কোভিড ‘নেগেটিভ’ সাকিব যোগ দিচ্ছেন দলের সঙ্গে
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 May 2022 11:36 AM BdST Updated: 13 May 2022 12:25 PM BdST
কোভিড পজিটিভ হওয়ার তিন দিন পরই ‘নেগেটিভ’ হয়েছেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কার সঙ্গে প্রথম টেস্টে তার খেলার সম্ভাবনা তাই কিছুটা হলেও জেগে উঠেছে আবার। চট্টগ্রামে তিনি দলের সঙ্গে যোগ দিচ্ছেন শুক্রবারই।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাকিবের শারীরিক অবস্থা বুঝে খেলানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
“সাকিব কোভিড নেগেটিভ হয়েছে। আজকেই সন্ধ্যা ৭টা ২০-এর ফ্লাইটে দলে যোগ দিচ্ছে সে। প্রথম টেস্টে ওকে খেলানো হবে কিনা, সেটি এখনই বলার উপায় নেই। ওর শারীরিক অবস্থা বুঝে মেডিকেল টিমের পরামর্শে সিদ্ধান্ত নেওয়া হবে।”
যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে দেশে ফেরার পর গত মঙ্গলবার কোভিড পজিটিভ হন সাকিব। দুই দফায় পরীক্ষায়ই তার ফল আসে পজিটিভ। টুকটাক কিছু উপসর্গও ছিল।
সাকিবকে শেষ পর্যন্ত চট্টগ্রাম টেস্টে পেলে বাংলাদেশ বড় দুর্ভাবনার জায়গা থেকে মুক্তি পেতে পারে। এমনিতেই চোটের কারণে দলে নেই ফাস্ট বোলার তাসকিন আহমেদ ও স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সাকিবেরও না থাকায় দলে বড় শূন্যতা তৈরি হয়েছিল।
লাল বলের ক্রিকেটে অবশ্য দীর্ঘদিন ধরেই খেলছেন না সাকিব। সবশেষ গত ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে টেস্টে খেলেন তিনি। এরপর নিউ জিল্যান্ড সফরে যাননি ব্যক্তিগত কারণে, দক্ষিণ আফ্রিকা সফরে গেলেও টেস্ট সিরিজের আগে ফিরে আসেন পারিবারিক কারণে। এবার শারীরিক অবস্থা ঠিক থাকলে শনিবার অনুশীলন করে রোববার থেকে টেস্ট খেলতে নেমে যেতে হবে তাকে।
-
‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
-
শেষের নাটকীয়তায় হেরে কলকাতার বিদায়
-
আবার রিভার্স সুইপ করতে ভয় করবেন না মুশফিক
-
ফারজানা-নিগারের ব্যাটে রূপালী ব্যাংকের বড় জয়
-
১০ ছক্কা ও ১০ চারে ডি ককের বিধ্বংসী ইনিংস
-
রাজার জরিমানা
-
জয়ের মুখে কেক তুলে দিয়ে মুশফিক বললেন '১০ হাজার করবি'
-
বিদায়ের ইঙ্গিত দিলেন স্ত্রী, মুশফিক বললেন ‘এমন ভাবনা নেই’
সর্বাধিক পঠিত
- শেষ বেলার ২ উইকেটে এগিয়ে বাংলাদেশ
- ফেনীতে গাড়ি তল্লাশি নিয়ে র্যাব-পুলিশের ‘হাতাহাতি’, আহত ৪
- বিদায়ের ইঙ্গিত দিলেন স্ত্রী, মুশফিক বললেন ‘এমন ভাবনা নেই’
- ‘মাদ্রিদে আসছেন এমবাপে’ ঘোষণার অপেক্ষায় রিয়াল
- লিভারপুলের জয়ে শিরোপা লড়াই গড়াল শেষ রাউন্ডে
- ‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
- নয় সচিব পদে রদবদল, পদোন্নতি
- আমদানি নির্ভরতা কমাতে সরকারের ভাবনায় রাইস ব্র্যান ও সরিষার তেল
- মেদ ঝরাতে অস্ত্রোপচারে গিয়ে মৃত্যু হল অভিনেত্রীর
- ‘খুঁজে পেতে কষ্ট’, সব মাদ্রাসায় সাইনবোর্ড ঝুলানোর নির্দেশ