বাংলাদেশকে হতাশ করে লঙ্কানদের ভালো শুরু

লাঞ্চের আগে চার ওভারের ছোট্ট স্পেলে দুর্দান্ত বোলিং করলেন তাসকিন আহমেদ। গতি, বাউন্স আর আগ্রাসন মিলিয়ে নাড়িয়ে দিলেন দুই লঙ্কান ওপেনারকে। তবে উইকেট এলো না। শুরুর সময়টুকু দাঁতে দাঁত চেপে কাটিয়ে দেওয়ার পুরস্কার লাঞ্চের পর পেলেন দিমুথ করুনারত্নে ও লাহিরু থিরিমান্নে। দুজনের সৌজন্যে শ্রীলঙ্কা পেল ভালো শুরু।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2021, 08:43 AM
Updated : 23 April 2021, 08:43 AM

পাল্লেকেলে টেস্টের তৃতীয় দিনে দ্বিতীয় সেশনের প্রথম পানি পানের বিরতিতে শ্রীলঙ্কার রান ২০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬৭।

৩৮ রানে উইকেটে আছেন থিরিমান্নে, ১৬ রানে অধিনায়ক করুনারত্নে।

লাঞ্চের আগে বাংলাদেশ প্রথম ইনিংস ঘোষণা করে ৭ উইকেটে ৫৪১ রান তুলে। এরপর বোলারদের শুরু ছিল আশা জাগানিয়া।

তাসকিন প্রথম ৩ ওভারই নেন মেডেন। তার বলে থিরিমান্নেকে এলবিডব্লিউ দিয়েছিলেন আম্পায়ার কুমার ধর্মসেনা। তবে বাঁহাতি ব্যাটসম্যান বেঁচে যান রিভিউ নিয়ে, বল চলে যাচ্ছিল অফ স্টাম্পের কয়েক সেন্টিমিটার বাইরে দিয়ে।

তাসকিনের সঙ্গে আবু জায়েদ চৌধুরি, ইবাদত হোসেনদের শুরুটাও খারাপ ছিল না। লাঞ্চের আগে ৮ ওভারে শ্রীলঙ্কার রান ছিল ১১।

লাঞ্চের পর বোলিংয়ের সেই ধার একটু কমে আসে। বিশেষ করে আবু জায়েদ ও ইবাদত কিছু আলগা বল করেন। সরে যায় চাপ। উইকেট থেকেও মেলেনি কোনো সহায়তা। মেহেদী হাসান মিরাজের বলে টার্ন একটু মিলেছে, তবে সেটিও মন্থর টার্ন।

সব মিলিয়ে শ্রীলঙ্কা পেয়ে গেছে ভালো ভিত।