রোমাঞ্চকর শেষের অপেক্ষায় ব্রিজবেন টেস্ট
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jan 2021 01:58 PM BdST Updated: 18 Jan 2021 05:45 PM BdST
চোট জর্জর খর্ব শক্তির দল নিয়েও অস্ট্রেলিয়ার বিপক্ষে সমানে-সমান লড়ছে ভারত। উজ্জ্বল করেছে বোর্ডার-গাভাস্কার ট্রফি ধরে রাখার সম্ভাবনা। অস্ট্রেলিয়ার সামনেও সুযোগ ট্রফি পুনরুদ্ধারের। ব্যাট-বলের তুমুল লড়াইয়ে রোমাঞ্চকর শেষের অপেক্ষায় দুই দলের লড়াই।
ব্রিজবেন টেস্টের শেষ দিনে জয়ের জন্য ৩২৪ রান চাই ভারতের, অস্ট্রেলিয়ার ১০ উইকেট। চার ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা। চতুর্থ ও শেষ টেস্টের ফলই ঠিক করে দিবে ট্রফির ভাগ্য।
৩২৮ রান তাড়ায় বৃষ্টির বাগড়ায় ভারত ব্যাট করতে পারে কেবল ১.৫ ওভার। কোনো উইকেট না হারিয়ে দলটি তোলে ৪ রান। রোহিত শর্মার ব্যাট থেকে এসেছে একটি বাউন্ডারি। শূন্য রানে ব্যাট করছেন শুবমান গিল।
গ্যাবায় সোমবার বিনা উইকেটে ২১ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে অস্ট্রেলিয়া। ওয়ানডে ঘরানার ব্যাটিংয়ে দ্বিতীয় ইনিংসে করে ২৯৪ রান।
মার্কাস হ্যারিসকে কট বিহাইন্ড করে ৮৯ রানের শুরুর জুটি ভাঙেন শার্দুল ঠাকুর। ৬ চারে ৭৫ বলে ৪৮ রান করা ডেভিড ওয়ার্নারকে বোল্ড করে থামান ওয়াশিংটন সুন্দর।

ম্যাথু ওয়েডকে শূন্য রানে থামেন সিরাজ পরে ধরেন বড় শিকার। ৭ চারে ৫৫ রান করা স্টিভেন স্মিথকে বিদায় করেন এই পেসার। ভাঙে ৭৩ রানের জুটি।
নিয়মিত উইকেট হারালেও আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যেতে থাকে স্বাগতিকরা। মিডল অর্ডারে ছোবল দেন শার্দুল। ক্যামেরন গ্রিনকে বিদায় করার পর কট বিহাইন্ড করেন অধিনায়ক টিম পেইনকে।
লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে দলকে তিনশ রানের কাছে নিয়ে যান প্যাট কামিন্স। প্রথম ইনিংসে ছোট্ট একটা লিড পাওয়া অস্ট্রেলিয়া পায় তিনশ ছাড়ানো পুঁজি।
ক্যারিয়ারের তৃতীয় টেস্টে এসে প্রথম পাঁচ উইকেটের স্বাদ পেলেন সিরাজ। ৭৩ রানে ৫ উইকেট নিয়ে এই পেসারই দলের সেরা বোলার। আরেক পেসার শার্দুল ৪ উইকেট নেন ৬১ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৩৬৯
ভারত ১ম ইনিংস: ৩৩৬
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: (আগের দিন ২১/০) ৭৫.৫ ওভারে ২৯৪ (হ্যারিস ৩৮, ওয়ার্নার ৪৮, লাবুশেন ২৫, স্মিথ ৫৫, ওয়েড ০, গ্রিন ৩৭, পেইন ২৭, কামিন্স ২৮*, স্টার্ক ১, লায়ন ১৩, হেইজেলউড ৯; সিরাজ ১৯.৫-৫-৭৩-৫, নাটরাজন ১৪-৪-৪১-০, সুন্দর ১৮-১-৮০-১, শার্দুল ১৯-২-৬১-৪, সাইনি ৫-১-৩২-০)
ভারত ২য় ইনিংস: (লক্ষ্য ৩২৮) ১.৫ ওভারে ৪/০ (রোহিত ৪*, গিল ০*; স্টার্ক ১-০-৪-০, হেইজেলউড ০.৫-০-০-০)
-
এশিয়া কাপ পেছানোর ভাবনা
-
নিউ জিল্যান্ডে যেমন কাটছে মিরাজদের সময়
-
জাতীয় দলের জন্য ‘প্রস্তুত নন’ নারাইন
-
শ্রীলঙ্কার ক্রিকেট পরিচালক মুডি
-
শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত টি-টোয়েন্টি অধিনায়ক ম্যাথিউস
-
টেস্টে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে রোহিত
-
তানভিরের ১৩ উইকেটে ইনিংস ব্যবধানে জয়
-
ইয়াসিরের ৮ রানের আক্ষেপ, তানভিরের ৩ উইকেট
সর্বাধিক পঠিত
- ফেইসবুকে ‘সেক্স টয়’ বিক্রি, গ্রেপ্তার ৬
- সেভিয়া ম্যাচের আগে বড় ধাক্কা খেল বার্সা
- ৩য়-৪র্থ শ্রেণির নিয়োগ পিএসসিকে নেওয়ার উদ্যোগ নিতে বললেন রাষ্ট্রপতি
- মিয়ানমারে বিক্ষোভ দমাতে গুলি, নিহত অন্তত ১৮
- ৩০ মার্চ খুলবে স্কুল-কলেজ
- এশিয়া কাপ পেছানোর ভাবনা
- টেস্টে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে রোহিত
- তানভিরের ১৩ উইকেটে ইনিংস ব্যবধানে জয়
- ‘গ্রিজমানকে শাস্তি দেওয়া হয়নি’
- নিউ জিল্যান্ডে যেমন কাটছে মিরাজদের সময়