হতাশার সফর শেষে দেশের পথে অস্ট্রেলিয়া

ব্যাগ কিছু সঙ্গে নিয়েই মাঠে এসেছিলেন অস্ট্রেলিয়ানরা। বাকিগুলো হোটেল থেকে নেওয়া হয়েছে বিমানবন্দরে। শেষ টি-টোয়েন্টি খেলে আর হোটেলে ফেরেননি তারা। মাঠ থেকেই সরাসরি গন্তব্য বিমানবন্দর। সেখান থেকে রাত একটায় চার্টার্ড ফ্লাইটে দেশের পথে উড়াল দেওয়ার কথা অস্ট্রেলিয়া দলের।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 August 2021, 06:29 PM
Updated : 9 August 2021, 06:29 PM

বাংলাদেশে হতাশার সফর শেষে সোমবার রাতেই দেশে ফিরে যাচ্ছে অস্ট্রেলিয়া দল। পাঁচ ম্যাচ সিরিজে তারা হেরেছে ৪-১ ব্যবধানে। এবারের আগে টি-টোয়েন্টিতে তারা কখনোই কোনো ম্যাচ হারেনি বাংলাদেশের কাছে।

বাংলাদেশে আসার আগে ওয়েস্ট ইন্ডিজেও তারা টি-টোয়েন্টি সিরিজ হেরেছে ৪-১ ব্যবধানে। তবে ক্যারিবিয়ায় ওয়ানডে সিরিজ তারা জিততে পেরেছিল।

বাংলাদেশে তাদের সফরটি ছিল খুবই সংক্ষিপ্ত। মহামারীকালের সফরে ঠাসা সূচিতে সাত দিনের মধ্যেই পাঁচ ম্যাচ খেলে ফিরে যাচ্ছেন তারা।

এই সাত দিনের সফরেও জৈব-সুরক্ষা বলয় নিয়ে তাদের ছিল অনেক কড়াকাড়ি। আসার সময় বিমানবন্দরে বিশেষ ব্যবস্থায় ইমিগ্রেশন করা, টারমার্ক থেকেই সরাসরি বাসে টিম হোটেলে যাওয়াসহ সিরিজজুড়ে ছিল অনেক বাধ্যবাধকতা। শেষ পর্যন্ত সিরিজটি কোনো ঝামেলা ছাড়াই সফলভাবে শেষ করতে পেরেছে বিসিবি।