রেকর্ডের অনুপ্রেরণায় এগিয়ে যেতে চান মিরাজ

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যেন দুই হাত ভরে পাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি ছুঁয়েছেন প্রথম টেস্টে। পরের টেস্টে গড়েছেন দেশের হয়ে লাল বলে দ্রুততম একশ উইকেটের রেকর্ড। এই রেকর্ডের অনুপ্রেরণায় সাফল্যের পথে এগিয়ে যেতে চান মিরাজ। ক্যারিয়ারকে নিয়ে যেতে চান অনেক দূর।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2021, 02:47 PM
Updated : 13 Feb 2021, 03:31 PM

মোহাম্মদ রফিক, সাকিব আল হাসান ও তাইজুল ইসলামের পর শনিবার টেস্টে একশ উইকেটের মাইলফলক স্পর্শ করেন মিরাজ। বাঁহাতি স্পিনারের বাইরে এই প্রথম কেউ জায়গা পেলেন এই তালিকায়।

২৫ টেস্টে একশ উইকেট নিয়ে রেকর্ড ছিল তাইজুলের। ২৪ টেস্টে তাকে ছাড়িয়ে রেকর্ড গড়া মিরাজ ভীষণ খুশি নিজের অর্জনে। 

“বাঁহাতি স্পিনার হিসেবে তারা ১০০ উইকেট পেয়েছেন। ডানহাতি অফস্পিনার হিসেবে তাদের পাশে বসেছি। দ্রুততম একশ উইকেট পেয়েছি। এটা আমাকে আরও ভালো করতে অনুপ্রেরণা যোগাবে। চেষ্টা করব, দেশের হয়ে আরও উইকেট নেওয়ার জন্য। এটা আমার ক্যারিয়ারের জন্য অনেক ভালো হবে।”

২৩ বছর বয়সে উইকেট নিয়ে গেলেন তিন অঙ্কে। ক্যারিয়ার শেষে কোথায় থামতে চান মিরাজ?

“ভবিষ্যতের কথা তো কেউ বলতে পারে না। তবে আমার স্বপ্ন ক্যারিয়ারটাকে অনেক দূর নিয়ে যাওয়ার। কত উইকেটে থামব, কত রান করব এটাতো আগে থেকে বলা সম্ভব নয়। লক্ষ্য কখনও ঠিক করলে আমার জন্য তা চাপ হয়ে যায়। যেভাবে চলছে, সেভাবে চলবে। যতদিন ক্রিকেট খেলব, ভালো কিছুই হবে।”