর্তে ইংল্যান্ডে ভারত দল। এজবাস্টনে আগামী ১ জুলাই শুরু হতে যাওয়া টেস্টের আগে একটিই প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। লেস্টারে বৃহস্পতিবার শুরু হয়েছে ম্যাচটি।
ভারতীয় স্কোয়াডের সবাই যেন ম্যাচ অনুশীলনের সুযোগ পায়, সে কারণেই মূলত সফরকারীদের চার জনকে লেস্টারশায়ারের হয়ে খেলার সুযোগ করে দিয়েছে বিসিসিআই, ইসিবি ও লেস্টারশায়ার ক্রিকেট ক্লাব।
অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, শুবমান গিল, শ্রেয়াস আইয়ার, মোহাম্মদ শামিরা খেলছেন ভারতের হয়ে। প্রথম ইনিংসে তাদের ব্যাটিংয়ের প্রস্তুতি যদিও খুব একটা ভালো হয়নি।
রোহিত আউট হয়েছেন ৪৭ বলে ২৫ রান করে। ৬৯ বলে ৩৩ রান করেছেন কোহলি। ২১৪ রানেই ভারত হারিয়েছে ৮ উইকেট। ফিফটি করে খেলছেন কিপার-ব্যাটসম্যান শ্রিকার ভারত।
কখনও কোনো প্রথম শ্রেণির ম্যাচ না খেলা রোমান ওয়াকার লেস্টারশায়ারের হয়ে নিয়েছেন ৫ উইকেট। ২১ বছর বয়সী এই পেসারের শিকার যথাক্রমে রোহিত, কোহলি, হনুমা বিহারি, রবীন্দ্র জাদেজা ও শার্দুল ঠাকুর।
-
গতবার ৪৩, এবার ১০৩, বিসিবি সভাপতি দেখছেন ‘উন্নতি’
-
‘ভারতের হয়ে খেলতে পারাই উমরানের জন্য বিশাল ব্যাপার’
-
৫ উইকেটের ভালো লাগা নিয়ে দলের ভালোর অপেক্ষায় খালেদ
-
জরুরি বার্তায় ইংল্যান্ড সফরে মায়াঙ্ক
-
টেক্টর-ঝড় ছাপিয়ে ভারতের জয়
-
হতাশার ব্যাটিংয়ে হারের শঙ্কায় বাংলাদেশ
-
রুট-পোপের ব্যাটে হ্যাটট্রিক জয়ের আশায় ইংল্যান্ড
-
খালেদের ক্যারিয়ার সেরা বোলিং, উইন্ডিজের ১৭৪ রানের লিড
সর্বাধিক পঠিত
- পদ্মা সেতুতে দুর্ঘটনা এবং পুলিশের ছিটমহলের গল্প
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেপ্তার
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- ধানের শীষ নিয়ে জেতা সুলতান মনসুরের কাছে বিএনপি এখন ‘নো পার্টি’
- ‘মাদারীপুর এত কাছে!’
- ‘বাঁশের সাঁকোতে উঠে পদ্মা সেতু নিয়ে ব্যঙ্গ’, ২ যুবককে পিটুনি