বিপদ থেকে উদ্ধার পাওয়ার পথ খুঁজছে নিউ জিল্যান্ড
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jan 2022 06:11 PM BdST Updated: 04 Jan 2022 06:13 PM BdST
-
শেষ দিনে নিউ জিল্যান্ডের বড় ভরসা রস টেইলর। ছবি: আইসিসি টুইটার
-
নিউ জিল্যান্ডের ব্যাটিং কোচ লুক রনকি।
লুক রনকি নিজে ছিলেন আগ্রাসী ব্যাটসম্যান। যে কোনো পরিস্থিতিতে আগ্রাসনই ছিল বরাবরের কৌশল। এখন তিনি নিউ জিল্যান্ডের ব্যাটিং কোচ। মাউন্ট মঙ্গানুই টেস্টে বাংলাদেশের তৈরি করা ফাঁস আলগা করতে পুরনো কৌশলেই সমাধান দেখছেন তিনি। শেষ দিনে নিজেদের ব্যাটসম্যানদের ইতিবাচক ব্যাটিং করতে দেখতে চান তিনি।
চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে নিউ জিল্যান্ডের রান ৫ উইকেটে ১৪৭। তবে প্রথম ইনিংসে ১৩০ রানের ঘাটতি থাকায় তাদের সম্বল কার্যত এখন ৫ উইকেটে ১৭ রান। উইকেটে আছেন অভিজ্ঞ রস টেইলর ও নবীন রাচিন রবীন্দ্র। বিশেষজ্ঞ ব্যাটসম্যানদের শেষ জুটি এটিই। বাইরে থাকা কাইল জেমিসন, টিম সাউদিরাও ব্যাটিং খারাপ করেন না। তবে তাদের মূল কাজ বোলিং।
ম্যাচে তাই এখন অনেকটাই এগিয়ে বাংলাদেশ। চতুর্থ দিনে উইকেটে অসম বাউন্স দেখা গেছে কিছুটা, টেইলর-রবীন্দ্রদের মাথাব্যথার কারণ হতে পারে যা শেষ দিনেও।
চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে রনকি বললেন, উইকেট ও ম্যাচের পরিস্থিতি মাথায় রেখেও তাদেরকে শেষ দিনে ইতিবাচক ব্যাটিংয়ের পথই বেছে নিতে হবে।
“শেষ দিনে ব্যাপারটি হলো, যতটা লম্বা সময় পারা যায় ব্যাট করা। বাউন্স যেরকম দেখা যাচ্ছে (অসম), তাতে দিনের পরের ভাগে বিকল্প অনেক কিছু বের হতেও পারে। আমাদের কালকে আবার নতুন করে শুরু করতে হবে। যতটা সম্ভব সোজা ব্যাটে খেলতে হবে। কারণ ওদের পেসাররা স্টাম্প সোজা বল করে আমাদের খেলতে বাধ্য করেছে এবং খানিকটা রিভার্স ও অসম বাউন্স মিলিয়ে বেশ ভালো চাপে রেখেছে আমাদের। স্পিনাররাও একইভাবে বল করে নিজেদের মতো খেলতে দেয়নি আমাদের।”
“কালকে আমাদের ইতিবাচক মানসিকতায় নেমে নিশ্চিত করতে হবে যেন, রান করতে পারি। যদি আমরা স্রেফ সময় কাটাতে চাই, তাহলে সময় দ্রুতই ফুরিয়ে যাবে। আমাদের তাই ইতিবাচক ব্র্যান্ডের ক্রিকেট খেলতে হবে যেন খেলাটা এগিয়ে যায়।”
-
অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
-
লিটন ও তামিম যদি পরপর আউট না হতেন…
-
জীবনের সবচেয়ে আনন্দময় সময়ে আছি: কোহলি
-
ড্র হবে, প্রথম দিনেই ‘জানত’ শ্রীলঙ্কা
-
পেসারদের পারফরম্যান্সে খুশি নন অধিনায়ক
-
'১১ জন ১০০ করলে তো ১১০০ রান হবে'
-
চট্টগ্রাম থেকেই মিরপুর টেস্টের পরিকল্পনা জানিয়ে দিল শ্রীলঙ্কা
-
তাইজুলের দারুণ বোলিংয়েও জমল না শেষ দিনের রোমাঞ্চ
সর্বাধিক পঠিত
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- ‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
- ‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- ডলারের তেজ খানিকটা কমল
- একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর চিরবিদায়
- ‘সালিশে ক্ষুব্ধ’: চেয়ারম্যানের ছেলেকে ‘হত্যার পর আত্মহত্যা’
- উল্টে যাওয়া কভার্ডভ্যান সরাতে ৬ ঘণ্টা, ব্যাপক যানজট
- শেষের নাটকীয়তায় হেরে কলকাতার বিদায়
- কুমিল্লার সাক্কুকে বিএনপি থেকে ‘চিরতরে’ বহিষ্কার