তৃতীয় টেস্টের দলে ফিরলেন আর্চার-অ্যান্ডারসন-উড

এই যাত্রায় কমের ওপর দিয়ে বেঁচে যাওয়া জফ্রা আর্চার অনুমিতভাবে জায়গা পেয়েছেন তৃতীয় টেস্টের দলে। বিশ্রাম কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচের দলে ফিরেছেন জেমস অ্যান্ডারসন ও মার্ক উড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2020, 02:57 PM
Updated : 23 July 2020, 02:57 PM

প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে ১-১ সমতা আনে ইংল্যান্ড। ওল্ড ট্র্যাফোর্ডে শুক্রবার শুরু হতে যাওয়া শেষ টেস্ট জিতে উইজডেন ট্রফি ঘরে তোলার সুযোগ জো রুটের দলের সামনে।

‘বায়ো-সিকিউর’ বিধি ভঙ্গ করায় দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ দেওয়া হয়েছিল ২৫ বছর বয়সী পেসার আর্চারকে।

প্রথম টেস্টের ভেন্যু সাউথ্যাম্পটন থেকে দ্বিতীয় টেস্টের জন্য ম্যানচেস্টার যাওয়ার পথে ব্রাইটনে নিজের বাসায় ঘণ্টাখানেক সময় কাটান তিনি। এই কাণ্ডে জরিমানার পাশাপাশি লিখিতভাবে সতর্ক করে দেওয়া হয় গতিময় এই পেসারকে।

আইসোলেশনের ৫ দিনে দুই দফায় কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ আসার পর দলের সঙ্গে যোগ দেওয়ার অনুমতি পান তিনি।

অ্যান্ডারসন, আর্চার ও উড ফেরায় তৃতীয় টেস্টের একাদশে থাকতে দারুণ লড়াই হবে পেসারদের মধ্যে। ১৪ সদস্যের দলে আছেন স্টুয়ার্ট ব্রড, ক্রিস ওকস ও স্যাম কারানও।

তৃতীয় ও শেষ টেস্টের ইংল্যান্ড দল: জো রুট (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জফ্রা আর্চার, ডম বেস, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, জ্যাক ক্রলি, স্যাম কারান, অলি পোপ, ডম সিবলি, বেন স্টোকস, ক্রিস ওকস ও মার্ক উড।