ভারত সিরিজের প্রথম টেস্টে পোপকে নিয়ে শঙ্কা

পেশির চোটে মাঠের বাইরে ছিটকে পড়েছেন অলি পোপ। ভারতের বিপক্ষে আসছে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের এই মিডল অর্ডার ব্যাটসম্যানকে পাওয়া নিয়ে জেগেছে শঙ্কা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 July 2021, 10:15 AM
Updated : 10 July 2021, 10:15 AM

গত ২ জুলাই সবশেষ মাঠে নামেন পোপ। সারের হয়ে খেলা ভাইটালিটি ব্লাস্টের ওই ম্যাচেই বাঁ পায়ের ঊরুর পেশিতে টান লাগে ২৩ বছর বয়সী এই ব্যাটসম্যানের। এরপর থেকে ক্রিকেটের বাইরে তিনি।

ইসিবি এক বিবৃতিতে শনিবার জানিয়েছে, ভারতের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ শুরুর আগ পর্যন্ত পোপের ছিটকে পড়ার কথা। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন তিনি। প্রথম টেস্ট থেকেই তাকে পাওয়ার জন্য সারে ও ইংলিশ বোর্ড কাজ করছে।

ভারত-ইংল্যান্ডের প্রথম টেস্ট নটিংহ্যামে শুরু আগামী ৪ অগাস্ট।

গত বেশ কয়েকটি ম্যাচে অবশ্য ব্যাট হাতে ভালো কাটেনি পোপের। সবশেষ ১৫ ইনিংসে তিনি একবারও যেতে পারেননি ৩৫ পর্যন্ত। তবে ইংলিশ ক্রিকেটে দারুণ প্রতিভাবান ব্যাটসম্যান হিসেবে বিবেচিত পোপের ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দলে জায়গা ধরে রাখার সম্ভাবনা প্রবল।