‘ভারতের নেতৃত্বের চাপে আইপিএলে নিষ্প্রভ রোহিত’

ভারতের তিন সংস্করণেই অধিনায়ক তিনি। গুরুত্বপূর্ণ এই দায়িত্বের বাড়তি একটা চাপ থাকাই স্বাভাবিক। চলমান আইপিএলে রোহিত শর্মার ওপর সেই চাপের প্রভাব পড়ছে বলে মনে করেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 April 2022, 04:16 PM
Updated : 13 April 2022, 04:16 PM

আইপিএলের সফলতম দল মুম্বাই ইন্ডিয়ান্স। প্রতিযোগিতাটিতে রোহিতের নেতৃত্বেই তারা জিতেছে সর্বোচ্চ পাঁচটি শিরোপা। কিন্তু চলতি আসরে এখনও জয়ের স্বাদই পায়নি দলটি। হেরেছে নিজেদের প্রথম চার ম্যাচেই।

ব্যাট হাতে রোহিতও নিজেকে খুঁজে ফিরছেন। চার ম্যাচে একবার কেবল পার করতে পেরেছেন ত্রিশের ঘর। সর্বোচ্চ ৪১ রানের ইনিংস খেলেন দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে, নিজেদের প্রথম ম্যাচে। পরের তিন ইনিংসে তার রান যথাক্রমে ১০, ৩ ও ২৬।

ভারতের অধিনায়কত্ব পাওয়ার পর মুম্বাইয়ের হয়ে এটা রোহিতের প্রথম আইপিএল। চার ম্যাচ পেরিয়ে গেলেও তার এখনও বড় ইনিংস খেলতে না পারার কারণের পেছনে জাতীয় দলের দায়িত্বের চাপের প্রভাব দেখছেন স্মিথ। ক্রিকেট ডটকমের সঙ্গে মঙ্গলবার আলাপচারিতায় সেটাই বোঝাতে চাইলেন তিনি।

“ভারতের সাদা-বলের অধিনায়ক হওয়ার পর এই প্রথম সে (রোহিত) মুম্বাইকে নেতৃত্ব দিচ্ছে। সেই মানসিক চাপ কি আইপিএলে প্রভাব ফেলছে? এটা বিবেচনার বিষয়।”

মুম্বাইয়ের ব্যাটিং বিভাগের সবচেয়ে বড় অস্ত্র রোহিত। তাই স্মিথের বিশ্বাস, রোহিত রানে ফিরলে মুম্বাইও ম্যাচ জেতা শুরু করবে।

“দলের টপ অর্ডারে রোহিত হলো শক্তি। সে দলকে ভালো শুরু এনে দেয়, ভিত গড়ে দেয় যেটা সবাইকে ভালো খেলার সুযোগ দেয়। যখন সে রান করতে শুরু করবে, মুম্বাইও অনেক ম্যাচ জেতা শুরু করবে।”