প্রথম ঘণ্টায় চোখ উইন্ডিজের

তৃতীয় দিন শেষ বেলায় দ্রুত ৩ উইকেট হারালেও ম্যাচে এখনও নিজেদেরকেই চালকের আসনে দেখছেন ওয়েস্ট ইন্ডিজের রাকিম কর্নওয়াল। ভালো করেই জানেন, পরদিন সকালে দ্রুত কয়েকটি উইকেট হারালে উল্টে যেতে পারে চিত্রটা। তাই শুরুতে সাবধানী ব্যাটিং চাইলেন এই অফ স্পিনার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2021, 01:54 PM
Updated : 13 Feb 2021, 03:32 PM

ঢাকা টেস্টের তৃতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৩ উইকেটে ৪১ রান। প্রথম ইনিংসে ১১৩ রানের লিড পাওয়া দলটি এগিয়ে ১৫৪ রানে।

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার শেষ বেলায় উইকেট থেকে মিলেছে কিছুটা টার্ন। দুয়েকটা বল কিছুটা নিচুও হয়েছে। কর্নওয়াল মনে করেন, চতুর্থ দিনের সকালের সেশন তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।

“মনে হয়, আমরা এখনও কিছুটা চালকের আসনে আছি। (চতুর্থ দিনের) প্রথম ঘণ্টায় ভালো ব্যাটিং করতে চাই। লাঞ্চের সময় আমাদের ভালো অবস্থানে থাকতে হবে যেন বাংলাদেশকে বড় একটা লক্ষ্য দিতে পারি। দিনের শেষ দিকে আমরা ওদের উইকেট নিতে চাইব। চারশ রানের যে কোনো লক্ষ্য আমাদের জন্য হবে স্বস্তির।”