রেকর্ড গড়ে মিরাজের ১০০ উইকেট

অপেক্ষা ছিল চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন থেকে। সেদিন হয়নি, হয়নি সেই টেস্টের হতাশার শেষ দিনেও। মিরপুরে এসেও কেটে গেল দুই দিন। অবশেষে তৃতীয় দিন শেষ সেশনে শেষ হলো মেহেদী হাসান মিরাজের প্রতীক্ষা। রেকর্ড গড়ে এই অফ স্পিনার পা রাখলেন ১০০ উইকেটে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2021, 10:36 AM
Updated : 13 Feb 2021, 03:32 PM

বাংলাদেশের হয়ে দ্রুততম ১০০ টেস্ট উইকেট শিকারি বোলার এখন মিরাজ। ছাড়িয়ে গেলেন তিনি তাইজুল ইসলামকে।

৯০ উইকেট নিয়ে মিরাজ শুরু করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ। চট্টগ্রামে তার শিকার ছিল দুই ইনিংসে চারটি করে উইকেট। মিরপুরে উইকেটশূন্য প্রথম দিনের পর দ্বিতীয় দিন সকালে এনক্রুমা বনারকে ফিরিয়ে তার উইকেট সংখ্যা হয় ৯৯। প্রথম ইনিংস ওই একটিই উইকেট। তৃতীয় দিনে শনিবার শেন মোজলিকে ফিরিয়ে শিকার হলো ১০০।

২৪ টেস্ট খেলে মিরাজ পূর্ণ করলেন উইকেটের সেঞ্চুরি। তাইজুলের লেগেছিল ২৫ টেস্ট।

তাইজুলের আগে রেকর্ডটি ছিল সাকিব আল হাসানের, ২৮ টেস্টে।

বাংলাদেশের হয়ে ১০০ টেস্ট উইকেট নেওয়ার প্রথম কৃতিত্ব মোহাম্মদ রফিকের। ক্যারিয়ারের শেষ টেস্টে দুই উইকেট নিয়ে উইকেটের সেঞ্চুরি পূরণ করেছিলেন বাংলাদেশের স্পিন কিংবদন্তি। টেস্ট ক্যারিয়ার শেষ করেন তিনি ৩৩ টেস্টে ১০০ উইকেট নিয়ে।

বাংলাদেশের হয়ে ১০০ টেস্ট উইকেট শিকারি বোলার এই চারজনই।

দ্রুততম ১০০ উইকেটের বিশ্বরেকর্ডের ধারেকাছে অবশ্য যেতে পারেনি বাংলাদেশের কোনো বোলার। ১৬ টেস্টে ১০০ উইকেট নিয়ে এই রেকর্ডটি জর্জ লোম্যানের। সেই ১৮৯৬ সালে রেকর্ডটি গড়েছিলেন ইংলিশ পেসার।