তামিম-সাকিবদের জার্সিতে স্বাধীনতার স্মারক
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jan 2021 05:23 PM BdST Updated: 17 Jan 2021 10:02 PM BdST
-
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে এই জার্সি পরে খেলবে বাংলাদেশ। ছবি: বিসিবি
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিশেষ জার্সির পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানালেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জার্সিতে থাকবে মুক্তিযুদ্ধে বাঙালির স্মারক চিহ্ন।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে স্বাধীন হওয়া বাংলাদেশ চলতি বছর পা রাখবে পঞ্চাশে। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে নিজেদের মতো আয়োজনের ভাবনা আছে বিসিবিরও। আকরাম জানান, এর শুরুটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে।
“পুরো দেশবাসীর মতো আমাদের ক্রিকেট বোর্ড ও প্লেয়াররা এতে সম্পৃক্ত হতে যাচ্ছি। এটা আমাদের জন্য একটি বিশেষ উপলক্ষ, যেহেতু এটা আমাদের স্বাধীনতার ৫০ বছর। সেটা উদযাপন করার জন্য আমরা জার্সির কথাটা মাথায় রেখেছি।”
“জার্সিটা কিন্তু আমাদের জাতীয় পতাকার মতো করেছি, সবুজ ও লাল দিয়ে করা। এখানে অন্য কোনো রঙ নেই। আমাদের পতাকায় লাল সূর্য যেভাবে আছে সেটা ওখানে তুলে ধরেছি। স্বাধীনতার পর আমাদের মুক্তিযোদ্ধা ভাইয়েরা যেভাবে উল্লাস করেছেন, যেভাবে স্বাধীনতা উদযাপন করেছেন সেটা তুলে ধরেছি। এর সঙ্গে আমাদের স্মৃতিসৌধও জার্সিতে তুলে ধরেছি।”
করোনাভাইরাস মহামারীর কারণে কর্মসূচিগুলো যথাযথভাবে করা না যাওয়ায় মুজিববর্ষের মেয়াদ ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে সরকার।
মহামারীর কঠিন সময়ে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার সিরিজটি বিসিবি নামকরণ করেছে বঙ্গবন্ধু বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ২০২১ নামে।
-
আফগানদের গুঁড়িয়ে জিম্বাবুয়ের লিড
-
চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের জয় চাইছে অস্ট্রেলিয়া
-
বাংলাদেশকে হারিয়ে মাস সেরার লড়াইয়ে মেয়ার্স
-
তৃতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন গেইল
-
অনুশীলনে ফিরতে মুখিয়ে তামিম
-
আহমেদাবাদের উইকেট নিয়ে ‘কান্নাকাটিতে’ বিস্মিত রিচার্ডস
-
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে নেই রশিদ
-
ইংল্যান্ডের ব্যাটিং কোচ ট্রেসকোথিক
সর্বাধিক পঠিত
- পাঁচটি প্রিয় বিকাশ নম্বরে ‘সেন্ড মানিতে’ খরচ নেই
- ভিনিসিউসের শেষের গোলে রক্ষা রিয়ালের
- বার্সেলোনায় যাচ্ছে গার্সিয়া: গুয়ার্দিওলা
- আমাকে ফাঁসানো হয়েছে: সামিয়া
- ‘এত বড় দেশে কোথাও জায়গা হল না’
- ইসিকে হেয় করতে সবই করছেন মাহবুব তালুকদার: সিইসি
- আহমেদাবাদের উইকেট নিয়ে ‘কান্নাকাটিতে’ বিস্মিত রিচার্ডস
- বার্সেলোনার সাবেক সভাপতি বার্তোমেউ ‘আটক’
- টিভি সূচি (মঙ্গলবার, ০২ মার্চ ২০২১)
- তৃতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন গেইল