সমালোচকদের পাত্তা নেই মিসবাহর কাছে

দলের পারফরম্যান্সে উন্নতির ছাপ ফুটে উঠছে। মিসবাহ-উল-হকের কণ্ঠের জোরও তাই বাড়তে শুরু করেছে। পাকিস্তানের প্রধান কোচের মতে, সমালোচকরা কেবল নিজেদের সময়ই নষ্ট করছে। তাদের নিয়ে এতটুকুও ভাবনা নেই তার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 May 2021, 05:49 AM
Updated : 12 May 2021, 05:49 AM

পাকিস্তানের কোচ হিসেবে পথচলার শুরু থেকেই মিসবাহর সঙ্গী প্রবল সমালোচনা। সেসময় একই সঙ্গে প্রধান নির্বাচকও ছিলেন তিনি। দলের পারফরম্যান্স ভালো ছিল না। সমালোচনার মুখেই নির্বাচকের দায়িত্ব ছাড়েন তিনি। দল ধারাবাহিক না হওয়ায় কোচ হিসেবে তাকে শুলে চড়ানো হচ্ছিল নিয়মিতই।

গত কয়েকমাসে সেই চিত্র বদলেছে অনেকটা। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন সংস্করণেই সিরিজ জয়ের পর দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েও সীমিত ওভারের দুটি সিরিজ জিতে নেয় পাকিস্তান। যদিও বেশির ভাগ ম্যাচে সেরা দলকে পায়নি দক্ষিণ আফ্রিকা। তবে রেকর্ড বই স্বাক্ষ্য দেবে পাকিস্তানের সাফল্যেরই। পরে জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর দুই টেস্টে পাকিস্তান পায় বড় জয়।

আফ্রিকা সফর শেষে দেশে ফেরার পর ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আগের সেই সমালোচনার প্রসঙ্গ উঠল। মিসবাহ স্রেফ উড়িয়ে দিলেন সমালোচকদের।

“ আমরা কেবল কঠোর পরিশ্রমই করতে পারি। ফলাফল আমাদের হাতে নেই। কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ ভাবিনি, এখন ভাবতে শুরু করার কোনো ইচ্ছেও নেই। যারা আমার সমালোচনা করে, তারা নিজেদেরই সময় নষ্ট করছে। কে সমালাচনা করল, সেসব নিয়ে আমার একটুও ভাবনা নেই।”

মিসবাহর একটি বড় সমালোচনা আছে ফাওয়াদ আলমকে নিয়ে। ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিলেও মিসবাহ অধিনায়ক থাকার সময় দলে সুযোগ পাননি ফাওয়াদ। মিসবাহর কোচিংয়ের শুরুতেও বাঁহাতি এই ব্যাটসম্যানকে রাখা হয়েছিল বাইরে। পরে সুযোগ পেয়ে নিজেকে ঠিকই প্রমাণ করে চলেছেন ফাওয়াদ। ১১ বছর পর টেস্ট ক্যারিয়ারের নতুন পথচলায় ৩টি টেস্ট সেঞ্চুরি করে ফেলেছেন ৩৫ বছর বয়সী ব্যাটসম্যান।

মিসবাহ জবাব দিলেন এই সমালোচনারও।

“ অনেক সময়ই অনেক ক্রিকেটার দলীয় কম্বিনেশনের কারণে জায়গা পান না। ফাওয়াদ যখন ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করছিল, জাতীয় দলের মিডল অর্ডার তখন থিতু ছিল। আমার মতে, বয়স কখনোই গুরুত্বপূর্ণ নয়। কোনো পারফরমার উপযুক্ত হলে তাকে সুযোগ দেওয়া উচিত।”