পাকিস্তান সফরের অনুমতি পেল জিম্বাবুয়ে

পাকিস্তান সফরের জন্য সরকারের অনুমতি পেয়েছে জিম্বাবুয়ে। আগামী অক্টোবরে দেশটিতে যাওয়ার কথা রয়েছে তাদের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2020, 01:19 PM
Updated : 23 Sept 2020, 01:39 PM

এক বিবৃতি দিয়ে বুধবার অনুমতি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জিম্বাবুয়ে ক্রিকেট।

সফরে পাকিস্তানের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দলটি। ওয়ানডে তিনটি হবে ৩০ অক্টোবর থেকে ৩ নভেম্বরের মধ্যে, যা আইসিসির সুপার লিগের অংশ। এরপর ৭ থেকে ১০ নভেম্বরের মধ্যে হবে টি-টোয়েন্টি সিরিজটি।

২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল পাকিস্তানে। পরে সীমিত ওভারের সিরিজ শুরু হয় সীমিত আকারে। ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ের পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছে বিশ্ব একাদশ। তবে দেশটিতে টেস্ট ফিরেছে ১০ বছর পর, গত ডিসেম্বরে শ্রীলঙ্কার সফর দিয়ে। এরপর জানুয়ারিতে বাংলাদেশও টেস্ট ও টি-টোয়েন্টি খেলেছে দেশটিতে।