আগেভাগেই বাংলাদেশ ছাড়ছেন পাকিস্তানের বোলিং পরামর্শক

সব ঠিক থাকলে চট্টগ্রাম টেস্টের পুরোটা সময় দলের সঙ্গেই থাকতেন ভার্নন ফিল‍্যান্ডার। তবে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তার ঠেকাতে ভ্রমণ সতর্কতা জারি করায় আগেভাগেই দক্ষিণ আফ্রিকায় ফিরে যাচ্ছেন পাকিস্তানের এই বোলিং পরামর্শক।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2021, 03:11 PM
Updated : 28 Nov 2021, 03:12 PM

গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসের ওমিক্রন ধরন ইতোমধ্যে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ শ্রেণিভুক্ত করেছে।

এশিয়া, ইউরোপ ও আমেরিকার অনেক দেশ ওমিক্রনের বিস্তার ঠেকাতে দক্ষিণ আফ্রিকাসহ ওই অঞ্চলের কয়েকটি দেশের যাত্রীদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে।

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে পাকিস্তানের মিডিয়া ম‍্যানেজার ইব্রাহিম বাদিস জানান, দক্ষিণ আফ্রিকায় যাওয়ার ফ্লাইট বন্ধ হওয়ার আগে সোমবার মাঝ রাতে চট্টগ্রাম ছেড়ে দেশে ফিরে যাবেন ফিল‍্যান্ডার।

প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের স্কোর ৪ উইকেটে ৩৯। প্রথম ইনিংসে ৪৪ রানের লিড নেওয়া স্বাগতিকরা এগিয়ে ৮৩ রানে।