মুস্তাফিজদের সামনে উড়ে গেল মাহমুদউল্লাহ-সাকিবরা

ইনিংসের শুরুতেই চমক। ব্যাট হাতে ওপেনিংয়ে সাকিব আল হাসান! কিন্তু ২২ গজে খুলনার ব্যাটিংয়ের দুরবস্থার কোনো বদল নেই। আবারও ব্যর্থ সাকিব, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, এনামুল হকরা। মুস্তাফিজুর রহমান, নাহিদুল ইসলামদের দুর্দান্ত বোলিংয়ে খুলনাকে গুঁড়িয়ে দিল চট্টগ্রাম।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2020, 09:17 AM
Updated : 28 Nov 2020, 10:39 AM

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনাকে ৯ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম। 

শের-ই-বাংলা স্টেডিয়ামে শনিবার খুলনাকে ৮৬ রানে গুটিয়ে দিয়ে চট্টগ্রাম জিতে যায় ৩৮ বল বাকি রেখে।

খুলনার মূল হন্তারক এদিন মুস্তাফিজুর। ৩.৫ ওভারে মাত্র ৫ রানে এই বাঁহাতি পেসারের শিকার ৪ উইকেট। নতুন বলের অফ স্পিনে ৪ ওভারের টানা স্পেলে ১৫ রান দিয়ে নাহিদুলের প্রাপ্তি ২ উইকেট।

এই নিয়ে নিজেদের দুই ম্যাচেই প্রতিপক্ষকে একশর নিচে আটকে ফেলল চট্টগ্রাম। আগের ম্যাচে বেক্সিমকো ঢাকাকে ৮৮ রানে থামিয়ে ৯ উইকেটে জিতেছিল তারা।

চট্টগ্রামের আগের ম্যাচের মতো এ দিনও মোহাম্মদ মিঠুনের অধিনায়কত্ব ছিল নজরকাড়া। প্রতিপক্ষ বাজে ব্যাটিং করেছে বটে। তবে মিঠুনের বোলিং পরিববর্তন, মাঠ সাজানো, চাপ ধরে রাখা, এসব চোখে পড়ার মতোই।

খুলনার দুর্দশার শুরু প্রথম ওভার থেকেই। রান নেওয়ার চেষ্টায় এনামুল হক ও সাকিব চলে যান এক প্রান্তে। মোহাম্মদ মিঠুনের সরাসরি থ্রোয়ে রান আউট হয়ে ফেরেন এনামুল।

তৃতীয় রান নিয়ে সাকিব পূরণ করেন টি-টোয়েন্টিতে ৫ হাজার রান। সঙ্গে সাড়ে তিনশ উইকেটের ডাবলও অর্জন করেন তিনি। কিন্তু রাঙাতে পারেননি উপলক্ষ। ওই ৩ রানেই নাহিদুলকে ওড়াতে গিয়ে ধরা পড়েন মিড অনে।

মিডল অর্ডারেও দাঁড়াতে পারেননি কেউ। নাহিদুলের সোজা বল ফ্লিক খেলে এলবিডব্লিউ হন মাহমুদউল্লাহ। তাইজুল ইসলামকে টানা দুই বলে চার-ছক্কায় শেকল ভাঙার চেষ্টা করেন জহুরুল ইসলাম। কিন্তু ওই ওভারেই তিনি স্টাম্পড দারুণ ডেলিভারিতে।

তিনে নেমে ইমরুল কায়েস টিকে ছিলেন কিছুক্ষণ। আত্মহত্যার মিছিলে সামিল হয়ে তিনিও উইকেট ছুঁড়ে আসেন তাইজুলের বলে। প্রথম দুই ম্যাচে শূন্য রানে ফেরার পর এবার অবশ্য ২১ রানের (২৬ বলে) স্বস্তি পেয়েছেন ইমরুল।

আগের দুই ম্যাচে দারুণ ব্যাটিংয়ে দলকে উদ্ধার করেছিলেন আরিফুল হক। এবার তিনিও পারেননি ভালো কিছু করতে (৩০ বলে ১৫)। খুলনাও তাই পারেনি লড়ার মতো রান তুলতে।

রান তাড়ায় আগের ম্যাচের মতোই লিটন দাস ও সৌম্য সরকারের উদ্বোধনী জুটি কাজ সেরে ফেলে অনেকটুকু। শুরুর জুটিতে ৭৩ রান তুলে ফেলেন দুজন।

সৌম্য বিদায় নেন ২৬ রান করে। নান্দনিক সব শটের মহড়ায় লিটন অপরাজিত থেকে যান ৪৬ বলে ৫৩ রান করে। ইনিংসের তৃতীয় ওভারে পেসার হাসান মাহমুদকে মারেন টানা চারটি বাউন্ডারি।

টুর্নামেন্টে চট্টগ্রামের এটি টানা দ্বিতীয় জয়, ফেভারিট হিসেবে আসর শুরু করা খুলনার তিন ম্যাচে দ্বিতীয় হার।

সংক্ষিপ্ত স্কোর:

জেমকন খুলনা: ১৭.৫ ওভারে ৮৬ (এনামুল ৬, সাকিব ৩, ইমরুল ২১, মাহমুদউল্লাহ ১, জহুরুল ১৪, আরিফুল ১৫, শামীম ১১, শহিদুল ৫, রিশাদ ০, হাসান ১*, আল আমিন ০; নাহিদুল ৪-০-১৫-২, শরিফুল ৩-০-১৯-০, মুস্তাফিজ ৩.৫-০-৫-৪, তাইজুল ৩-০-৩০-২, মোসাদ্দেক ৩-০-৯-০, সৌম্য ১-০-৬-০)।

গাজী গ্রুপ চট্টগ্রাম: ১৩.৪ ওভারে ৮৭/১ (লিটন ৫৩*, সৌম্য ২৬, মুমিনুল ৫*; আল আমিন ২-০-১১-০, সাকিব ৪-১-১৪-০, হাসান ১-০-১৭-০, শামীম ১-০-১১-০, শহিদুল ১-০-৭-০, মাহমুদউল্লাহ ৩-০-১৬-১, রিশাদ ১.৪-০-১০-০ )।

ফল: গাজী গ্রুপ চট্টগ্রাম ৯ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: মুস্তাফিজুর রহমান।