জুনের শুরুতে অনুশীলনে ফেরার লক্ষ্য শ্রীলঙ্কার

ক্রিকেট মাঠে ফেরানোর লক্ষ্যে আগামী ১ জুন অনুশীলনে ফেরার পরিকল্পনা করছে শ্রীলঙ্কা। সবকিছু অবশ্য সরকারের সবুজ সংকেত পাওয়ার ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন শ্রীলঙ্কার প্রধান কোচ মিকি আর্থার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2020, 03:59 PM
Updated : 20 May 2020, 03:59 PM

৫২ বছর বয়সী আর্থার বুধবার ইএসপিএন-ক্রিকইনফোকে জানান, বিষয়টি নিয়ে গত সপ্তাহে দুই অধিনায়ক দিমুথ করুনারত্নে ও লাসিথ মালিঙ্গার সঙ্গে বৈঠক হয়েছে তার। সহকারী কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার, শ্রীলঙ্কা ক্রিকেটের ঊর্ধ্বতন কর্মকর্তা, বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা, নির্বাচকদের প্রধান আসান্থা ডি মেল ও মেডিকেল বিশেষজ্ঞও উপস্থিত ছিলেন ওই বৈঠকে।

“গত বুধবার আমরা একটা বৈঠক করেছি (ক্রিকেট ফেরানোর ব্যাপারে)। কারণ আমরা ১ জুন অনুশীলন শুরুর পরিকল্পনা করছি। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সবুজ সংকেত পেলে অধিনায়ক ও আমার কোচিং স্টাফের সঙ্গে বসে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করব।”

“স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিক থেকে সবকিছু ঠিক আছে মনে হচ্ছে। তবে অনুশীলন হবে ছোট ছোট গ্রুপে। আমরা সম্ভবত ফাস্ট বোলারদের অগ্রাধিকার দেব, কারণ তাদের ছন্দে ফেরার জন্য বেশি সময় দরকার।”

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত মার্চ থেকে বন্ধ আছে ক্রিকেট। স্থগিত হয়ে গেছে শ্রীলঙ্কার ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ।

শ্রীলঙ্কার করোনাভাইরাস পরিস্থিতি এখন বেশ নিয়ন্ত্রিত, আক্রান্ত রোগীর সংখ্যা এখন পাঁচশর কম। গত দুই সপ্তাহ ধরে সংখ্যাটি স্থিতিশীল আছে। এজন্যই মাঠে ক্রিকেট ফেরানোর কথা ভাবছে লঙ্কানরা। দিন দুয়েক আগে প্রধান নির্বাহী ডি সিলভা জানান, জুনের শেষ দিকে ভারত ও জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দুটি নির্ধারিত সময়েই আয়োজন করতে চান তারা।