জাতীয় লিগে ওয়ালটনের দশম মৌসুম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর আয়োজনের অংশ হিসেবে এবার জাতীয় লিগের নাম ‘বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগ।’ তবে নাম বদলে গেলেও বদলায়নি পৃষ্ঠপোষক। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের নিয়মিত সঙ্গী ওয়ালটন থাকছে এবারও।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2021, 12:35 PM
Updated : 21 March 2021, 12:35 PM

এই নিয়ে টানা দশমবার জাতীয় লিগের পৃষ্ঠপোষক হলো ওয়ালটন। ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় আসর ঢাকা প্রিমিয়ার লিগেরও তারা সবশেষ ৯ বারের পৃষ্ঠপোষক। পাশাপাশি দেশের ঘরোয়া বড় দৈর্ঘ্যের ক্রিকেটের আরেক টুর্নামেন্ট বিসিএলের একটি ফ্র্যাঞ্চাইজির সত্বাধিকারীও এই হাই টেক প্রতিষ্ঠান।

সোমবার শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগের ২২তম আসর। এই টুর্নামেন্ট দিয়েই কোভিড বিরতির পর ঘরোয়া ক্রিকেটের নিয়মিত আসরগুলো শুরু হচ্ছে। যথারীতি দুই স্তরে অংশ নেবে ৮টি দল।

ওয়ালটনের নির্বাহী পরিচালক উদয় হাকিম বললেন, বড় দৈর্ঘ্যের ক্রিকেটে বাংলাদেশের উন্নতির সহায়ক হবে এবার জাতীয় লিগ।

“ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন ধরে বিসিবি ও বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে আছে ওয়ালটন। বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন ও আগামী দিনের তারকা তৈরি প্রক্রিয়ায় ওয়ালটন অবদান রাখতে চায়। আশা করি, বড় দৈর্ঘ্যের ক্রিকেটে বাংলাদেশ দলের শক্তিকে আরও মজবুত করবে এবারের জাতীয় ক্রিকেট লিগ।”