বিবর্ণ আল আমিন, ক্যান্ডির আরেকটি হার
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Dec 2021 12:49 AM BdST Updated: 08 Dec 2021 12:49 AM BdST
লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) দ্বিতীয় ম্যাচে বল হাতে ভালো করতে পারেননি আল আমিন হোসেন। তার দল ক্যান্ডি ওয়ারিয়র্স আবারও হেরে গেছে।
কলম্বোয় মঙ্গলবার রাতে গল গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে কেবল একটি ওভার বোলিং করার সুযোগ পান আল আমিন। বাংলাদেশের পেসার তিনটি চার হজম করে ১৩ রান দিয়ে উইকেটশূন্য থাকেন।
আর প্রেমাদাসায় ক্যান্ডির ১৪৩ রান ৪ উইকেট ও ৪ বল হাতে রেখে পেরিয়ে যায় গল গ্ল্যাডিয়েটর্স।
ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে পান আল আমিন। লেগ স্টাম্পে করা প্রথম বলে লেগ বাই থেকে আসে ৪ রান। পরের বলটা ছিল শর্ট, চার মারেন কুসল মেন্ডিস। শেষ দুই বলে দুটি বাউন্ডারি আসে দানুশকা গুনাথিলাকার ব্যাট থেকে।
শেষ ওভারে গলের দরকার ছিল ৭ রান। অ্যাঞ্জেলো পেরেরার প্রথম দুই বলে ছক্কা-চারে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন লাহিরু মাদুশানাকা। ১৩ বলে ২২ রানে অপরাজিত থাকেন তিনি।
ব্যাটিংয়ে ৪ বলে অপরাজিত ১০ রানের আগে হাত ঘুরিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন গলের ধনাঞ্জয়া লাকশান।
এর আগে ক্যান্ডির হয়ে ৫১ বলে সর্বোচ্চ ৫৬ রান করেন পাকিস্তানি ব্যাটসম্যান আহমেদ শেহজাদ।
আগের দিন প্রথম ম্যাচে ডাম্বুলা জায়ান্টসের বিপক্ষে ৪ ওভারে ৩৬ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন আল আমিন। এর মধ্যে মাঝের দুই ওভারে মাত্র ৬ রান দিয়ে উইকেট দুটি নিয়েছিলেন ৩১ বছর বয়সী এই পেসার।
-
চার উইকেট নিয়ে বাংলাদেশের দুর্দান্ত সেশন
-
পাকিস্তানের শেহজাদের অদ্ভুত দাবি
-
‘নতুন ব্যাগি গ্রিন’ আর ‘নতুন শুরুর’ অপেক্ষায় ম্যাক্সওয়েল
-
অভিষেকে ওভারটনের রেকর্ড, ওভারটনের আক্ষেপ
-
পদ্মা সেতুর আবেগের ঢেউ ক্রিকেট আঙিনায়
-
শ্রীলঙ্কা দলে টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা ভ্যান্ডারসে
-
‘ব্যাটিং শুরুতে কখনও ভালো হচ্ছে না, কখনও মাঝে’
-
অজুহাত দিতে চান না তামিম
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- ঝড়ো দুই সেঞ্চুরিতে তামিম-ম্যাককালামদের সঙ্গী বেয়ারস্টো
- ‘নিজের গায়ে’ আগুন দিয়ে হাসপাতালে নারী চিকিৎসক
- যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার কেড়ে নিল সুপ্রিম কোর্ট
- পদ্মা সেতুর উদ্বোধনে এসে ‘সৌভাগ্যবান’ মনে করছেন জাফরুল্লাহ
- উৎসবের মাহেন্দ্রক্ষণে মেয়ের সঙ্গে ফ্রেমবন্দি প্রধানমন্ত্রী
- যুক্তরাষ্ট্রের জন্য আজ দুঃখের দিন: বাইডেন