সাকিব বললেন, ‘আমি মানুষ’
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Aug 2021 11:50 PM BdST Updated: 09 Aug 2021 11:50 PM BdST
মানুষ তো তিনি বটেই। তবে ক্রিকেট মাঠে তার পারফরম্যান্স, তার শরীরী ভাষা ও মানসিকতায় অনেক সময় সংশয়টা জাগে। সত্যিই কি তিনি রক্ত-মাংসে গড়া একজন নাকি কোনো অতিমানব! অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচের পর এই প্রশ্ন উঠল আবারও। মুচকি হাসিতে সাকিব আল হাসান নিশ্চিত করলেন, তিনি মানব সম্প্রদায়েরই একজন।
সিরিজের আগের ম্যাচটিই তার জন্য ছিল দুঃসহ অভিজ্ঞতার। ব্যাট হাতে ২৬ বলে করতে পারেন কেবল ১৫ রান। পরে তার বোলিংয়ে এক ওভারে ৫ ছক্কায় ৩০ রান নেন ড্যানিয়েল ক্রিস্টিয়ান। ৪ ওভারে তিনি রান দেন ৫০। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবার ফিফটি রান গোনার অভিজ্ঞতা হয় তার।
সেখান থেকে ঘুরে দাঁড়াতে সময় নেননি তিনি একদমই। সোমবার শেষ ম্যাচে ব্যাটিংয়ে যদিও ছন্দ খুঁজে পাননি। তবে বল হাতে ছিলেন অস্ট্রেলিয়ার মূল হন্তারক। স্রেফ ৯ রান দিয়ে তার শিকার ৪ উইকেট। বল হাতে বিধ্বস্ত হওয়ার পরের ম্যাচেই বোলিং দিয়ে ম্যান অব দা ম্যাচ!
পুরনো প্রশ্নটিও তাই উঠল আবার। সাকিব মনে করিয়ে দিলেন নিজের ধরন, কৃতিত্ব দিলেন তার পারিপার্শ্বিকতাকেও।
“অবশ্যই আমি মানুষ (হাসি)…(বাজে পারফরম্যান্সে) প্রভাবিত অনেকেই হয়, অনেকে হয় না। আমি হয়তো নিজেকে ওইভাবে তৈরি করে নিতে পেরেছি। আমার চারপাশটাই অমন যেখানে আমাকে প্রভাবিত করার সম্ভাবনা (শঙ্কা) কম থাকে। সেদিক থেকে আমি অনেক ভাগ্যবান।”
এই ম্যাচে সাকিবের প্রাপ্তি শুধু এখানেই নয়। নাম লেখা হয়ে গেছে তার ইতিহাসেও। ম্যাচে চার উইকেটের দ্বিতীয়টি ছিল শততম টি-টোয়েন্টি উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ উইকেট ও ১ হাজার রানের ‘ডাবল’ অর্জন করা প্রথম ক্রিকেটার তিনিই।
সাকিব তার এই সাফল্যের কৃতিত্ব দিলেন সতীর্থদের, সঙ্গে প্রত্যয় জানালেন এভাবেই দলে অবদান রেখে যাওয়ার।
“অবশ্যই ভালো লাগে এরকম কোনো অর্জন যখন হয়। ব্যক্তিগত অর্জনগুলো অবশ্যই অনুপ্রাণিত করে দলের হয়ে ভালো খেলার জন্য। তবে এ যাবৎকালে যতজন সতীর্থের সঙ্গে খেলেছি, তাদের সাপোর্ট না পেলে এটা কখনোই সম্ভবত হতো না। তাদের সাপোর্ট, কোচিং স্টাফ-দর্শক, সবার সাপোর্ট অনেক গুরুত্বপূর্ণ ছিল।”
“খুবই খুশি (আমি) এবং আমার মনে হয়, আমি আরও অনেক দিন অবদান রাখতে পারব। সেই চেষ্টাই থাকবে আমার।”
সিরিজে ১১৪ রান করে এবং ৭ উইকেট নিয়ে সিরিজের সেরাও হয়েছেন সাকিবই।
-
‘এমন পরিস্থিতিতে শান্তর রান আউট ভয়ঙ্কর’
-
মুমিনুলের চেয়ে ভালো কাউকে আপাতত দেখেন না সাকিব
-
তামিম শূন্য, মুমিনুল শূন্য, শেষ দিনের কঠিন পরীক্ষায় বাংলাদেশ
-
কুবরার ৪ উইকেটে গুলশান ইয়ুথ ক্লাবের বড় জয়
-
ভেটোরির আরেকটু কাছে সাকিব এবং পেসারদের এক যুগের খরা
-
চুক্তি হারিয়ে অভিমানে অবসরে স্যাটার্থওয়েট
-
শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
-
ম্যাথিউসের দিকে বল ছুঁড়ে তাইজুলের শাস্তি
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- দেখিয়ে দিতে চান আজার
- ‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- বিএমডব্লিউ, মার্সিডিজসহ ১০৮ গাড়ি নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস