ইংল্যান্ডের ওয়ানডে রিজার্ভ স্কোয়াডে সল্ট

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ইংল্যান্ডের রিজার্ভ স্কোয়াডে ডাক পেয়েছেন ব্যাটসম্যান ফিল সল্ট।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Sept 2020, 12:31 PM
Updated : 6 Sept 2020, 12:31 PM

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা ২৪ বছর বয়সী সল্ট ইংল্যান্ডের সাদা বলের অনুশীলন ক্যাম্পে চমক দেখিয়েছিলেন। জুলাইয়ে ইংল্যান্ড লায়ন্সের হয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে পঞ্চাশ ওভারের প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করেছিলেন মাত্র ৫৮ বলে। গত ইংলিশ গ্রীষ্মে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে ছিলেন তিনি।

সল্টকে নিয়ে রিজার্ভ স্কোয়াডের সদস্য হলো তিন জন। আগে থেকেই আছেন জো ডেনলি ও সাকিব মাহমুদ। চোটে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে যাওয়া জেসন রয় ১৩ জনের মূল দলে না থাকলেও এখনও তাকে পাওয়ার আশায় আছে ইংল্যান্ড।

ইংল্যান্ড-অস্ট্রেলিয়া চলমান টি-টোয়েন্টি সিরিজ শেষে আগামী শুক্রবার ওল্ড ট্র্যাফোর্ডে হবে প্রথম ওয়ানডে। একই মাঠে পরের দুই ম্যাচ যথাক্রমে ১৩ ও ১৬ সেপ্টেম্বর।

ওয়ানডের ইংল্যান্ড দল: ওয়েন মর্গ্যান (অধিনায়ক), মইন আলি, জফ্রা আর্চার, জনি বেয়ারস্টো, টম ব্যান্টন, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারান, টম কারান, আদিল রশিদ, জো রুট, ক্রিস ওকস, মার্ক উড।

রিজার্ভ: জো ডেনলি, সাকিব মাহমুদ, ফিল সল্ট