আইসিসির আম্পায়ার্স প্যানেলে আরও দুই ভারতীয় নারী

আইসিসির ডেভেলপমেন্ট আম্পায়ার্স প্যানেলের নতুন সদস্য হলেন জননি নারায়ানান ও বিন্দ্রা রাথি। এই দুইজনকে নিয়ে আইসিসির প্যানেলে নারী আম্পায়ারের সংখ্যা এখন ১২ জন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2020, 10:47 AM
Updated : 19 March 2020, 10:47 AM

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বৃহস্পতিবার এই দুই ভারতীয় নারী আম্পায়ারকে প্যানেলে নেওয়ার ঘোষণা দেয়।

চেন্নাইয়ের ৩৪ বছর বয়সী নারায়ানান ও মুম্বাইয়ের ৩১ বছর বয়সী রাথি, ২০১৮ সাল থেকে ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারের দায়িত্ব পালন করে আসছেন। নারায়ানানের ক্রিকেটীয় অভিজ্ঞতা নেই। তবে ২০০৭-২০০৮ থেকে ২০১০-২০১১ মৌসুম পর্যন্ত খেলেছেন রাথি। মুম্বাই বিশ্ববিদ্যালয়ের পেসার ছিলেন তিনি।

আইসিসির বাকি নারী ম্যাচ অফিসিয়ালরা হলেন- জিএস লক্ষি, শান্দ্রে ফ্রিটজ, লরেন অ্যাজেনবাগ, কিম কটন, শিভানি মিশ্রা, ক্লেয়ার পোলোস্যাক, সু রেডফার্ন, ইলোইস শেরিডান, ম্যারি ওয়ালড্রন, জ্যাকুলিন উইলিয়ামস।