আইপিএলে ফিক্সিংয়ের প্রস্তাব, তদন্ত শুরু

আইপিএলের চলতি আসরে ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছেন এক ক্রিকেটার। অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমেছে বিসিসিআইয়ের দুর্নীতি বিরোধী ইউনিট (এসিইউ)।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2020, 11:34 AM
Updated : 4 Oct 2020, 12:21 PM

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে এটি রোববার নিশ্চিত করেন এসিইউ-এর প্রধান অজিত সিং। রাজস্থান পুলিশের সাবেক এই ডিজিপি নেতৃত্ব দিচ্ছেন ৮ সদস্যের এসিইউ দলকে। অনৈতিক প্রস্তাব দেওয়া ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “আমরা তাকে খুঁজে বের করার চেষ্টা করছি, কিছুটা সময় লাগবে।”

দুর্নীতি বিরোধী ধারা মেনে গোপনীয়তার স্বার্থে প্রস্তাব পাওয়া ক্রিকেটার কিংবা তার ফ্র্যাঞ্চাইজির নাম প্রকাশ করা হয়নি।

ভারতে করোনাভাইরাসের প্রকোপ বেশি হওয়ায় এবারের আইপিএল হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। এই মহামারীর সংক্রমণ এড়াতে সেখানেও ম্যাচগুলো হচ্ছে দর্শক শূন্য মাঠে। ক্রিকেটার, সাপোর্ট স্টাফ ও টুর্নামেন্ট সংশ্লিষ্ট সবাই থাকছেন জৈব-সুরক্ষা বলয়ে। তাতে ক্রিকেটারদের কাছে সরাসরি অনৈতিক প্রস্তাব দেওয়ার সুযোগ যথেষ্টই কমে গেছে। তবে জুয়াড়িদের অনলাইন নেটওয়ার্ক এখনও হয়ে আছে বড় হুমকি।

বেশিরভাগ ক্রিকেটারই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয়। যেখানে অচেনা লোক ক্রিকেটারদের সঙ্গে বন্ধুত্ব পাতানোর চেষ্টা করে। এসিইউ নজর রাখছে সেদিকে।