তাৎক্ষণিক সিদ্ধান্তে তামিমের ডেপুটি

কোনো কারণে তামিম ইকবাল মাঠে না থাকলে দায়িত্ব পালন করবেন কে? নির্দিষ্ট কোনো নাম এখনও ঠিক করেনি বিসিবি। বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান ধারণা দিলেন, অধিনায়কের অনুপস্থিতিতে সিনিয়রদের কেউ কাজটা চালিয়ে নিবেন।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2021, 10:05 AM
Updated : 17 Jan 2021, 02:40 PM

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য শনিবার দেওয়া ১৮ সদস্যের দলে রাখা হয়নি কোনো সহ-অধিনায়ক। পরদিন গণমাধ্যমের মুখোমুখি হয়ে আকরাম জানালেন, দেশের মাটিতে খেলা হওয়ায় তাড়াহুড়ার কিছু দেখছেন না তিনি।

“যেহেতু আমরা ঘরের মাঠে খেলছি সেহেতু আমাদের কোনো....। পরিস্থিতি ওরকম হলেই আমরা নাম উল্লেখ করব। দেশেই খেলা হওয়াতে আমরা এটা নিয়ে দুঃশ্চিন্তা করছি না। আমরা থাকব, বোর্ড পরিচালকেরা থাকবে। তো যে কোনো সময় আমরা এই সিদ্ধান্ত নিতে পারব।”

মাশরাফি বিন মুর্তজা অধিনায়কত্ব ছাড়ার পর নেতৃত্ব পান তামিম। এই সিরিজ দিয়েই নতুন অধ্যায় শুরু হচ্ছে দেশসেরা ওপেনারের। সাবেক অধিনায়ক আকরাম জানালেন, প্রয়োজন হলে হয়তো তিন সিনিয়র মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান কিংবা মুশফিকুর রহিমদের কেউ দায়িত্ব পালন করবেন।

“আমাদের কিছু সিনিয়র প্লেয়ার আছে, কিছু জুনিয়র প্লেয়ার আছে। তো এটা নিয়ে কোনরকম সমস্যা হবে না। আল্লাহ না করুক যদি এরকম কিছু হয় তাহলে সিনিয়র প্লেয়াররা তো আছেই। (মাহমুদউল্লাহ) রিয়াদ আছে, সাকিব আছে। অভিজ্ঞ এমন আরো আছে, মুশফিক আছে।”

আগামী ২০ জানুয়ারি মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে হবে প্রথম ওয়ানডে। একই মাঠে দ্বিতীয় ওয়ানডে হবে ২২ জানুয়ারি। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ ২৫ জানুয়ারি, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।