টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে অস্ট্রেলিয়া, তিনে নামল ভারত

অ্যাশেজ জয়ের বড় পুরস্কার পেয়েছে অস্ট্রেলিয়া। দেড় বছরের বেশি সময় পর আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছে তারা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ হেরে শীর্ষস্থান থেকে তিন নম্বরে নেমে গেছে ভারত।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2022, 08:56 AM
Updated : 20 Jan 2022, 08:56 AM

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ অস্ট্রেলিয়া জিতে নেয় ৪-০ ব্যবধানে। ভারত ও নিউ জিল্যান্ডকে টপকে ১১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে প্যাট কামিন্সের দল। ২০২০ সালের মে মাসের পর শীর্ষে উঠল তারা।

বাংলাদেশের সঙ্গে ১-১ ব্যবধানে সিরিজ ড্র করা নিউ জিল্যান্ড ১১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হারা ভারত ১১৬ পয়েন্ট নিয়ে নেমেছে তিনে।

সিরিজ হারের পরও ১০১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থান ধরে রেখেছে ইংল্যান্ড। এক ধাপ এগিয়ে ৯৯ পয়েন্ট নিয়ে পাঁচে উঠেছে দক্ষিণ আফ্রিকা। এক ধাপ পিছিয়ে ছয়ে নেমে গেছে পাকিস্তান (৯৩ পয়েন্ট)।   

আগের মতোই যথারীতি পরের চারটি স্থানে আছে শ্রীলঙ্কা (৮৩ পয়েন্ট), ওয়েস্ট ইন্ডিজ (৭৫ পয়েন্ট), বাংলাদেশ (৫৩ পয়েন্ট) ও জিম্বাবুয়ে (৩১ পয়েন্ট)।

আফগানিস্তান ও আয়ারল্যান্ডের টেস্ট স্ট্যাটাস থাকলেও র‍্যাঙ্কিংয়ে বিবেচনায় আসার জন্য পর্যাপ্ত ম্যাচ এখনও তারা খেলেনি।